Mahesh Babu Assets: সকাল সকাল এমন খবর এসেছে যে মহেশ বাবুকে কোটি কোটি টাকার তছরুপের অভিযোগে তলব করেছে ইডি। এবং আগামী ২৯ এপ্রিলের মধ্যেই তাঁকে হাজিরা দিতে হবে। যদিও জানা যাচ্ছে, অভিযুক্ত হিসেবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না মহেশ বাবুকে।
গত ১৬ এপ্রিল সেকেন্দ্রাবাদ, জুবিলি হিলস ও বোয়েনপল্লিতে ওই মামলায় তল্লাশি চালায় ইডি। মহেশকে বর্তমানে অভিযুক্ত হিসাবে তদন্ত করা হচ্ছে না এবং এই কেলেঙ্কারিতে তিনি জড়িত নাও হতে পারে বলে খবর। অভিযুক্ত সংস্থাগুলির রিয়েল প্রজেক্টগুলি তিনি সম্ভবত জালিয়াতির বিষয়ে না জেনে সমর্থন করেছিলেন, এমনটাই জানা যাচ্ছে।
আরও পড়ুন - Actress Ex-Husband Death: বিচ্ছেদ হয় মাস-দুয়েক আগেই, কঠিন রোগে প্রয়াত অভিনেত্রীর প্রাক্তন স্বামী
চেক ও নগদের মাধ্যমে এনডোর্সমেন্ট ফি বাবদ সংস্থাগুলির কাছ থেকে যে ৫.৯ কোটি টাকা পেয়েছেন অভিনেতা, তা খতিয়ে দেখছে ইডি। কিন্তু এই মহেশ বাবুর সম্পত্তির পরিমাণ জানা আছে? শুধু বড় বাংলো নয় সঙ্গে তাঁর প্রাইভেট জেট পর্যন্ত আছে। এবং অভিনেতা একা নন, তাঁর সঙ্গে তাঁর স্ত্রীর অর্থের পরিমাণ পর্যন্ত যোগ করতে হয়। অভিনেতার সর্বমোট সম্পত্তির পরিমাণ ২৪৪ কোটি। এছাড়াও জানা যায় প্রতি ছবি তিনি ৮০ কোটি টাকা চার্জ করেন। ET Now প্রতিবেদন অনুসারে....
কোথায় বাড়ি আছে তাঁর?
হায়দ্রাবাদের জুবিলি হিলসে তাঁর বাড়ি আছে। এবং তাঁর সেই ম্যান্সনের দাম প্রায় ২৮কোটি টাকা বলেই খবর। সেই বিলাসবহুল বাড়িতে আছে জিম, রিডিং রুম খোলা বাগান প্রায় সবকিছুই। নিজের হাতেই নম্রতা এই বাড়ি সাজিয়েছেন।
আরও পড়ুন - ED summons actor: কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ, মহেশ বাবুকে তলব…
প্রাইভেট জেটঃ
মাঝেমধ্যেই নিজের পরিবারকে নিয়ে ঘুরতে যান তিনি। তাঁদেরকে নিজেদের প্রাইভেট জেটে ভ্রমণ করতে দেখা যায়। নম্রতা সেই জেট থেকে ছবিও আপলোড করেন। ঘোরা বেড়ানো থেকে প্রফেশনাল কাজে সেটি ব্যবহার করেন তিনি।
সবথেকে দামী ভ্যানিটিঃ
গোটা দক্ষিণী ইন্ডাস্ট্রির মধ্যে তাঁর ভ্যানিটি সবথেকে দামী। জানা যায়, তাঁর ভ্যানিটি যেটি ক্যারাভান স্টাইলে নির্মিত সেটির দাম প্রায় ৬কোটি টাকা। এবং এতে কী নেই? বেডরুম থেকে রিহার্সাল রুম মিটিং এরিয়া সব আছে।
বিলাসবহুল গাড়িঃ তিনি গাড়ির ভীষণ শৌখিন। তাঁর সব দামী গাড়ির মধ্যে, Audi A8, Toyota Land Cruiser, Range Rover Vogue, Lamborghini Gallardo, Mercedes benz E Class- আরও অনেক কিছু রয়েছে।