Rupam Islam: বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি সন্দেহে অত্যাচারের অভিযোগ। কখনও মারধর তো কখনও আবার তাঁদের উপর হামলাও করা হয়েছে। লুটপাট থেকে শুরু করে উপার্জিত অর্থও কেড়ে নেওয়ার মতো মারাত্মক অভিযোগও উঠেছে। এখানেই শেষ নয় পরিচয়পত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ শোনা গিয়েছে। সেই প্রতিবাদে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পথে নেমে আন্দোলনে শামিলও হয়েছেন।
আরও পড়ুন 'তোমরা আমার...', দেব-শুভশ্রীর জন্য কেন চোখে জল বাংলাদেশি অভিনেত্রী পরি মনির?
২৪ জুলাই মহানায়ক সম্মানের মঞ্চ থেকেও বাংলা ভাষার উপর 'আক্রমণ' নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হুঁশিয়ারি দিয়েছেন প্রয়োজনে ফের ভাষা আন্দোলন হবে। আগুনে ঘৃতাহুতির কাজটা করল দিল্লি পুলিশ। একটি চিঠিতে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ করেছে। শাসকদল প্রতিবাদ করতেই এক্স হ্যান্ডেলে বাংলা ভাষাকে আক্রমণ করায় প্রতিবাদী বিশিষ্ট সংগীতশিল্পী রূপম ইসলাম।
কড়া ভাষায় ক্ষোভ উগরে দিয়ে লিখেছেন, 'এটা কী? ২২ টি ভাষার মধ্যে বাংলা ভাষা অন্তর্ভুক্ত নয়? এটিকে কেন বাংলাদেশি ভাষার তকমা দিয়ে দেওয়া হচ্ছে? অত্যন্ত মুর্খামি ও অবহেলার পরিচয়।' দিল্লি পুলিশের চিঠিতে লেখা বিষয়ে দিল্লি পুলিশকে কাঠগড়ায় তুলে কেন গর্জে উঠল শাসকদল ও রূপম ইসলাম? বঙ্গভবনে পাঠানো একটি চিঠিতে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ করেছে দিল্লি পুলিশ। কয়েকদিন আগেই এই দিল্লি পুলিশ বাংলাদেশি সন্দেহে ৮ জনকে আটক করে তাঁদের সঙ্গে চরম দুর্ব্যবহার করেছে।
আরও পড়ুন 'বাবার মৃত্যুর তিনমাস পরই...', কঠিন সময়ের অভিজ্ঞতা ভাগ প্রিয়াঙ্কার সহ অভিনেতা অর্জুনের
বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে। আর সেই সব নথিগুলি লেখা ছিল বাংলা ভাষায়। নথির তথ্য যাচাইয়ের জন্যই একজন ট্রান্সসেলেটর দরকার। আর সেই চিঠিতেই বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষার তকমা দেওয়া হয়েছে। ইতিমধ্যেই এক্স হ্যান্ডলে রাজ্যের শাসকদল দিল্লি পুলিশের সেই বিতর্কিত চিঠি পোস্ট করেছে। একইসঙ্গে তীব্র আক্রমণ করেছেন সংগীতশিল্পী রূপম ইসলাম।
আরও পড়ুন 'তোমরা আমার...', দেব-শুভশ্রীর জন্য কেন চোখে জল বাংলাদেশি অভিনেত্রী পরি মনির?