/indian-express-bangla/media/media_files/2025/05/11/8LoiuvyXxFUrpOy6zjZm.jpg)
Entertainment Latest Highlights:
Ahona Dutta Baby Girl মেয়ের জন্মের কয়েক ঘণ্টা পরই সোশ্যাল মিডিয়ায় একরত্তিকে আগলে ছবি পোস্ট করেছেন অহনা। যদিও মেয়ের মুখের উপর ইমোজি। প্রথম দর্শনে মেয়েকে কার মতো দেখতে লাগল অহনার? ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে উচ্ছ্বাসের সঙ্গে বললেন, 'সবাই বলছে আমার মতো লাগছে। কিন্তু, আমি প্রমাণ করে দেব ওকে ওর বাবার মতোই দেখতে হবে। আসলে এখন তো একদমই ছোট। অনেক পরিবর্তন আসবে। পরশুদিন বাড়ি ফিরব। তারপর একটা নতুন জার্নি শুরু হবে।'
-
Jul 29, 2025 20:08 IST
Guess Who: হাতছাড়া হয় বহু সিনেমা, ক্রিকেট তারকার ছেলে এই অভিনেতা
Guess Who This Bollywood Star: আনলাকি, কিংবা পনৌতি - অনেক বলিউড তারকাকেই এক শব্দটা শুনতে হয়। তাঁরা কোনও সিনেমায় থাকলেই সেই সিনেমা ফ্লপ কিংবা দীর্ঘদিন ইন্ডাস্ট্রিতে থাকলেও অনেকেই আছেন নিজের পরিচয় তৈরি করতে পারেন না। কিন্তু, ক্রিকেট তারকার সন্তান হয়েও এই অভিনেতা কেন নিজের নাম করতে পারলেন না, সেই নিয়েও রয়ে যায় প্রশ্ন। দেখতে এমন সুপুরুষ একজন, যিনি বহু রমণীর মনে ঝড় তুলেছিলেন, তাঁর ভাগ্য বদলালো না বলিউডে। এমনকি, শাহরুখের সঙ্গে কাজ করেও নজরে এলেন কিন্তু কাজ করতে পারলেন না।
-
Jul 29, 2025 19:15 IST
Bollywood: গুটিবসন্তে মারা যান স্ত্রী, অভিনেত্রীর সঙ্গে গভীর প্রেমে মত্ত মিস্টার কাপুর, আজও চোখে জল আসে নায়িকার?
একটি পুরনো সাক্ষাৎকারে লেহরেন রেট্রোকে শাম্মী কাপুর বলেন, “তখন আমি বিপত্নীক, গীতা (বালি) আমার জীবন থেকে চিরতরে চলে গিয়েছেন। সেই সময় মুমতাজ এক অপূর্ব সুন্দরী। কিছু সময়ের জন্য আমরা স্বপ্নে ভেসে ছিলাম। কিন্তু খুব দ্রুতই তা এক দুঃস্বপ্নে পরিণত হয়। তবে তাতেই সব শেষ হয়নি, আমি আজ যে অবস্থায় আছি, তাতে খুব খুশি।”
-
Jul 29, 2025 17:50 IST
Sanjay Dutt: বাংলাদেশে ভয়ঙ্কর কাণ্ড ঘটান সঞ্জয়, আওয়াজ শুনেই পিছনে ফিরলেন লতা মঙ্গেশকর! কী হয়েছিল?
Sanjay Dutta-Lata Mangeshkar: বলিউড তারকাদের জীবনে বিতর্ক লেগেই থাকে। এবং এই তারকার জীবন একটা আদ্যোপান্ত ছবি। যা পর্দায় ফুটিয়ে তুলেছিলেন রাজকুমার হিরানি। সঞ্জয় দত্ত যাকে আসলেই খলনায়ক বলে অভিহিত করা হয় বলিপাড়ার বুকে, তিনি কিন্তু একেবারেই খলনায়ক নয়। বরং, আর পাঁচজনের মতোই এই অভিনেতা ছিলেন একদম ঘরের ছেলে। আজ তাঁর জন্মদিন। সুনীল দত্তের ছেলে সঞ্জয়, নানা সময় ইন্ডাস্ট্রিতে যা কান্ড ঘটিয়েছেন, সেই নিয়ে উপন্যাস হয়ে যাবে।
-
Jul 29, 2025 17:19 IST
Jennifer Lopez: লাইভ পারফরম্যান্সের সময় পোশাক বিভ্রাট! শরীর থেকে পোশাক খসে পরতেই..., দেখুন ভাইরাল ভিডিও
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় পারফরম্যান্সের মাঝপথে হঠাৎ করেই লোপেজের স্কার্ট খুলে পড়ে যায়। যার ফলে প্রকাশ্যে আসে তাঁর অন্তর্বাস! তবে বিন্দুমাত্র বিচলিত না হয়ে হাসি মুখে দর্শকদের বলেন, 'আমি তো এখন শুধু অন্তর্বাস পরে আছি!' সেই মুহূর্তে মঞ্চে তাঁর ব্যাকআপ ডান্সার পোশাক ঠিক করার চেষ্টা করলেও সফল হননি। অগত্যা স্কার্টটি নিজেই খুলে দর্শক আসনে ছুঁড়ে দেন। এরপর ফের রক মিউজিকে ঝড় তোলেন ৫৬ বছর বয়সী জেনিফার।
-
Jul 29, 2025 16:28 IST
Archana Puran Singh: চরম আর্থিক অনটন থেকে দাম্পত্যে অশান্তি, হাটে হাঁড়ি ভাঙলেন অর্চনার স্বামী পরমিত
ছেলে আর্যমান শেঠির ইউটিউব চ্যানেলে এক খোলামেলা আলাপচারিতায় মেতেছিলেন অভিনেতা। দাম্পত্য নিয়ে পরমিত বলেন, 'একটা সময় আমাদের মধ্যে প্রচুর ঝামেলা হত। সেই সময় অর্জনা আমাকে আর্ট অব লিভিং-এর একটা কোর্স করতে বলেছিল। ওঁর পরামর্শ মতো আমি সেটাও করেছিলাম। সেই সময় জীবনের অনেক চাপা দুঃখ-কষ্ট বিশেষ করে আমার মৃত বোনের জন্য প্রথমবার মন খুলে কাঁদতে পেরেছিলাম। এটা আমার জন্য সত্যিই খুব প্রয়োজনীয় ছিল।'
-
Jul 29, 2025 15:46 IST
Saiyaara: শাহরুখের ছবিকে টেক্কা 'সাইয়ারা'র, আহান কি তবে বলিউডের নতুন রোম্যান্স কিং?
বহুদিন পর মোহিত সুরি, আরেকটি রোমান্টিক ছবি ডেলিভার করেছেন দর্শকদের কাছে। এক ভিলেনের পর, আবারও অনেকেই এই ছবি দেখতে যাচ্ছেন। ১৩-১৫ থেকে ২৮-৩০, অনেকেই এই ছবির প্রশংসা করেছেন। আবার কেউ কেউ এমনও মন্তব্য করেছেন ছবিটি অত্যন্ত বেশি মেলোড্রামাটিক। কিন্তু অল্প দিনেই আহান পান্ডে এবং অনিত পান্ডা অভিনীত এই ছবি, যেভাবে কামাল করছে বক্স অফিসে, তাতে বাহবা দিতেই হয়। এবং, খেয়াল কোলে দেখা যাবে শাহরুখ খানের অন্যতম রোমান্টিক সিনেমাকে পেছনে ফেলে দিয়েছে এই ছবি। এক সময় অভিনেতা জানিয়েছিলেন, তার সঙ্গে সঙ্গে রোমান্স নাকি স্ক্রিন থেকে রিটায়ার করে যাবে।
Saiyaara: শাহরুখের ছবিকে টেক্কা 'সাইয়ারা'র, আহান কি তবে বলিউডের নতু…
-
Jul 29, 2025 14:47 IST
Metro In Dino OTT: কবে OTT-তে মুক্তি পাবে 'মেট্রো ইন দিনো'? জেনে নিন কোথায় কখন দেখবেন
সিনেমা মুক্তির পরই সিনেপ্রেমী মানুষ অপেক্ষায় থাকে কবে ওটিটি-তে মুক্তি পাবে সেই ছবি। তাঁদের জন্য এসে গেল সুখবর। ইতিমধ্যেই ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স-এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। যদিও স্ট্রিমিংয়ের নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা হয়নি। তবে সাধারণত সিনেমা মুক্তির ৪৫ থেকে ৬০ দিনের মধ্যেই অনলাইন প্ল্যাটফর্মে স্ট্রিমিং শুরু হয়। সেই হিসেব অনুযায়ী, অগাস্টের শেষে বা সেপ্টেম্বরের শুরুতেই দর্শকরা নেটফ্লিক্সে দেখতে পাবেন মেট্রো… ইন দিনো।
-
Jul 29, 2025 13:55 IST
Sampurna Lahiri: সব শেষ! না ফেরার দেশে জনপ্রিয় অভিনেতা, পিতৃশোকে কাতর টলি নায়িকা..
নীলাদ্রি বাবু ছিলেন, টলিপাড়ার অন্যতম চেনা মুখ। এছাড়াও নাট্য এবং থিয়েটার জগতে তাকে বহু অভিনয় করতে দেখা গিয়েছে। সিরিয়ালের মধ্যে মিঠাই, মহাপীঠ তারাপীঠ, জগদ্ধাত্রী, ছাড়াও নানান ধারাবাহিকে অভিনয় করেছিলেন তিনি। পরিচিতি এসেছিল নাটকের মঞ্চ থেকে। মেয়ে সম্পূর্ণা ইন্ডাস্ট্রিতে বহুদিন ধরেই কাজ করছেন। তিনিও বেশ চেনা এবং পরিচিত মুখ। পরিচালনার কাজেও বেশ পটু এবং দক্ষ ছিলেন। কিছুদিন আগে শোনা গিয়েছিল তার নাকি হার্ট অ্যাটাক হয়েছে।
Sampurna Lahiri: সব শেষ! না ফেরার দেশে জনপ্রিয় অভিনেতা, পিতৃশোকে কা…
-
Jul 29, 2025 13:47 IST
Jeetu Kamal: বৃষ্টিভেজা রাতে ভয়ংকর সত্যির মুখোমুখি, জীতুর অতীতের কোন সত্যি জানতে পারল 'প্রেমিকা'?
বৃষ্টির রাত
Chirodini Tumi Je Amar: এই মুহূর্তে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার। আর্য-অপর্ণার অসমবয়সী প্রেম মন ছুঁয়েছে মেগার দর্শকের। এই রাতে ঘটে যাবে এক বিরাট ঘটনা। সামনে আসতে চলেছে আর্যর অতীতের এক ভয়ংকর সত্যি
-
Jul 29, 2025 13:24 IST
Sanjay Dutt: সঞ্জয় দত্তকে ৭২ কোটির সম্পত্তি উপহার, মহিলা ভক্তের ভালবাসার যা প্রতিদান নিলেন 'খলনায়ক'....
Sanjay Dutt-72 crore property: Curly Tales-এর এক সাক্ষাৎকারে সঞ্জয় দত্তকে জিজ্ঞাসা করা হয়, এক মহিলা ভক্ত কি সত্যিই তাঁকে ৭২ কোটি টাকার সম্পত্তি লিখে দিয়েছেন? উত্তরে বড় পর্দার 'খলনায়ক' সঞ্জয় দত্ত পূর্ণ সম্মতি দিয়ে বলেন, 'হ্যাঁ, এটা সত্যি।' এবার প্রশ্ন, তিনি সেই সম্পত্তি নিয়ে কী করেছেন? অভিনেতা জানান, 'আমি ওই সম্পত্তি ওঁর পরিবারকেই ফিরিয়ে দিয়েছি।'