/indian-express-bangla/media/media_files/2025/09/16/cats-2025-09-16-11-20-41.jpg)
দিশার বাবাকে ফোন যোগী
Disha Patani House Firing: সুপারস্টার সলমন খানের বাংলোর বাইরে দুষ্কৃতিদের গুলি থেকে কমেডিয়ান কপিল শর্মার ক্যাফেতে হামলা। রক্ষা পায়নি বিতর্কিত ইউটিউবার ও বিগ বস OTT বিজয়ী এলভিশ যাদবের বাড়িও। এবার 'টার্গেট' ব লিউডের গ্ল্যাম ডিভা দিশা পাটানির বরেলির বাড়ি। আচমকা অভিনেত্রীর বাড়ির বাইরে কয়েক রাউন্ড গুলির শব্দ। অভিযোগ, দিশার বোন খুশবু হিন্দু ধর্মগুরু প্রেমানন্দ মহারাজ ও অনিরুদ্ধ মহারাজের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছেন। যা হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত করেছে। যদিও সেই অভিযোগ নস্যাৎ করে দিয়েছেন দিশা-খুশবুর বাবা। এর মাঝেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রবিবার রাতে জগদীশ সিং পাটানিকে ফোন করে সাম্প্রতিক গুলি চলার ঘটনার পর নিরাপত্তার আশ্বাস দেন।
অবসরপ্রাপ্ত ডেপুটি সুপারিন্টেনডেন্ট অফ পুলিশ জগদীশ সিং পাটানি জানান, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেছেন, 'উত্তরপ্রদেশ সরকার আপনাদের সঙ্গে আছে। পরিবারের নিরাপত্তায় কোনও ঘাটতি রাখা হবে না।' এর আগে মুখ্যমন্ত্রীর বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (OSD) রাজভূষণ সিংও পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। তিনিও আশ্বস্ত করে বলেন, 'অপরাধীরা কোনওভাবেই আইনের হাত থেকে রক্ষা পাবে না। অভিযুক্তরা যদি আন্ডারওয়ার্ল্ডেও লুকিয়ে থাকে তবুও তাদের ঠিক খুঁজে বের করা হবে। আপনার পরিবারের নিরাপত্তার দায়িত্ব সরকারের। নিশ্চিন্ত থাকুন।'
ঘটনাটি ঘটে ১২ই সেপ্টেম্বর, শুক্রবার ভোররাতে প্রায় ৩টে বেজে ৩০ মিনিটে। দু’জন হামলাকারী বাইকে চেপে বরেলিতে দিশা পাটানির বাড়ির বাইরে গুলি চালায়। এই হামলার ঘটনায় সোশ্যাল মিডিয়ায় গোল্ডি ব্রারের দায় স্বীকারের পোস্ট ঘিরে ব্যাপক শোরগোল। তবে পোস্টটি শনিবার সকালে সরিয়ে ফেলা হয় এবং সন্ধ্যার মধ্যে অ্যাকাউন্টটিও নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। তদন্তে জানা যায়, ওই অ্যাকাউন্টটি একটি পর্তুগিজ পরিচয় ব্যবহার করে খোলা হয়েছিল।
আরও পড়ুন 'আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে...', গুলিবর্ষণের ঘটনায় মুখ খুললেন দিশার বাবা
ঘটনার পর জগদীশ পাটানি কোটওয়ালি থানায় মামলা দায়ের করেন। এফআইআরে তিনি জানান, শুক্রবার ভোরে দুই ব্যক্তি তার বাড়ির সামনে গুলি চালিয়ে পালিয়ে যায়। তখন পুরো পরিবার ঘুমে আচ্ছন্ন। সাড়ে তিনটে নাগাদ তাঁদের পোষ্য চিৎকার শুরু করলে মনে সন্দেহ দানা বাঁধে। বারান্দা থেকে তাকিয়ে তিনি দেখেন বাড়ির বাইরে মোটরবাইকে দুইজন দাঁড়িয়ে আছে।
হামলাকারীদের একজন ভোর সাড়ে চারটের দিকে তার দিকে গুলি চালায়। কোনওক্রমে প্রাণে বাঁচেন। বরেলি পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে। এসএসপি অনুরাগ আর্য নিশ্চিত করেছেন যে ডিজিটাল সূত্রে বিদেশি সংযোগের ইঙ্গিত পাওয়া গেছে এবং হামলাকারীদের খুঁজে বের করার চেষ্টা জারি রয়েছে।
প্রসঙ্গত, সংবাদসংস্থা এএনআই-কে সন্তানের সমর্থনে বিবৃতিতে বলেছেন, 'মেয়ের বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে এবং এটি পরিবারকে অসম্মান করার ষড়যন্ত্র'। আরও যোগ করেছেন, 'প্রেমানন্দজি মহারাজের বিষয়ে ওঁর নাম টেনে আনা হয়েছে। আমরা সনাতনী, সাধু-সন্তদের শ্রদ্ধা করি। যদি কেউ ওঁর বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করে তবে সেটি আমাদের অপমান করার ষড়যন্ত্র।'