/indian-express-bangla/media/media_files/2025/04/22/owt4dcRLGuM45PFqj6Ol.jpg)
Mahesh Babu: মহেশ বাবুর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ
Mahesh Babu ED summon: আর্থিক তছরুপের মামলায় তেলুগু অভিনেতা মহেশ বাবুকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ২৮ এপ্রিলের মধ্যে দক্ষিণী তারকাকে ইডির সামনে হাজিরা দেওয়ার জন্য সোমবার তলব করা হয়েছিল।
হায়দরাবাদের দুই রিয়েল এস্টেট গোষ্ঠী সাই সূর্য ডেভেলপার্স ও সুরানা গ্রুপের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ওঠে। সেক্ষেত্রেই, মহেশ বাবু ৫.৯ কোটি টাকার বিনিময়ে দুটি গোষ্ঠীকে সমর্থন করেছিলেন বলে অভিযোগ করা হয়েছে। অভিনেতার জড়িত থাকার বিষয়টি ইডি তদন্ত করছে কারণ তার অনুমোদনের ফলে বেশ কয়েকজন, প্রতারণামূলক উদ্যোগে বিনিয়োগ করেছিল বলে অভিযোগ রয়েছে।
আরও পড়ুন - Mahesh Babu Assets: কোটি টাকার প্রতারণায় তলব করেছে ED, মহেশ বাবুর স…
মহেশ বাবু সংস্থাগুলির মাধ্যমে অর্থ পাচার না করলেও সংস্থাগুলির কাছ থেকে পাচারের টাকা নেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানিয়েছেন আধিকারিকরা। তেলেঙ্গানা পুলিশের দায়ের করা মামলার ভিত্তিতে তদন্ত শুরু করেছিল ইডি ( ED Summons Mahesh Babu )। তেলেঙ্গানা পুলিশ সূত্রে খবর, এই দুই সংস্থা একই প্লট বহু মানুষের নামে রেজিস্ট্রেশন করে ক্রেতার সঙ্গে প্রতারণা করেছে।
১৬ এপ্রিল ইডির তল্লাশির ফলে সন্দেহজনক লেনদেনে ১০০ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছিল বলে অভিযোগ। তল্লাশিতে যে নথিগুলি পাওয়া গিয়েছে, তাতে বড় লেনদেনের ইঙ্গিত পর্যন্ত মিলেছে। তেলেঙ্গানা পুলিশ সূত্রে খবর, ফৌজদারি অপরাধের প্রকৃতি দেখে মামলাটি হাতে নেয় ইডি।
প্রসঙ্গে, মহেশ বাবু যিনি ১৯৯০ এর দশকের শেষের দিকে চলচ্চিত্র জগতে প্রবেশ করেছিলেন। তাঁর ওক্কাডু (২০০৩), আথাডু (২০০৫), পোক্কিরি (২০০৬) এবং সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ছবিগুলি সারিলেরু নিক্কেভারু (২০২২) এবং সরকারু ভারি পাট্টা (২০২২) বক্স অফিসে হিট করেছে। বর্নামতে তাঁর মেয়েও সিনে-দুনিয়ার সঙ্গে নাম লিখিয়েছেন। কিন্তু, মহেশ বাবু একা নন, বরং এর আগেও বহু তারকা ইডির তলবে হাজিরা দিয়েছেন নানা কারণে। মাদক কেসে ইডির দ্বারস্থ হয়েছিলেন বলিউডের অনেকেই। শাহরুখ পুত্র আরিয়ান খান তাঁর বড় উদাহরণ।
যদিও জানা যাচ্ছে, অভিনেতা এবং প্রিয়াঙ্কা চোপড়া এস এস রাজামৌলির পরবর্তী ছবি শুটিং শুরু করছেন। তাঁর মাঝেই এল এই খবর।