Actor died: গতকাল এক কিংবদন্তির শোক সামলে উঠেছে গোটা ভারত। আর তারপরই আরেক দুঃসংবাদ। ক্যানসার কেড়ে নিল প্রাণ। বর্ষীয়ান অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া বিনোদুনিয়ায়। চলে গেলেন জনপ্রিয় অভিনেতা রবি মেনন। পুরো নাম রবি কুমার মেনন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭১।
অভিনেতা তামিল এবং মালায়ালম ফিল্মি দুনিয়ার উজ্জ্বল নক্ষত্র। শুধু তাই নয়, নিজের অভিনয় দিয়ে প্রায় ৫ যুগ ধরে সকলকে আনন্দ দিয়ে গিয়েছেন। শুধু যে সিনেমা এমন নন, তিনি কাজ করেছেন বহু টেলিভশন প্রজেক্টেও। গতকাল তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর ছেলে। রুপোলি পর্দায় তাঁর উপস্থিতিই বহু মানুষকে আনন্দ দিয়েছে। তাঁর সঙ্গে সঙ্গেই তিনি কুড়িয়েছেন মানুষের ভালবাসা। চেন্নাইয়ের হাসপাতালেই তাঁর মৃত্যু হয়েছে বলে খবর।
আরও পড়ুন - Manoj Kumar Death: সরকারের প্রিয়পাত্র মনোজ-ই একদিন চক্ষুশূল হয়ে ওঠেন, নায়কের ক্ষোভ ছিল ইন্দিরা-সঞ্জয় গান্ধীর প্রতিও…
কী হয়েছিল তাঁর?
তাঁর ছেলের তরফে জানা গিয়েছে, বহু দিন ধরেই লাংস ক্যানসারে ভুগছিলেন তিনি। এবং দীর্ঘ অনেকবছর লড়াই করার পর আর শেষরক্ষা হল না। বরং, তিনি চলে গেলেন না ফেরার দেশে। চেন্নাইয়ের হাসপাতালেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর শেষ কৃত্য সম্পন্ন হবে আজ। তাঁর বাড়িতে নিয়ে যাওয়া হবে মরদেহ, এবং সেখানেই তাঁর কাছের মানুষ থেকে ভক্তরা শেষ শ্রদ্ধা জানাতে পারবেন।
অভিনেতা ১৯৭০ থেকে ১৯৮০ সালের মধ্যে ১০০ এর বেশি ছবিতে অভিনয় করছেন। কাজ করেছেন রজনীকান্ত এবং কমল হাসানের সঙ্গেও। দর্শক মহলে বেশ পরিচিত ছিলেন তিনি। তাঁর কাজ মুগ্ধ করেছে বহু মানুষকে। টেলিভিশনের দুনিয়ায় চিঠী এবং ভানি রানি তাঁর অন্যতম জনপ্রিয় কাজ।
আরও পড়ুন - Sudipta Chakraborty Thakurpukur: মদ্যপ পরিচালকের গাড়িতে বলি ১, সুদীপ্তার কথায়, 'এটা ব্যক্তিগত সমস্যা, ইন্ডাস্ট্রির ডিসিপ্লিন দায়ী নয়..'
উল্লেখ্য, ১৩ বছর বয়সে কাজ শুরু করেছিলেন শিশু শিল্পী হিসেবে। তাঁর বাবা ছিলেন বিখ্যাত প্রযোজক কেএমকে মেনন এবং মা ভারতি মেনন।