/indian-express-bangla/media/media_files/2025/08/31/cats-2025-08-31-10-12-49.jpg)
Entertainment Latest Highlights:
টাকা সত্যিই জীবনের সর্বস্ব নয় বলে বাস্তব জীবনে আপনি মনে করেন?
এমন এক কলকাতায় বাস করছি যেখানে আমরা প্রত্যেকে টাকার পিছনে ছুটে চলেছি। টাকার ঊর্ধে কিছু নেই। এই টাকার জন্য কত সম্পর্ক নষ্ট হচ্ছে, হত্যালীলা ঘটছে। কিন্তু, আমার গল্পে দেখানো হয়েছে টাকা সর্বস্ব নয়। কয়েকটি স্তরে সেটি দেখানো হয়েছে। আর মানুষের জীবনের এই স্তর পরিবর্তনের গল্প আমার ভাল লাগে। এই পৃথিবীতে যখন টাকা উপার্জনের জন্য মানুষ দিশেহারা তখন আমার ছবির গল্প বলবে, মনুষ্যত্বও প্রয়োজন। টাকার বিনিময়ে সব কিছু বিকিয়ে দেওয়া যায় না এটা আমি সত্যিই বিশ্বাস করি। টাকা অবশ্যই প্রয়োজন, তবে হান্ড্রেড পার্সেন্ট নয়। এই সমাজ- বর্তমান সময় দাঁড়িয়ে মানুষের বেঁচে থাকাটাই যখন কঠিন তখন মনুষ্যত্ব বিশেষ ভূমিকা পালন করে সেটাই আমি উপস্থাপন করার চেষ্টা করেছি। সেটাই আমার গল্পের সারমর্ম।
- Aug 31, 2025 18:33 IST
Gordon Ramsay: ভাল নেই সেলিব্রিটি শেফ? শরীরে বাসা বেঁধেছে জটিল রোগ...
শনিবার ৫৮ বছর বয়সী সেলব্রিটি শেফ গর্দন রামসে ইনস্টাগ্রামে এক ভয়ঙ্কর বার্তা দিয়েছেন। কানের ঠিক নিচে সেলাই করা একটি স্থানের ছবি শেয়ার করেন তিনি। তিনি নাকি স্কিন ক্যানসারে আক্রান্ত। সেইসঙ্গে ভক্তদের উদ্দেশে সূর্যালোক থেকে ত্বক রক্ষা ও সানস্ক্রিন ব্যবহারের গুরুত্বের কথাও মনে করিয়ে দেন।
- Aug 31, 2025 18:00 IST
Chanchal Chowdhury: কেন ২ বার বিয়ে করেছিলেন? প্রকাশ্যেই সত্যি কথাটা বলে দিলেন চঞ্চল চৌধুরী
একজন মানুষ বহুবার বিয়ের পিঁড়িতে বসতেই পারেন। হিন্দু শাস্ত্র অনুযায়ী একজন স্ত্রী থাকাকালীন, অন্য আরেকজনকে বিয়ে করার নিয়ম নেই। একজনের সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘটলে তারপরে অন্যজনকে স্ত্রী হিসেবে বেছে নেওয়া যায়। অনেক সময়ই দেখা যায় ১০ বছর কিংবা কুড়ি বছর বিবাহ বার্ষিকী উপলক্ষে, তারকারা আরেকবার করে বিয়ে করছেন। ফের একবার পুরনো শপথ নতুন করে গ্রহণ করছেন। তবে এই অভিনেতা তাই দুবার বিয়ে করেছিলেন...
Chanchal Chowdhury: কেন ২ বার বিয়ে করেছিলেন? প্রকাশ্যেই সত্যি কথাটা বলে দিলেন চঞ্চল চৌধুরী
- Aug 31, 2025 17:55 IST
Sayak Chakraborty-Durga Puja: এখন মুখ দেখেই প্যাণ্ডেলে ঢুকিয়ে দেয়, ভিআইপি ট্রিটমেন্টটা বেশ এনজয় করি: সায়ক চক্রবর্তী
পুজোর চারদিন কেমন সাজবেন, কোথায় যাবেন, কী করবেন আজকের 'সফল' নায়ক সায়ক চক্রবর্তী? খোঁজ নিল ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা। সায়ক বলেন, 'এবারের পুজো সত্যিই আলাদা। প্রথম কারণ, আমি যেখানে জমি কিনেছি সেখানে আমার মাসির ফ্ল্যাট। ছোট থেকে প্রতি নবমীতে মাসি আমাদের নিমন্ত্রণ করত। কারণ সেদিন ওদের অ্যাপার্টমেন্টে মটন খাওয়ানো হয়। আমরা যাতে একটাদিন ভাল করে খাওয়াদাওয়া করতে পারি সেই জন্য ডাকত। এবার আমরা নিজেদের জমির অধিকার সূত্রে সেই মটন খাব। দ্বিতীয়ত এবছর স্টুডিওপাড়ায় আমার নিয়মিত আনাগোনা। গত বছর আমার হাতে কোনও কাজ ছিল না আর এবার পুজোয় সকলকে বলতে পারছি আমার চারদিন ছুটি।'
- Aug 31, 2025 17:19 IST
'আমি ওকে মারিনি', স্বামীকে শেষ করেছিলেন? এই অভিনেত্রীকেই 'ডাইনি' হিসেবে দাগিয়ে দেওয়া হয়!
তিনি ছোটবেলা থেকেই চেয়েছিলেন শুধু একজন স্ত্রী আর মা হতে। কিন্তু জীবনের পথে যতই বড় হতে লাগলেন, ততই বুঝলেন পৃথিবীটা এতটা সহজ নয়। ভানুরেখা গণেশন, যাকে সবাই "রেখা" নামে চেনে, জন্মের প্রথম দিন থেকেই সংগ্রামের গল্প বয়ে বেড়াচ্ছেন। তিনি বিবাহবহির্ভূত সন্তান, বাবা কোনোদিন তাঁকে গ্রহণ করেননি। আর তখনকার দিনে মাত্র ১৩ বছর বয়সে সিনেমার জগতে পা রাখা মানেই ছিল অজস্র অবাঞ্ছিত নজর আর হয়রানির মুখোমুখি হওয়া।
- Aug 31, 2025 16:36 IST
Shailendra: 'একসময় পায়ের কাছে', মাত্র ৪৩-এ সব শেষ, কিংবদন্তি পরিচালকের জন্যই অকালে প্রাণ যায় গীতিকারের?
১৯৫০-এর দশকে ‘শ্রী ৪২০’, ‘আওয়ারা’-র মতো ছবি ভারতীয় সিনেমাকে আন্তর্জাতিক মঞ্চে নিয়ে যায়। আজও রাশিয়ার প্রবীণরা ‘মেরা জুতা হ্যায় জাপানি’ গানটির কথা মনে রেখেছেন। শুধু তাই নয়- ‘জিনা ইয়াহাঁ মরনা ইয়াহাঁ’, ‘আওয়ারা হুঁ’, ‘জিনা ইসি কা নাম হ্যায়’, ‘প্যায়ার হুয়া ইকরার হুয়া’— এমন অসংখ্য গান, যা ভারতীয় সিনেমাকে বিশ্বের দরজায় পৌঁছে দিয়েছিল, লিখেছিলেন এক অসাধারণ গীতিকার। রাজ কাপুরের উইং ম্যান ছিলেন তিনি। তাঁর নাম শৈলেন্দ্র।
- Aug 31, 2025 15:49 IST
Amaal Malik: বিরল সমস্যায় ভুগছেন সুরকার? বিগ বসের ঘরেই শরীর নিয়ে বড় খবর দিলেন আমাল
কিছুদিন আগেই তিনি জানিয়েছিলেন নিজের প্রেমের প্রসঙ্গে। ধর্মের কারণে যে তাঁকে প্রত্যাখিত হতে হয়েছিল, একথাও জানান তিনি। এমনকি, সঙ্গে সঙ্গে এও বলেন সেই মানুষটিকে নিয়ে ভীষণ আশাবাদী তিনি। সেকারণেই বিগ বসের মঞ্চে আবারও তাঁকে ভালবাসার কথা জানালেন। কিন্তু, এর পাশাপাশি, নিজের শারীরিক অবস্থার কথাও উল্লেখ করেন তিনি। আমাল কি তবে গুরুতর কোনও সমস্যায় ভুগছেন? নিজেই সেই প্রসঙ্গে জানিয়েছেন সুরকার।
- Aug 31, 2025 15:21 IST
Nikki Tamboli Health Update: গায়ে ধুম জ্বর-বিছানায় শয্যাশায়ী নিক্কি, বিগ বস গার্লের রিপোর্টে যা বেরল...
Nikki Tamboli Dengue: নিক্কি তম্বোলি, হিন্দি টেলিভিশন থেকে তেলুগু-তামিল সিনেমা সহ একাধিক রিয়্যালিটি শোয়ের সঙ্গে ওতপ্রোতোভাবে জড়িয়ে। ধুম জ্বর আর অসুস্থতার কথা সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছিলেন নিক্কি। ১০৩ ডিগ্রি জ্বরে প্রায় বেহুঁশ। এইরকম পরিস্থিতিতে গণেশ চতুর্থীতে গণপতি বাপ্পা’র দর্শন করতে না পারার আক্ষেপও সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। একদিন পরই শেয়ার করলেন হেলথ আপডেট। ইনস্টা স্টোরিতে লিখেছেন, 'ডেঙ্গু পজেটিভ'। এই পোস্ট থেকেই স্পষ্ট ডেঙ্গু আক্রান্ত হওয়ার জন্যই গায়ে ১০৩ ডিগ্রি জ্বর। নিক্কির জন্য উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি দ্রুত আরোগ্য কামনা করেছেন অনুরাগীরা।
- Aug 31, 2025 14:58 IST
Anjali Raghav Issue: অঞ্জলি রাঘবকে ‘অনুমতি ছাড়া স্পর্শ’, সমালোচনার পর সাফাই দিলেন অভিনেতা
ভোজপুরি অভিনেতা-গায়ক পবন সিং সম্প্রতি শিরোনামে আসেন, যখন লখনউতে তাদের নতুন গান ‘সাইয়া সেবা করে’–এর প্রচার অনুষ্ঠানে সহ-অভিনেত্রী অঞ্জলি রাঘবের কোমরে একাধিকবার স্পর্শ করার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ক্লিপে দেখা যায়, অঞ্জলি স্পষ্টতই অস্বস্তিকর হলেও পবন তা উপেক্ষা করেন এবং বলেন, কিছু একটা আটকে গেছে। এ ঘটনায় অভিনেতার আচরণের ব্যাপক সমালোচনা শুরু হয়।
Anjali Raghav Issue: অঞ্জলি রাঘবকে ‘অনুমতি ছাড়া স্পর্শ’, সমালোচনার পর সাফাই দিলেন অভিনেতা
- Aug 31, 2025 14:46 IST
Priya Marathe Passes Away: 'ওঁর স্বামী যেতে বারণ করেছিল তাই..., প্রিয়ার অকাল মৃত্যুতে অনুতপ্ত 'পবিত্র রিস্তা'-র সহ অভিনেত্রী
প্রিয়ার মৃত্যুতে শোকস্তব্ধ 'পবিত্র রিস্তা' খ্যাত বর্ষীয়ান অভিনেত্রী উষা নাদকর্ণি। ইন্ডিয়ান এক্সপ্রেসের কাছে গভীর শোকপ্রকাশের পাশাপাশি কী অনুশোচনা করলেন? উষা নাদকর্ণি তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন, 'শুনেছিলাম ওঁর ক্যানসার হয়েছে। তারপর অপারেশন হয়েছিল। এমনকী আবার কাজও শুরু করেছিল। কিন্তু কিছুদিন আগে জানতে পারলাম ওঁর শারীরিক অবস্থা ভাল নয়। ভেবেছিলাম দেখা করতে যাব। অঙ্কিতার বাড়ি গিয়েছিলাম। বলেছিলাম, একসঙ্গে দেখতে যাব। কিন্তু, অঙ্কিতা বলল, ওঁর স্বামী শান্তনু আমাদের যেতে বারণ করেছেন। হয়তো কেমোথেরাপির কারণে চুল পড়ে যাওয়ায় প্রিয়া কারও সামনে আসতে চাইছিল না। কয়েক দিন আগেই এ নিয়ে কথা হয়েছিল। ভীষণ কষ্ট লাগছে এই বয়সে কেউ এভাবে চলে যেতে পারে! খুব ভাল মেয়ে ছিল। সবসময় হাসিমুখে সবাইকে কাছে টেনে নিত।'
- Aug 31, 2025 13:31 IST
Munawar Faruqui Mother Death: 'বাবার অত্যাচারেই বিষ খেয়ে...', মায়ের মৃত্যুর পর পরিবার নিয়ে বিস্ফোরক মুনাওয়ার
কিশোর বয়সে মায়ের মৃত্যুর পরও পরিবার মুনাওয়ারকে শোক প্রকাশে বাধা দিয়েছে। বাবার প্রতি কেন ঘৃণা জন্ম জন্মেছিল সেই সব সত্যি প্রকাশ্যে আনলেন স্ট্যান্ড আপ কমেডিয়ান। স্মৃতিচারণ করে বলেন, 'মা খুব ধৈর্যশীল ছিলেন কিন্তু সেই ধৈর্যেরও একটা সীমা আছে। আমার বয়স তখন মাত্র ১৩ বছর। হঠাৎ একদিন সকালে জানতে পারলাম মা হাসপাতালে। সেখানে গিয়ে শুনলাম তিনি বিষ খেয়েছিলেন। কিন্তু পরিবার সেই সত্যি গোপন করেছিল। একজন নার্স যিনি মায়ের দিকের আত্মীয় ছিলেন তিনিই আমাকে আসল ঘটনা জানান। মাকে ইমার্জেন্সি ওয়ার্ডে নেওয়া হয় কিন্তু শেষ পর্যন্ত তাঁকে আর বাঁচানো গেল না'। আরও জানান, মায়ের মৃত্যুর পর তাঁকে শোকপ্রকাশটুকু পর্যন্ত করতে দেওয়া হয়নি। মুনাওয়ার ক্ষোভ উগরে দিয়ে বলেন, 'পরের দিন সকালেই আমাকে নানান কাজের দায়িত্ব দিয়ে দেওয়া হয়। আমাকে বলা হয়েছিল কেঁদে লাভ নেই, শক্ত হতে হবে। সকলের দেখাশোনা করতে হবে। আমি মন থেকে ভেঙে পড়েছিলাম, কিন্তু বাইরে থেকে দেখে মনে হত আমি স্বাভাবিক। তখন সবার উপর খুব রাগ গিয়েছিলাম। তবে পরবর্তীতে সবাইকে ক্ষমা করে দিই।'
- Aug 31, 2025 12:58 IST
Esha Deol Ex-Husband: বিয়ের পর কোন বিশেষ শর্ত দিয়েছিলেন ভরত? প্রাক্তন স্বামীর সিক্রেট ফাঁস এষার
বিয়ের কিছুদিন পর ফিল্মফেয়ার-কে দেওয়া এক সাক্ষাৎকারে এষা জানান, ভরত তাঁকে ওজন না বাড়ানোর শর্ত দিয়েছিলেন। একইসঙ্গে বলেছিলেন, ভরতের মন জয় করার কৌশল রপ্ত করে ফেলেছেন। এষার কথায়, 'বিয়ের পর আমার ওজন বৃদ্ধি হোক সেটা ভরত একেবারেই চায় না। এরপর ashtanga yoga ক্লাসে ভর্তি হই।'
- Aug 31, 2025 11:23 IST
Priya Marathe Death: ক্যানসার কেড়ে নিল প্রাণ, মাত্র ৩৮-এ না ফেরার দেশে 'পবিত্র রিস্তা' খ্যাত প্রিয়া
Pavitra Rishta actress Priya Marathe: মারাঠি ও হিন্দি টেলি দুনিয়ায় বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন প্রিয়া মারাথে। সুশান্ত সিং রাজপুত ও অঙ্কিতা লোখান্ডে অভিনীত পপুলার ডেইলি সোপ পবিত্র রিস্তায় তাঁর অভিনয় দর্শকের মনে দাগ কেটেছিল। কিন্তু, অচীরেই থমকে গেল সব স্বপ্ন। মাত্র ৩৮-এ না ফেরার দেশে এই জনপ্রিয় অভিনেত্রী। বিগত বেশ কয়েকদিন মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ক্যানসারের চিকিৎসা চলছিল। কিন্তু, শেষ রক্ষা হল না। রবিবার ভোর চারটের সময় সব শেষ! মীরা রোডে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রিয়া। তাঁর অকাল প্রয়াণে শোকের ছায়া ইন্ডাস্ট্রিতে। আজ অর্থাৎ রবিবার বিকেল চারটের সময় প্রিয়া মারাথের শেষকৃত্য সম্পন্ন হবে।
- Aug 31, 2025 11:05 IST
Sunny Leone IVF-surrogacy: চার কন্যা সন্তানের ভ্রূণ নষ্ট! চিকিৎসকের গাফিলতিতে জীবনে চরম হতাশা, কঠিন সময়ের অভিজ্ঞতা ভাগ সানির
সম্প্রতি এক সাক্ষাৎকারে IVF-সারোগেসির কঠিন জার্নির কথা শেয়ার করলেন সানি। তিনি জানান,ডিম্বাণু সংরক্ষণ করেন এবং সেগুলো থেকে ছ'টি সুন্দর ভ্রূণ তৈরি হয়েছিল। সানি লিওন ও স্বামী ড্যানিয়েল ওয়েবার কেবল ভ্রূণগুলো সংরক্ষণই করেননি পাশাপাশি দত্তকের জন্যও চেষ্টা করেছিলেন। চারটি কন্যা ও দুটি পুত্র সন্তানের ভ্রূণ ছিল। প্রথম থেকেই একটি কন্যা সন্তান নেওয়ার ইচ্ছে ছিল তারকা দম্পতির। কিন্তু, চিকিৎসকের গাফিলতিতে সেই স্বপ্ন অধরাই রয়ে গিয়েছিল। এরপর তাঁরা চিকিৎসক পরিবর্তনের সিদ্ধান্ত নেন। যার ফলস্বরূপ দুটি ছেলে আজ তাঁদের সঙ্গে আছে। সেই সময়েই দত্তকের জন্যও আবেদন করেছিলেন। কারণ IVF ও সারোগেসির প্রক্রিয়া খুব হতাশাজনক হয়ে উঠছিল। এক সপ্তাহের মধ্যেই জানতে পেরেছিলেন যে চারটি ভ্রূণই বাঁচবে না।
- Aug 31, 2025 10:16 IST
অভিনয়ের সুযোগ কম বলেই পরিচালনায় হাতেখড়ির সিদ্ধান্ত?
না, কোনওটাই নয়। আমার আশেপাশে কে কী করছে সেটা নকল করতে চাইনি। ব্যক্তিগতভাবে আমার ছবি পরিচালনার প্রতি একটা অমোঘ আকর্ষণ ছিল। একটা সিনেমার মধ্যে আমি অভিনয়, সংলাপ, গল্প সব কিছু খুব খুঁটিয়ে দেখি। ওটা আমার একটা স্বপ্নের জগৎ। কবিতা, কথা, পারফরম্যান্স, ভিজ্যুয়াল ট্রিটমেন্ট, ক্যামেরা , লেন্সিং সব কিছু আমার বড্ড পছন্দের। অপেক্ষায় ছিলাম কবে আমার নিজের গল্প বলব। যখন অভিনয় করতাম তখনও আমার ছবি বানানোর প্রতি সাঙ্ঘাতিক একটা মোহ ছিল। অভিনয় তো আমার প্রথম পছন্দ। ভবিষ্যৎ-এ আরও অনেক অভিনয় করব বলেই আমি আশাবাদী। পাশাপাশি ছবি বোনার যে শখ সেটাও একইসঙ্গে চালিয়ে যেতে চাই।