/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/08/koni.jpg)
কীভাবে ঐ ধারাবাহিকে জায়গা করে নেন তিনি?
Ek Akasher Niche: টেলিভিশনের পাখিকে মনে আছে? নিজের চার্ম দিয়েই তিনি সকলকে মোহিত করে রেখেছিলেন। কিন্তু, সেই মানুষটা কীভাবে সুযোগ পেয়েছিলেন সেই বিশ্ববিখ্যাত সিরিয়ালে? প্রসঙ্গে অভিনেত্রী কণীনিকা বন্দ্যোপাধ্যায়। তিনি লাগাতার বহু বছর ধরে নানা সিরিয়াল থেকে সিনেমায় অভিনয় করেছিলেন। কিন্তু সেই আইকনিক চরিত্র আজও মনে রেখেছেন সকলে।
চরিত্রের নাম পাখি। আর ধারাবাহিক এক আকাশের নীচে। রবি ওঝা প্রোডাকশনের এই ধারাবাহিক বাঙালির ঘরে ঘরে জায়গা করে নিয়েছিল। এবং এই সিরিয়ালে প্রায় গোটা বাংলার অভিনেতারা ছিলেন, চৈতি ঘোষাল থেকে মনামী ঘোষ এমনকি কৌশিক সেন, কে ছিলেন না। এই সিরিয়ালের গল্প চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। সেই ধারাবাহিকের সদস্য কীভাবে হয়ে উঠেছিলেন তিনি?
কণীর বাবা থিয়েটার করতেন। ফলে, অভিনয়ের সঙ্গে তাঁর যোগ ছিলই। অভিনেত্রী হবেন ভেবেছিলেন কিন্তু ইন্ডাস্ট্রিতে আসবেন মোটেই ভাবেন নি। তবে এই এক আকাশের নীচে তাঁর কেরিয়ার পাল্টে দিয়েছিল। অভিনেত্রী অপুর সংসার শোয়ে এসেই জানিয়েছিলেন, সেই প্রসঙ্গে। কে তাঁকে সুযোগ করে দিয়েছিলেন? কণীনিকা বলেন...
"এই শোয়ের ডিওপি প্রেমেন্দু বিকাশ চাকী তিনি আমায় রবি ওঝার কাছে পাঠিয়েছিলেন। উনি আমায় সুযোগ দেন এক আকাশের নীচে ধারাবাহিকে। চাকীদা না পাঠালে হয়ত এটা সম্ভব হত না। তাঁর আগে কাজ যেগুলো করতাম, সেগুলো ছোট ছোট, পড়াশোনা করতে করতে যা করা যায়। কিন্তু এক আকাশের নীচের পরেই আমি আরও অভিনয়ের দিকে ঢুকলাম। এবং তারপর বুঝলাম আমায় এখানেই থাকতে হবে।"
কিন্তু অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায় নাকি বড্ড বদমেজাজি? তিনি নাকি সকলের সাথে খারাপ ব্যবহার করেন? চূড়ান্ত রিসার্ভ এই মানুষটি কি আসলেই এরকম? অভিনেত্রী সাফ জবাব দিলেন, আমি রোজ প্রার্থনা করতাম, যেন এরকম হতে পারি। কারওর সঙ্গে যেন আমি এরকম করতে পারি। আমি যে কেন এরকম নই, সেটাই বুঝি না। কোথাও আমি ট্যান্ট্রামস দেখাতে পারলাম না।