Actor Death: বিনোদন জগতে একের পর এক খারাপ খবর। মনোজ কুমার থেকে রানি মুখোপাধ্যায়-তামান্না ভাটিয়ার পর্দার জন্মদিতা সেলিম আখতার, বলি অভিনেত্রী জ্যাকলিনের মায়ের মৃত্যুর মতো ঘটনায় শোকস্তব্ধ চলচিত্র দুনিয়া। সিনেদুনিয়ায় যেন মৃত্যু মিছিল! সেই তালিকায় এবার নতুন সংযোজন 'হাসির রাজা' ব্যাঙ্ক জনার্দন। বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে ভোর আড়াইটে নাগাদ প্রয়াত হন জনপ্রিয় এই কন্নড় কমেডিয়ান। হাসপাতাল সূত্রে জানান হয়েছে মাল্টি অরগ্যান বিকল হয়েই শেয়, নিঃশ্বাস ত্যাগ করেছেন ব্যাঙ্ক জনার্দন। দীর্ঘ অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। অবশেষে জীবন-মৃত্যুর লড়াইয়ে হেরে যান অভিনেতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।
আরও পড়ুন: ভেন্টিলেশনেই সব শেষ! প্রয়াত রানি-তামান্নার বলিউডের জন্মদাতা সেলিম, শোকস্তব্ধ বলিউড
ফিল্মি কেরিয়ারে ৫০০টির বেশি ছবিতে কাজ করেছেন। কৌতুক অভিনেতা হিসেবেই দর্শকের মনে দাগ কেটেছিলেন। পাওয়ার প্যাকড অভিনয় বারবার মুগ্ধ করেছে কন্নড় ছবির দর্শককে। প্রয়াত অভিনেতা ব্যাঙ্ক জনাদর্নের ঝুলিতে রয়েছে Shhh, Tarle Nan Maga, Ganesh Subrahmanya, and Kaurava-এর মতো হিট ছবি। সাবলীল অভিনয়ের মাধ্যমে বারবার নিজেকে একজন দক্ষ অভিনেতা হিসেবে প্রমাণ করেছেন। বড় পর্দার পাশাপাশি মেগাতেও কাজ করেছেন।
আরও পড়ুন: 'আমাদেরকেও একদিন চলে যেতে হবে', মনোজের দীর্ঘ অসুস্থতা নিয়ে মুখ খুললেন অরুণা ইরানি
বলা ভাল, সিরিয়ালের মাধ্যমেই দর্শকমহলে পরিচিতি লাভ করেছিলেন। Papa Pandu, Jokali, and Robo Family-তে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন। এছাড়াও Poshaka Kalavidha Sangha-তে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেনষ নাটকের জগতেও সুনাম অর্জন করেছিলেন প্রয়াত অভিনেতা ব্যাঙ্ক জনার্দন। উল্লেখ্য, ২০২৩-এ হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন জনার্দন। চিকিৎসার পর সুস্থই ছিলেন। সম্প্রতি বার্ধক্যজনিত কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানেই সব শেষ! না ফেরার দেশে জনার্দন, সেই সঙ্গে বিলীন হয়ে গেল কৌতুক অভিনেতার হাসি!! সোমবার বিকেল সাড়ে পাঁচটায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
আরও পড়ুন: লাগাতার ফ্লপের জেরে মুম্বই ছাড়ার সিদ্ধান্ত, কী ভাবে অমিতাভের কেরিয়ার বাঁচিয়েছিলেন মনোজ কুমার?