Bollywood Breakup Story: 'অত্যন্ত দুঃখের সঙ্গে জনাচ্ছি...', লক্ষ্মীবারে বিচ্ছেদ ঘোষণা যমজ বোন-সোশ্যাল আইকন Chiinki-Minki--র

Chinki Minki Break up: সোশ্যাল মিডিয়ায় চিঙ্কি মিঙ্কি নামেই সকলের কাছে পরিচিত। দুই বোনের মজাদার কনটেন্টের ফলোয়ার্স প্রায় ১২ লাখ। লক্ষ্মীবারে বিচ্ছেদ ঘোষণা যমজ বোনের।

Chinki Minki Break up: সোশ্যাল মিডিয়ায় চিঙ্কি মিঙ্কি নামেই সকলের কাছে পরিচিত। দুই বোনের মজাদার কনটেন্টের ফলোয়ার্স প্রায় ১২ লাখ। লক্ষ্মীবারে বিচ্ছেদ ঘোষণা যমজ বোনের।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
dfvdf

আলাদা হল চিঙ্কি-মিঙ্কির পথ

surabhi samriddhi Break up: স্বামী-স্ত্রী বা প্রেমিকযুগলের বিচ্ছেদের সঙ্গেই সাধারণ মানুষ অভ্যস্ত। এই মুহূর্তে টলউডে একর পর এক বিচ্ছেদের খবরে মন খারাপ বাংলা মেগার দর্শকের। কিন্তু, দুই বোন আনুষ্ঠানিকভাবে কখনও বিচ্ছেদ ঘোষণা করছেন, এমনটা শুনেছেন? ৭ জুলাই বৃহস্পতিবার অর্থাৎ লক্ষ্মীবারে ইনস্টা হ্যান্ডেলে দুজনের পথ আলাদা হওয়ার কথা ঘোষণা করলেন। তাঁরা নান আদার দ্যান সকলের অত্যন্ত পরিচিত সোশ্যাল মিডিয়া আইকন চিঙ্ক-মিঙ্কি ওরফে সুরভী-সমৃদ্ধি। যমজ বোনের মজাদার কনটেন্টের একটা বিরাট ফ্যানবেস রয়েছে। সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার্স সংখ্যা ১২ লাখ। 

Advertisment

সুরভী ও সমৃদ্ধি মেহরা বৃহস্পতিবার ইনস্টা হ্যান্ডেলে অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন, 'খুব দুঃখের সঙ্গে আমরা জোড়ি হিসেবে বিচ্ছেদ ঘোষণা করলাম। দুজনের পথ আলাদা হল। আমরা দুজন নিজেদের মতো করে আলাদাভাবে নতুন জার্নি শুরু করছি।' যমজ বোন সুরভী-সমৃদ্ধির কমিক সেন্সের জন্যই সোশ্যাল মিডিয়ায় রয়েছে বিপুল ফলোয়ার্স। 

Advertisment

আরও পড়ুন ঘর ভাঙছে বাঙালি অভিনেত্রী ও ইউটিউবারের, জন্মদিনেই বিচ্ছেদচর্চায় সিলমোহর সুস্মিতার

সমাজমাধ্যমে মজাদার কনটেন্টের জন্য যেমন পপুলার তেমনই আবার 'দ্য কপিল শর্মা শো'-র মতো রিয়্যালিটি শোর মঞ্চেও মাত দিয়েছিলেন দুই বোন। তাঁদের আচমকা বিচ্ছেদ ঘোষণার খবরে মন ভার ভক্তদের। আর কখনও রংমিলান্তি পোশাকে যমজ বোনের সেই পারফরম্যান্স দেখা যাবে না! এটা ভেবেই মন খারাপ অনুরাগীদের। তবে কী কারণে তাঁরা এই সিদ্ধান্ত গ্রহণ করলেন সেই বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি। আগামী দিনে দুই বোনের পাশেই তাঁদের ভক্তরা থাকবেন বলে আশাবাদী দুজনে। নতুন পদক্ষেপ কী হয় তা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষারত অনুরাগীরা। 

নতুন রূপে নতুন সাজে সুরভী-সমৃদ্ধির ভবিষ্যৎ পরিকল্পনা কী,  তা তো সময় বলবে। ফলোয়ার্সরা যেমন এই বিচ্ছেদ মেনে নিতে পারছেন না, তেমনই এই ঘটনা বিশ্বাস করতে পারছেন না গায়ক দানীশ আলফাজ। কমেন্ট বক্সে তিনি লিখেছেন, 'যদি এই খবর সত্যি হয় তাহলে আমি নিজেকে দুই ভাগে বিভক্ত করে ফেলব।' সিংহভাগ ভক্তরা মনে আশা নিয়ে অনুরোধ করেছেন, তাঁরা যেন বলেন, এটা নিছক মজা ছাড়া আর কিছু নয়। 

আরও পড়ুন শেফালিকে ছাড়া প্রতিটি রাত...! স্ত্রীর অনুপস্থিতিতে ফাঁকা ঘরে হাহাকার তারকা স্বামী পরাগের

Social Media Social Activist