Ed Raid Actor House: কোটি কোটি টাকার আর্থিক তছরুপের অভিযোগ, বলিউড অভিনেতার বাড়িতে ইডির হানা, আর কোথায় চলল তল্লাশি?

Dino Morea Financial Scam: দিনো মরিয়ার বিরুদ্ধে ৬৫ কোটি টাকার বেশি টাকা আর্থিক তছরুপের অভিযোগ। অভিনেতার বাড়িতে ইডির হানা। আর কোন জায়গায় তল্লাশি চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট?

Dino Morea Financial Scam: দিনো মরিয়ার বিরুদ্ধে ৬৫ কোটি টাকার বেশি টাকা আর্থিক তছরুপের অভিযোগ। অভিনেতার বাড়িতে ইডির হানা। আর কোন জায়গায় তল্লাশি চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
অভিনেতার বাড়িতে ইডির হানা

অভিনেতার বাড়িতে ইডির হানা

Dino Morea: বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা দিনো মরিয়া। একটা সময় বিপাশা বসুর সঙ্গে সম্পর্কে ছিলেন অভিনেতা। রাজ, গুনহা-র মতো হিট ছবিও দর্শককে উপহার দিয়েছেন। সেই দিনো মরিয়ার নাম জড়িয়েছে মহারাষ্ট্রের মিঠি নদীর পলি নিষ্কাশন কেলেঙ্কারিতে। মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা তলব করেছে অভিনেতাকে। দিনো মরিয়ার বিরুদ্ধে রয়েছে ৬৫ কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ।

Advertisment

মিডিয়া রিপোর্ট মোতাবেক, বলিউড অভিনেতা দিনো মরিয়ার বিরুদ্ধে ৬৫ কোটি টাকার বেশি কেলেঙ্কারির অভিযোগ দায়ের করা হয়েছে। গত ২৬ মে সেই খবর প্রকাশ্যে আসার প্রায় দশদিন পর জানা যাচ্ছে দিনো মরিয়ার বাড়িতে ইডির হানা। মুম্বই ও কেরালার ১৫ টি লোকেশনে তল্লাশি চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এছাড়াও অভিযান চালিয়েছে অভিনেতার বাড়ি, BMC-র অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার প্রশান্ত সহ আরও কয়েকজন কনট্রাক্টরকে। 

শিবসেনার (UBT)নেতা আদিত্য ঠাকরে দিনো মরিয়ার ঘনিষ্ঠ সহযোগী। দুর্নীতি দমন শাখা বা EOW এর আগেও এই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছিল। বর্তমানে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে ইডি সমস্ত অর্থনৈতিক ডকুমেন্টস খতিয়ে দেখছে। সেই সঙ্গে অবৈধ আর্থিক লেনদেনের বিষয়টিও পর্যবেক্ষণ করছে। দুর্নীতি দমন শাখা আগেই এই ঘটনায় সন্দেহভাজন ১৩ জনকে আটক করেছে। সেই তালিকায় ছিল বৃহন্নুম্বাই মিউনিসিপল কর্পোরেশনের কর্মকর্তা ও কনট্রাক্টর্সরা। ২০০৭ থেকে ২০২১ সাল পর্যন্ত  মহারাষ্ট্রের মিঠি নদীর পলি নিষ্কাশন ব্যবস্থার জন্য যে টাকা বরাদ্দ করা হয়েছিল তারই বেআইনিভাবে লেনদেনের অভিযোগেই ওই কয়েকজন ব্যক্তিকে আটক করা হয়েছে।

Advertisment

আরও পড়ুন কোটি কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ, দিনো মরিয়াকে তলব মুম্বই পুলিশের

 তদন্তকারীদের অনুমান  যন্ত্রপাতি প্রকৃত মূল্যের তুলনায় অনেকটা বেশি দামে পৌর সংস্থাকে বিক্রি করেছে। যার জন্য বৃহন্নুম্বাই পৌর কর্পোরেশন (BMC)-কে বিরাট ক্ষতির মুখে পড়তে হয়েছে। উল্লেখ্য,  দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এই ঘটনা নিশ্চিত করে জানিয়েছিলেন, 'আমরা ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করছি। সেই জন্য অনেকটা সময় লাগতে পারে বলে মনে করা হচ্ছে।' মিঠি নদীর নিচু এলাকায় বৃষ্টির জল নিষ্কাশন অত্যন্তগুরুত্বপূর্ণ ও ব্যয়সাপেক্ষ একটি কাজ। এই কেলেঙ্কারির ফলে সরকারি তহবিলে বিশাল ক্ষতি হয়েছে যেমন, তেমনই মুম্বইয়ের মতো শহরে আসন্ন বর্ষার প্রস্তুতিও বিশ বাঁও জলে সে কথা বলাইবাহুল্য। 

আরও পড়ুন 'সম্পূর্ণ সংজ্ঞাহীন-নার্ভও কাজ করছিল না', একটানা ৫ দিন ICU-তে অভিনেত্রী! হেলথ আপডেট দিলেন প্রিয়জন

Bollywood Actor Dino Morea