/indian-express-bangla/media/media_files/2025/10/13/cats-2025-10-13-14-40-21.jpg)
প্রাক্তন স্বামীকে আদুরে শুভেচ্ছা
Esha Deol On Bharat Takhtani Birthday: ২০০৮ সালে পরস্পরকে ভালবাসে বিয়ে করেছিলেন ধর্মেন্দ্র-হেমা কন্যা এষা দেওল ও ব্যবসায়ী ভারত তাখতানি। কিন্তু, মাত্র ১১ বছরেই তাসের ঘরের মতো ভেঙে যায় দাম্পত্য। এষার প্রাক্তন স্বামী ভরতের ইনস্টাগ্রামে নতুন সম্পর্কে সিলমোহরও দিয়েছেন। এর মাঝেই রবিবাসরীয় পারিবারিক সময় কাটিয়েছেন এষা-ভরত, সঙ্গে ছিলেন অভিনেত্রীর বোন বোন অহনা দেওল ও এক বন্ধু। হ্যাপি ফ্যামিলি মোমেন্টের ছবি নিজের ইনস্টা হ্যান্ডেলে শেয়ার করেছিলেন ভরত। এবার প্রাক্তন স্বামীর জন্মদিনে আদুরে শুভেচ্ছা এষা দেওলের।
ইনস্টাগ্রাম স্টোরিতে ভারতের হাসি মুখের একটি ছবি পোস্ট করে লিখেছেন, আমার বাচ্চাদের দাদা, তোমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। সারাজীবন সুস্থ ও সুখী থেকো। ভগবান তোমাকে আশীর্বাদ করুক।' প্রসঙ্গত, দুই সন্তানের উপর যাতে বাবা-মায়ের বিচ্ছেদের কোনও প্রভাব না পড়ে। তাই কো-পেরেন্টিং করছেন এষা-ভরত। সম্প্রতি দ্য কুইন্ট-কে দেওয়া এক সাক্ষাৎকারে এষা সন্তানকে সুস্থ পরিবেশে বড় করার বিষয়ে আলোচনা বলেন। তখনই অভিনেত্রী বলেন, 'সন্তানের জন্য আপনাকে একসঙ্গে থাকতে হবে। সেই বন্ধন কখনই ভাঙা উচিত নয়। এটা কঠিন হলেও হাল ছাড়া উচিত নয়।'
আরও পড়ুন স্ত্রী-দুই সন্তান ছেড়ে অন্য নারীতে মজে এষার প্রাক্তন স্বামী! কার প্রেমে গদগদ ভরত?
এর আগে এক সাক্ষাৎকারে (Mamaraazzi) এষা কো-প্যারেন্টিং প্রসঙ্গে বলেন, 'জীবনে অনেক সময় নানা কারণে ভূমিকা বদলে যায়। যদি কোনও সম্পর্ক আগের মতো স্বাভাবিক না থাকে, বিশেষ করে যখন সন্তান থাকে তখন দুইজন পরিণত মানুষকে তাঁদের দায়িত্ব পালন করতে হয়। প্রয়োজনে সম্পর্কের নতুন সমীকরণ গড়ে তোলা প্রয়োজন। সন্তানদের স্বার্থে আমি আর ভরত সেই বন্ধন রক্ষা করারই চেষ্টা করি।'
আরও পড়ুন বিচ্ছেদের বছর ঘুরতেই ফের কাছাকাছি ভরত-এষা? রবিবাসরীয় পারিবারিক সময় কাটানোর ছবি ভাইরাল
প্রসঙ্গত, ২৯ জুন, ২০১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ১২ বছরের দাম্পত্য জীবনের পর তাঁরা ২০২৪ সালের ফেব্রুয়ারিতে আলাদা হওয়ার কথা ঘোষণা করেন। এক যৌথ বিবৃতিতে তাঁরা বলেছিলেন, 'আমরা পারস্পরিক সিদ্ধান্তে শান্তিপূর্ণভাবে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের জীবনের এই পরিবর্তনের মাঝেও দুই সন্তানের মঙ্গল ও স্বার্থই ফার্স্ট প্রায়োরিটি। এই কঠিন সময় আমাদের গোপনীয়তাকে সম্মান জানালে আমরা কৃতজ্ঞ থাকব।'
আরও পড়ুন অভিষেক-ঐশ্বর্যর দাম্পত্যে ভাঙনের গুঞ্জন, চর্চার মাঝে ফিল্মফেয়ারের মঞ্চে কী করলেন জুনিয়র বচ্চন?