Entertainment Latest News Highlights পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণভাবে 'দ্য বেঙ্গল ফাইলস' মুক্তির আর্জি, রাষ্ট্রপতিকে আবেদন ভিক্টরের

Entertainment Latest News Highlightsআজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

Entertainment Latest News Highlightsআজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
The Bengal Files

T

Entertainment Latest News Highlights

The Bengal Files Controversy: পরিচালক বিবেক অগ্নিহোত্রীর আগামী ছবি দ্য বেঙ্গল ফাইলস নিয়ে বিতর্ক তুঙ্গে। বাংলা ইন্ডাস্ট্রির অনেকেই যখন পরিচালককে একহাত নিয়েছেন তখন বিবেকের পাশে দাঁড়ালেন জাতীয় পুরস্কারজয়ী অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়। দ্য বেঙ্গল ফাইলস নিয়ে বিতর্কের জেরে পশ্চিমবঙ্গে এই ছবির মুক্তি ঘিরে প্রশ্ন উঠছে। বাংলার সিনেপ্রেমী মানুষ যাতে বিনোদন থেকে বঞ্চিত না হয়, কোনও শিল্পীর সৃষ্টিকে অসম্মান করা না হয় সেই জন্য এগিয়ে এসেছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়। দ্য বেঙ্গল ফাইলস পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণভাবে মুক্তির জন্য রাষ্ট্রপতির সহায়তা চেয়েছেন এই বর্ষীয়ান অভিনেতা। তাঁর মতে, 'আমরা মনে করি যে পশ্চিমবঙ্গে এই ছবির প্রদর্শনও বন্ধ করে দেওয়া হতে পারে বা ইচ্ছাকৃতভাবে দমন করা হতে পারে। এ ধরনের পদক্ষেপ শুধু শিল্পের স্বাধীনতাকেই কেড়ে নেয় না বরং মানুষের সত্য জানার অধিকার এবং নিজেদের মত প্রকাশের অধিকারও কেড়ে নেয়। তাই ভারতের মাননীয় রাষ্ট্রপতির কাছে আবেদন জানাই যে ছবিটির প্রদর্শন যেন কোনও ভয় বা বাধা ছাড়াই শান্তিপূর্ণভাবে হয় এবং শিল্পী ও দর্শক সুরক্ষিত থাকে।' 

  • Aug 24, 2025 18:22 IST

    Bigg Boss New Season: রহস্যের অবসান, ফাঁস হল সব নাম, কারা থাকছেন এবার সলমনের বিগ বসে?

    সলমন খান সঞ্চালিত জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস ১৯-এর গ্র্যান্ড প্রিমিয়ার হতে আর কিছুসময় মাত্র। এ বছরের থিম “ঘরওয়ালোঁ কি সরকার”, যেখানে বাড়ির সদস্যরাই বড় সিদ্ধান্ত নেবেন এবং শোয়ের গতিপথ নির্ধারণ করবেন। নাটক এবং কৌশলের সঙ্গে সঙ্গে দর্শকদের অংশগ্রহণও থাকবে গল্পের অংশ হিসেবে।

    Bigg Boss New Season: রহস্যের অবসান, ফাঁস হল সব নাম, কারা থাকছেন এব…



  • Aug 24, 2025 17:35 IST

    Karishma Kapoor: আড়ালে-আপডালে পোশাক পরিবর্তন-কয়েক মাইল হেঁটে বাথরুম! শুটিং সেটে কঠিন জার্নির স্মৃতিচারণায় করিশ্মা

    নয়ের দশকে চুটিয়ে কাজ করেছেন করিশ্মা। সেই সময় শুটিং সেটের পরিস্থিতি কেমন ছিল? পুরনো দিনের স্মৃতিচারণা করেছেন লোলো।  তিনি বলেন, 'আমি ইন্ডাস্ট্রিতে ৩২ বছর কাটিয়েছি। এমন এক সময়ে কাজ করেছি যা আজ অনেকের কাছেই অবিশ্বাস্য মনে হবে। আমরা গাছপালার আড়ালে জামাকাপড় বদলাতাম। কারও বাথরুমে যাওয়ার দরকার হলে মাইলের পর মাইল হেঁটে যেতে হত। পুরো ইউনিট ফিসফিস করে বলত, আহা, ম্যাডাম বাথরুমে যাচ্ছেন। আমরা সত্যিই সেই সময়গুলো দেখেছি।'



  • Advertisment
  • Aug 24, 2025 16:59 IST

    Dharmendra: ধর্মেন্দ্রর দ্বিতীয় বিয়ে নিয়ে কী ভাবতেন তাঁর প্রথম স্ত্রী? 'আমি হেমার জায়গায় হলে', বিস্ফোরক প্রকাশ কৌর

    ১৯৬০ সালে অভিনয়ে পা রাখার আগেই ধর্মেন্দ্র প্রকাশ কৌরকে বিয়ে করেছিলেন। তারপরই সন্তানের বাবা-ও হন তিনি। ১৯৭০ সালে হেমা মালিনীর সঙ্গে তাঁর দেখা হয়, সেই সময় তিনি চার সন্তানের বাবা। তবুও হেমা ও ধর্মেন্দ্রর প্রেম ধীরে ধীরে টক অফ দ্যা টাউন হয়ে ওঠে এবং ‘শোলে’র শুটিংয়ের সময় তাঁদের সম্পর্কের গুঞ্জন আরও স্পষ্ট হয়ে ওঠে। অবশেষে ১৯৮০ সালে তাঁরা বিয়ে করেন। ধর্মেন্দ্র প্রথম স্ত্রী প্রকাশ কৌরকে ছেড়ে না গিয়েই হেমাকে বিয়ে করার সিদ্ধান্ত নেন।



  • Aug 24, 2025 16:07 IST

    Mostafa Sarwar Farooki: বুকে-পেটে তীব্র ব্যথা, শেষে অস্ত্রোপচার, এখন কী অবস্থা পরিচালকের?

    তিনি নাকি বাড়ি ফিরেছেন। শনিবার থেকে টানা ৭দিন তিনি হাসপাতালে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। এবার বাড়িতে এসেছেন সুস্থ হয়ে। তিশা বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলোকে নিশ্চিত করেছেন সেই খবর। কেমন আছেন এখন মুখ্য উপদেষ্টা? গতকাল অভিনেত্রী একটি ভিডিও পোস্ট করেছেন তাঁর বাড়ি ফেরার। তাঁর ছোট্ট মেয়েটি যে বাবাকে সামনে পেয়ে আনন্দে আত্মহারা। তাঁর হাসি ধরছে না। তিশা লিখছেন, "আলহামদুলিল্লাহ মোস্তফা সরয়ার ফারুকী আজ সুস্থ হয়ে বাসায় ফিরলেন। ধন্যবাদ সবাইকে।" 



  • Advertisment
  • Aug 24, 2025 16:02 IST

    Nusrat Jahan-Raktabeej 2: নিউ মার্কেটের মাঝে উদ্দাম নাচ, নুসরতের 'অর্ডার ছাড়া বর্ডার' দেখতে এলাকায় জনজোয়ার

    পুজোর আগেই যেন কলকাতার নিউ মার্কেট এলাকায় উৎসবের আমেজ। কাজের ব্যস্ততার ফাঁকে টুকিটাকি শপিং করছে আমবাঙালি। নিউ মার্কেট তো পুজোর কেনাকাটার আতুড় ঘর। ওই চত্ত্বরে যখন বেশ কিছু দোকানে ভিড় জমেছে তখন সেখানে হাজির টলি ক্যুইন নুসরত জাহান। পুজোর ছবি 'রক্তবীজ ২'-এর এনার্জি ট্র্যাক অর্ডার ছাড়া বর্ডার-এর তালে কোমর দোলালেন টলি ক্যুইন। অভিনব প্রচারকৌশলে তাক লাগিয়ে দিল উইন্ডোজ প্রযোজনা সংস্থা, সে কথা বলাইবাহুল্য।



  • Aug 24, 2025 15:40 IST

    Rukmini Maitra: ধুমকেতুর স্ক্রিনিং-এ চরম উত্তেজনা, জ্বরে নাজেহাল রুক্মিণী এখন কেমন আছেন?

    গতকাল রুক্মিণী মৈত্রকে দেখা গিয়েছিল একেবারেই ফুরফুরে মেজাজে। দেবের বহু প্রতীক্ষিত বক্স অফিস কাঁপানো ছবি ধুমকেতুর বিশেষ স্ক্রিনিং উপলক্ষেই দেখা গিয়েছিল অভিনেত্রীকে। মনের মানুষের হাত ধরে গিয়েছিলেন সেখানে। কিন্তু, তাঁর নাকি মারাত্মক শরীর খারাপ ছিল। সেই শরীর খারাপ নিয়েই দেবের বিশেষ দিনে গিয়েছিলেন তিনি। 

    Rukmini Maitra: ধুমকেতুর স্ক্রিনিং-এ চরম উত্তেজনা, জ্বরে নাজেহাল রুক্ম…



  • Aug 24, 2025 14:53 IST

    Deepika Daughter Dua Face: পুজোর আগেই প্রকাশ্যে রাজকন্যা দুয়ার মুখ!

    সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল দীপিকা-রণবীরের একরত্তির ছবি। এই ঘটনায় খুবই বিরক্ত দীপিকা-রণবীর। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যাচ্ছে, মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরে গাড়িতে মায়ের কোলে রয়েছে দুয়া। আর সেই সময় তারকা কন্যার মুখ স্পষ্টভাবে ধরা পড়েছে ক্যামেরায়। অভিযোগ, ভিডিওটি দীপিকা-রণবীরের অনুমতি ছাড়াই শুট করা হয়েছে। ওই ভিডিওতে দীপিকাকে স্পষ্টভাবে বলতে শোনা যায় তিনি ওই তথাকথিত ভক্তকে এভাবে বিনা অনুমতিতে ছবি তোলার জন্য কঠোরভাবে ভর্ৎসনা করছেন। শুধু দীপবীরই নন, এই ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন জুটির ভক্তরা।



  • Aug 24, 2025 13:50 IST

    The Bengal Files Controversy: 'ও ভয়ে আছে তাই...', 'দ্য বেঙ্গল ফাইলস' বিতর্কে কাকে খোঁচা অভিনেত্রী-সহপ্রযোজক পল্লবীর?

    বাঙালি অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়কেও একহাত নিয়েছেন পল্লবী। News18 Showsha-কে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী-সহ প্রযোজক বলেছেন, তাঁর আরেকটু সাহসী হওয়া প্রযোজন ছিল। শাশ্বত প্রসঙ্গে কেন এমন কথা বললেন পল্লবী? দ্য বেঙ্গল ফাইলস-এ অভিনয় করেছেন শাশ্বত। কিন্তু, বিতর্কের মাঝে তিনি এক সংবাদমাধ্যমকে বলেছেন ছবির নাম পরিবর্তন সম্পর্কে অবগত ছিলেন না। শুধুমাত্র নিজের চরিত্রটুকু সম্পর্কেই তাঁকে ব্রিফ করা হয়েছিল। যদিও এই কথা অস্বীকার করেছেন পরিচালক বিবেক। সেই প্রসঙ্গেই পল্লবী বলেছেন, 'ও ভয়ে আছে। তাই সিনেমাকে সমর্থন করছেন না। আর ভয়ে থাকলে আপনি কী করবেন? ওঁর বক্তব্য থেকেই স্পষ্ট যে ও ভীত। আমি ভেবেছিলাম ওঁর আরও সাহস থাকবে। কিন্তু ভুল ভেবেছিলাম।'



  • Aug 24, 2025 13:15 IST

    Bollywood: পরনে ১০টাকার শার্ট, চুরি করা খাবারই ছিল বাঁচার উপায়, বাবার কথা না শুনেই এই সুরকার..

    একই পরিবারের বহু প্রজন্মের পক্ষে সাফল্যের শিখরে পৌঁছানো সচরাচর দেখা যায় না, তবে চলচ্চিত্র জগতে এমন উদাহরণ প্রচুর। গীতিকার অঞ্জনের জীবনও ছিল সংগ্রাম ও সাফল্যের মিশেল। ব্লকবাস্টার গান ‘খাইকে পান বেনারসওয়ালা’ লেখার সময় তিনি প্রায় ইন্ডাস্ট্রি ছেড়ে দেওয়ার কথা ভেবেছেন। কিন্তু সেই গানই রাতারাতি তাঁর ভাগ্য ঘুরিয়ে দেয়। এই সাফল্যের আগে অঞ্জনকে লড়াই করতে হয়েছে প্রায় দুই দশক। তাই তিনি চাননি তাঁর ছেলে সমীর একই পথের কষ্ট ভোগ করুক। ছেলেকে সতর্কও করেছিলেন, "আমার মতো কবি হলে চলবে না, চলচ্চিত্রের জগতে পা রেখ না।" অথচ বাবা-ছেলের মধ্যে এতটাই দূরত্ব ছিল যে বিশ বছরের বেশি সময়ে খুব কমই কথা হতো তাঁদের।



  • Aug 24, 2025 12:58 IST

    Bengal Files-Pallavi Joshi: 'ওঁরা কিছু একটায় ভয় পেয়েই...', 'দ্য বেঙ্গল ফাইলস' বিতর্কের মাঝে মমতার সরকারকে তোপ পল্লবীর

    হিন্দুস্থান টাইমসকে সাক্ষাৎকার দিলেন বিবেক পত্নী ও দ্য বেঙ্গল ফাইলসের সহ-প্রযোজক পল্লবী যোশী। অকপটে বলেন, 'কলকাতার ঘটনা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আমরা কোনও ভ্রান্ত ধারণা নিয়ে বাঁচি না। প্রতিরোধ হবে, সেটা অনুমান করেছিলাম। কিন্তু সত্যি বলতে কি, ভাবিনি পুলিশ পাঠানো হবে। যেমন বিবেকও বলেছেন, আমরা কি চোর নাকি? আচমকা এসে ট্রেলারের প্লাগ খুলে দেওয়াকে আমি আক্রমণ বলেই মনে করি। একজন শিল্পী হিসেবে আমি ভীষণভাবে আঘাতপ্রাপ্ত। ওঁরা কিছু একটা থেকে ভয় পাচ্ছে বলেই এমন ঘটনা ঘটিয়েছে।' তিনি বলেন, 'ছবিটা না দেখেই যদি মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলে সেটা সম্পূর্ণ ভুল। আসলে ওরা কোনও কারণে ভয় পাচ্ছে। ঐতিহাসিক প্রেক্ষাপটে যখন সিনেমা তৈরি হয় বিশেষ করে কোনও অঞ্চলের প্রশাসনিক ব্যর্থতার কথা সামনে আসে তখন অনেকেরই অস্বস্তি হয়। রাজনৈতিক হস্তক্ষেপ করা হয়।'



  • Aug 24, 2025 12:06 IST

    Dhumketu-Nachiketa: ধূমকেতুর স্পেশাল স্ক্রিনিংয়ে তারকার মেলা, নচিকেতাকে খোলা চিঠি কৌশিকের! অনুপমের কাছে কেন ক্ষমাপ্রার্থী?

    সোশ্যাল মিডিয়া থেকে নচিকেতা দূরে থাকে জেনেও তাঁকে চিঠি লিখলেন পরিচালক। তাঁর বিশ্বাস কোনও না কোনওভাবে নচিকেতার কাছে এই চিঠি পৌঁছে যাবে। শুধু নচিকেতার জন্য এই নয়, বরং তাঁর বিরাট ফ্যানবেসের জন্যও। কৌশিক গঙ্গোপাধ্যায়ের এই খোলা চিঠিতে উল্লেখ রয়েছে আরও এক বিশিষ্ট সংগীতশিল্পীর নাম। তিনি অনুপম রায়। তাঁর কাছে ক্ষমা চাওয়ার ঘটনার কথাও লিখেছেন পরিচালক। অন্যদিকে ধূমকেতুর বিজয়রথ ছুটছে। এর মাঝে প্রেমিকা রুক্মিণীর সঙ্গে সিনেমার স্পেশাল স্ক্রিনিংয়ে হাজির মেগাস্টার দেব। গাড়ি থেকে নেমে হলে পৌঁছনোর মুহূর্ত পর্যন্ত প্রিয়তমাকে আগলে রেখেছিলেন। ভক্তদের থেকে রাখিও পরেছেন দেব। এই বিশেষ দিনে এসেছিলেন টলি ক্যুইন সুস্মিতা চট্টোপাধ্যায় থেকে রাজা চন্দ-পিয়ান, রোহন-অঙ্গনা, নুসরত, শ্রেয়া পাণ্ডে, দেবলীনা কুমার, অনুপম রায় সহ ইন্ডাস্ট্রির আরও অনেকে। ধূমকেতুর স্পেশাল স্ক্রিনিংয়ে 'বহুরূপ'-এর বয়স্ক সাজে ছবির প্রচার সেরে গেলেন অভিনেতা সোহম চট্টোপাধ্যায়। 

     



Entertainment News Entertainment News Today