Teji Kahlon: 'এটা শুধু শুরু',গোদারা গ্যাংয়ের গুলিতে জখম পাঞ্জাবি গায়ক!

প্রথমে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত থাকলেও পরে গোদারা আলাদা হয়ে যান এবং বর্তমানে যুক্তরাজ্য থেকে তার নেটওয়ার্ক পরিচালনা করছেন বলে বিশ্বাস করা হয়।

প্রথমে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত থাকলেও পরে গোদারা আলাদা হয়ে যান এবং বর্তমানে যুক্তরাজ্য থেকে তার নেটওয়ার্ক পরিচালনা করছেন বলে বিশ্বাস করা হয়।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Untitled-design-9-4

কী হল তাঁর সঙ্গে?

Punjabi singer Teji Kahlon:  ভারতীয় গ্যাংস্টার রোহিত গোদারার সহযোগীরা সোশ্যাল মিডিয়ায় এক ভয়ঙ্কর দাবি করেছে। তারা কানাডায় পাঞ্জাবি গায়ক তেজি কাহলনের ওপর গুলি চালিয়েছে, এমনটাই তাঁদের বক্তব্য। এই ঘটনায় আন্তর্জাতিক পরিসরে, সক্রিয় ভারতীয় গ্যাং নেটওয়ার্কের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

Advertisment

স্থানীয় পুলিশ জানিয়েছে, কানাডা-ভিত্তিক শিল্পী তেজি কাহলন বর্তমানে আশঙ্কামুক্ত এবং ধীরে ধীরে সেরে উঠছেন। কাহলন ‘মিঠি কারাগার’ ও ‘ঝুমার’-এর মতো জনপ্রিয় গানের জন্য পরিচিত। তবে পুলিশ এখনও পর্যন্ত হামলার স্থান, সময় বা বিস্তারিত তথ্য প্রকাশ করেনি এবং কাউকেই গ্রেফতার করা হয়নি।

Priya Malik: এক মুহূর্তের অসাবধানতা কেড়ে নিচ্ছিল প্রাণ! ভয়াবহ অগ্নিকান্ডের শিকার বিগ-বস খ্যাত অভিনেত্রী

Advertisment

একটি ফেসবুক পোস্টে রোহিত গোদারা গ্যাং দাবি করে, তাদের সদস্য, মহেন্দর শরণ দিলানা, রাহুল রিনাউ এবং ভিকি ফালওয়ান এই হামলা চালিয়েছে। পোস্টে অভিযোগ করা হয়, কাহলন প্রতিদ্বন্দ্বী গ্যাংগুলিকে অর্থ সাহায্য, অস্ত্র সরবরাহ এবং তথ্য সরবরাহ করতেন। সতর্কবার্তায় লেখা ছিল- “যে কেউ আমাদের শত্রুদের সমর্থন করবে, তাকে শত্রু হিসেবেই গণ্য করা হবে।” বার্তার শেষে হুঁশিয়ারি দেওয়া হয়, “এটি কেবল শুরু।”

তেজি কাহলন এই ঘটনার পর এখনো পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানাননি। তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইলেও অপরাধী নেটওয়ার্কের সঙ্গে কোনো সংযোগের ইঙ্গিত মেলেনি।

এই হামলাটি বিদেশে ভারতীয় বংশোদ্ভূত সক্রিয় গ্যাংগুলির অন্তর্দ্বন্দ্বের ঝলক দেখিয়েছে। এটি গোদারা-ব্রার ও বিষ্ণোই সিন্ডিকেটের চলমান প্রতিদ্বন্দ্বিতাকে আরও প্রকট করেছে। এর আগে, ২০২৪ সালের সেপ্টেম্বরে কানাডার ভ্যাঙ্কুভারে পাঞ্জাবি গায়ক এ.পি. ধিলনের বাড়ির বাইরে, গুলি চালানোর ঘটনাও একই গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিল, যা সে সময় বিষ্ণোই-গোদারা জোটের নামে দাবি করা হয়।

বুধের সকালে দুঃসংবাদ! দিল্লিতে অকালমৃত্যু ঋষভের

রোহিত গোদারা ও গ্যাং নেটওয়ার্ক

রোহিত গোদারা, যিনি রাওয়াতরাম স্বামী নামেও পরিচিত, রাজস্থানভিত্তিক এক কুখ্যাত গ্যাংস্টার। তিনি পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা (২০২২), গ্যাংস্টার রাজু থেহাত (২০২২) এবং কর্নি সেনা প্রধান সুখদেব সিং গোগামেদি (২০২৩)-এর হত্যাকাণ্ডসহ একাধিক বড় অপরাধের মামলায়, এনআইএ ও বিভিন্ন রাজ্য পুলিশের ওয়ান্টেড তালিকায় রয়েছেন।

প্রথমে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত থাকলেও পরে গোদারা আলাদা হয়ে যান এবং বর্তমানে যুক্তরাজ্য থেকে তার নেটওয়ার্ক পরিচালনা করছেন বলে বিশ্বাস করা হয়। পরবর্তীতে তিনি কানাডার গ্যাংস্টার গোল্ডি ব্রারের সঙ্গে হাত মিলিয়েছেন। যিনি বিষ্ণোইয়ের প্রাক্তন সহযোগী এবং বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বলে ধারণা।

Sreelekha Mitra: 'প্রতিনিয়ত রক্তখক্ষরণ হচ্ছে', মানসিক যন্ত্রণায় শ্রীলেখা, উগড়ে দিলেন ক্ষোভ

বিষ্ণোই গোষ্ঠীর সঙ্গে তাদের বিরোধ সীমান্ত পেরিয়ে ছড়িয়ে পড়েছে, যার ফলে প্রতিশোধমূলক হামলা ও গুলি চালানোর ঘটনা ঘটছে। এর মধ্যে ক্যালিফোর্নিয়ায় বিষ্ণোই-সহযোগী হরি “বক্সার”-এর ওপর হামলাও উল্লেখযোগ্য।

bollywood Entertainment News Today