Arjun Kapoor Malaika Arora: 'হোমবাউন্ড'-র প্রিমিয়ারে প্রাক্তন প্রেমিকযুগলের পুনর্মিলন! অর্জুন-মালাইকার উষ্ণ আলিঙ্গন আর...

Arjun Kapoor Malaika Arora Kiss: হোমবাউন্ডের প্রিমিয়ারে দর্শকদের নজর কেড়েছিল এক বিশেষ মুহূর্ত। একছাদের নীচে পুনর্মিলন প্রাক্তন প্রেমিকযুগল মালাইকা-অর্জুনের। দেখুন ভিডিও।

Arjun Kapoor Malaika Arora Kiss: হোমবাউন্ডের প্রিমিয়ারে দর্শকদের নজর কেড়েছিল এক বিশেষ মুহূর্ত। একছাদের নীচে পুনর্মিলন প্রাক্তন প্রেমিকযুগল মালাইকা-অর্জুনের। দেখুন ভিডিও।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
malaika arora-arjun

মালাইকা-অর্জুনের পুনর্মিলন

Arjun Kapoor And Malaika Arora:  নিখাদ বন্ধুত্বের আদলে গল্প বুনেছেন পরিচালক নীরজ ঘাওয়ান। সৌজন্যে 'হোমবাউন্ড'। আগামী ২৬ সেপ্টেম্বর বড় পর্দায় মুক্তি পাবে এই ছবি। ইতিমধ্যেই দর্শকের মনে দাগ কেটেছে এই বন্ধুত্বের গল্প। তার আগে অস্কারের দৌড়ে এগিয়ে গেল 'হোমবাউন্ড'। মুম্বইয়ে সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে পরিচালক নীরজ ঘায়ওয়ানের ছবি হোমবাউন্ড–এর জমকালো প্রিমিয়ার। উপস্থিত ছিলেন ভিকি কৌশল, হৃত্বিক রোশন, করণ জোহর থেকে তামান্না ভাটিয়া, খুশি কাপুর সহ রূপোলি দুনিয়ার সেলেবরা। তবে হোমবাউন্ডের প্রিমিয়ারে দর্শকদের নজর কেড়েছিল এক বিশেষ মুহূর্ত। একছাদের নীচে পুনর্মিলন প্রাক্তন প্রেমিকযুগল মালাইকা-অর্জুনের।

Advertisment

আরও পড়ুন স্টেজ থেকে ১৬ বছরের প্রতিযোগীর অশালীন আচরণ! মেজাজ হারিয়ে কী করলেন মালাইকা?

Advertisment

অর্জুন কাপুর, মালাইকা অরোরা দুজনে আলাদাভাবেই প্রিমিয়ারে এন্ট্রি নিয়েছিলেন। সকলের সঙ্গে কথাও বলেছেন আলাদাভাবে। কিন্তু, সৌজন্য সাক্ষাৎ বজায় রেখে সেলেব পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ল এক বিশেষ মুহূর্ত। প্রাক্তন প্রেমিকের সঙ্গে কথা বলছেন মালাইকা এবং দুজনের উষ্ণ আলিঙ্গন। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল সেই বিশেষ ভিডিও। হোমহাইন্ডের প্রিমিয়ারে কয়েক সেকেণ্ডের জন্য নস্ট্যালজিয়ায় ভাসল অর্জুন-মালাইকা জুটির ভক্তরা। 

ভাইরাল হওয়া ক্লিপে দেখা যায়, অর্জুন অন্য অতিথিদের সঙ্গে কথা বলছিলেন। যেখানে ছিলেন নেহা ধুপিয়াও। অন্যদিকে মালাইকা ব্যস্ত ছিলেন ফটোশুটে। তবে ভেন্যুতে ঢুকে অর্জুনের চোখ চোক পড়তেই পড়তেই মালাইকা এগিয়ে এসে প্রাক্তনকে জড়িয়ে ধরেন। পরে পরিচালক নীরজ ঘায়ওয়ানের সঙ্গেও একসঙ্গে কথা বলতে দেখা যায় প্রাক্তন লাভবার্ডসকে। 

আরও পড়ুন ৬০-এ ফের বাবা হচ্ছেন আরবাজ, খবর পেতেই দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে প্রাক্তন মালাইকা!

২০১৮ সালে প্রেমের সম্পর্কে জড়ান অর্জুন কাপুর ও মালাইকা অরোরা। প্রথমে তাঁরা ব্যক্তিগতজীবন নিয়ে মুখ না খুললেও পরে সম্পর্কে সিলমোহর দেন অর্জন-মালাইকা। ছুটি কাটানোর ছবি ও জন্মদিনের শুভেচ্ছা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেন। তবে ২০২৪ সাল তাঁর জন্য খুবই কঠিন ছিল সেটাও স্বাকীর করেছেন মালাইকা। সেই বছরই সৎ পিতাকে হারিয়েছেন। অর্জুনের সঙ্গে দূরত্ব বাড়লেও সেই সময় মালাইকার পাশে ছিলেন অভিনেতা। 

arjun kapoor Malaika Arora