Entertainment Latest Live News Update 'বোমা মেরে বা গুলি করে...', 'উদয়পুর ফাইলস' মুক্তির পরই কেন প্রাণনাশের হুমকি প্রযোজককে?

Entertainment Latest Live News Update আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

Entertainment Latest Live News Update আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
cats

Entertainment Latest Live News Update

Advertisment

Udaipur Files producer Death Threat: ৮ অগাস্ট মুক্তি পেয়েছে 'উদয়পুর ফাইলস'।  মুক্তির ঠিক পরদিন অর্থাৎ ৯ অগাস্ট শনিবার থেকে অচেনা নম্বরে ফোন আসছে। সেই সঙ্গে পাচ্ছেন মৃত্যুর হুমকিও। এক্স হ্যান্ডেলে সে কথা নিজেই জানিয়েছেন উদয়পুর ফাইলসের প্রযোজক অমিত জানি। শনিবার এক্স-এ তিনি জানান, একটি অপরিচিত নম্বর থেকে বারবার ফোন আসছে। বোমা মেরে বা গুলি করে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।

  • Aug 10, 2025 13:52 IST

    Rachana Banerjee: ‘দিদি নম্বর ওয়ান বন্ধ হলে আন্দোলন হবে’, কেন পার্লামেন্টে একশো শতাংশ হাজিরা দিতে পারেন না রচনা?

    রচনা বন্দ্যোপাধ্যায় মানেই প্রথম যে শব্দ মাথায় আসে, সেটা দিদি নম্বর ওয়ান। দীর্ঘ এতবছর ধরে তিনি এই শো পরিচালনা করছেন। এবং তিনি না থাকলে এই শো যে একেবারেই চলমান নয়, সেকথা দুই-তিনবার যখন সঞ্চালকের মুখ পাল্টেছিল তখনই বোঝা গিয়েছিল। রচনা যখন সাংসদ হওয়ার লড়াইয়ে দাঁড়িয়েছিলেন, তখনও তিনি বলেছিলেন দিদি নম্বর ওয়ান ছাড়তে পারবেন না তিনি। 

    Rachana Banerjee: ‘দিদি নম্বর ওয়ান বন্ধ হলে আন্দোলন হবে’, কেন পার্লামে…



  • Aug 10, 2025 13:13 IST

    Dev-Subhashree Dhumketu Premiere: ধূমকেতু মুক্তির আগে বিরাট ধাক্কা ভক্তদের! কী সিদ্ধান্ত নিলেন প্রযোজকদ্বয় দেব-রানা সরকার?

    আগামী ১৪ অগাস্ট বড় পর্দায় ধূমকেতু মুক্তির আগে শনিবার থেকে শুরু হয়ে গেল অগ্রিম বুকিং। তার মাঝেই ফ্যানেদের জন্য মন খারাপ করা খবর। প্রযোজকদ্বয় রানা সরকার ও দেব সিদ্ধান্ত নিয়েছেন, ধূমকেতুর কোনও প্রিমিয়ার হবে না, টিকিট কেটে স্পেশাল স্ক্রিনিংয়ে 'দেশু'-কে দেখতে হবে। দেব-শুভশ্রীর 'ধূমকেতু' যখন জুটির ভক্তদের পাখির চোখ তখন কেন এমন কঠিন সিদ্ধান্ত?  ট্রেলার লঞ্চের অনুষ্ঠানের মতোই প্রিমিয়ারেও পাসের প্রবল চাহিদা। ৪ অগাস্ট সোমবার ট্রেলার লঞ্চের অনুষ্ঠানের জন্য তিন পর্বে টিকিটের ব্যবস্থা করতে হয়েছিল ছবির নির্মাতাদের। এরপর যখন প্রিমিয়ারেও পাসের চাহিদা আকাশছোঁয়া, তখনই বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন দেব-রানা সরকার। 



  • Advertisment
  • Aug 10, 2025 12:25 IST

    Bollywood: ভারতের জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালকের সঙ্গে সাক্ষাৎ অধরাই রয়ে গেল, মৃত্যুর কোলে ঢোলে পড়লেন অস্কারজয়ী

    ক্রিস্টোফার নোলানের দ্য ডার্ক নাইট-এ জোকারের ভূমিকায় সারা বিশ্বকে নাড়িয়ে দেওয়ার কয়েক মাস আগে, ২০০৮ সালের ২২ জানুয়ারি, অভিনেতা হিথ লেজারকে তার গৃহকর্মী অচেতন অবস্থায় খুঁজে পাওয়া যায়। সেই দিনই তার সঙ্গে দ্য ফোর ফেদারস-এর পরিচালক ও ঘনিষ্ঠ বন্ধু শেখর কাপুরের বৈঠক হওয়ার কথা ছিল, যেখানে তারা নতুন একটি সিনেমা নিয়ে আলোচনা করতেন। কিন্তু সেই পরিকল্পনা আর বাস্তবায়িত হয়নি।

    Bollywood: ভারতের জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালকের সঙ্গে সাক্ষাৎ অধরাই …



  • Aug 10, 2025 12:13 IST

    Bengali Serial: নাচ-গান আর রকমারি আহারে জমজমাট রবিবাসরীয় রাত, 'গৃহপ্রবেশ'-এর বিশেষ পর্বে শুভশ্রীর সঙ্গে থাকছেন আর কারা?

    স্টার জলসার অন্যতম জনপ্রিয় বাংলা ধারাবাহিক 'গৃহপ্রবেশ'। ১০ অগাস্ট দেড় ঘণ্টার বিশেষ পর্বের জন্য অপেক্ষারত এই মেগার দর্শক। রায় পরিবারের সঙ্গে নাচে-গানে জমজমাট গৃহপ্রবেশের বিশেষ পর্বে উৎসবের আমেজ উপভোগ করবে দর্শকও। থাকবে অনেক চমক। 'গৃহপ্রবেশ'-এর বিশেষ পর্বের 'স্পেশাল গেস্ট' নান আদার দ্যান শোয়ের প্রযোজক শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এছাড়াও নাচে-গানে জমিয়ে দিতে থাকছেন অদিতি মুন্সি, কাঞ্চন মল্লিক, অনুরাগের ছোঁয়ার স্বস্তিকা দত্ত সহ আরও অনেকেই। স্পেশাল এপিসোডের প্রোমো ইতিমধ্যেই মন ছুঁয়েছে দর্শকের।



  • Aug 10, 2025 11:43 IST

    Sreemoyee-Kanchan: 'আজ থেকে ১৩ বছর আগে...', কাঞ্চনের সঙ্গে প্রথম দেখার পর কী ভাবে মিস টু মিসেস হলেন শ্রীময়ী?

    ১৩ বছর আগে রাখি পূর্নিমার দিন কাঞ্চনের সঙ্গে প্রথম সাক্ষাৎ থেকে প্রেমকাহিনি-বিয়ের জার্নির সেই সুন্দর অনুভূতির কথা শেয়ার করেছেন।  একটি পোস্টে লেখেন, 'ঠিক ১৩ বছর আগে রাখি পূর্ণিমার দিনে ধারাবাহিকের শুটিং করতে গিয়ে প্রথম দেখা হয়েছিল কাঞ্চন মল্লিকের সঙ্গে। তখন টেলিভিশনের জনপ্রিয় এই সাবলীল অভিনেতাকে কাছ থেকে দেখার মুহূর্তটা ছিল উত্তেজনায় ভরপুর। আজ ১৩ বছর পরও আমরা পরস্পরকে একে অপরকে সেরা বন্ধু বলেই মনে করি। ঝগড়া-মনোমালিন্য সবটাই হয় তবে সেটা নিখাদ বন্ধুত্বের মতো। এখন আমাদের দায়িত্ব বেড়েছে, সমাজে স্বামী-স্ত্রী হিসেবে পরিচিত, সন্তানের অভিভাবক হয়েছি। তবুও দু'জনের জীবন একে অপরের কাছে আজও স্বচ্ছ। তাই ১৩ বছরের এই সম্পর্কের দিনটিকে আমরা উদযাপন করেছি বন্ধুত্বের উৎসব হিসেবেই।''



Entertainment News Entertainment News Today