/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/08/lead-69.jpg)
বাঁদিকে 'সেক্রেড গেমস ২'-তে সইফ আলি খানের লুক ও ডানদিকে অনুরাগ কাশ্যপ। ছবি: সোশাল মিডিয়া পেজ থেকে
Anurag Kashyap Sacred Games 2: 'সেক্রেড গেমস ২'-এর পরিচালক ও সহ-প্রযোজক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে পুলিশি অভিযোগ দায়ের করল ভারতীয় জনতা পার্টি। ওই সিরিজের একটি বিশেষ দৃশ্যে শিখদের ধর্মবিশ্বাসে আঘাত দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিজেপি-র অভিযোগ, ইচ্ছাকৃতভাবেই এমন একটি দৃশ্য রেখেছেন পরিচালক। ওই দৃশ্যটিতে অভিনয় করেছেন সইফ আলি খান।
ইন্ডিয়া টুডে-র একটি প্রতিবেদন অনুযায়ী, দিল্লি বিজেপি-র মুখপাত্র তাজিন্দর বগ্গা যে অভিযোগ দায়ের করেছেন সেখানে ওই সিরিজের একটি দৃশ্যের কথা বলা হয়েছে যেখানে সইফ আলি খান অভিনীত শিখ চরিত্রটি তার হাতের কড়াটি খুলে সমুদ্রের জলে ফেলে দেয়। তাজিন্দর বগ্গার মতে, শিখ ধর্মাবলম্বীদের ধর্মীয় চিহ্ন ওই কড়া যা কি না শিখ ধর্মবিশ্বাসের একটি অঙ্গ। শিখদের কড়াকে অত্যন্ত শ্রদ্ধা ও বিশ্বাসের সঙ্গে দেখা হয়।
আরও পড়ুন: বিয়ে করতে চলেছেন আদিত্য, জল্পনা জোরদার বলিউডে
বগ্গা তাঁর লিখিত পুলিশি অভিযোগে জানিয়েছেন যে পরিচালক তাঁর সিরিজে শিখদের ওই চিহ্নটিকে অত্যন্ত অশ্রদ্ধার সঙ্গে তুলে ধরেছেন। অনুরাগ ইচ্ছাকৃতভাবে ওই দৃশ্যটি এমনভাবেই সাজিয়েছেন যাতে অসম্মান করা হয় শিখ ধর্মকে। এমন একটি দৃশ্য শিখ সম্প্রদায়ের মধ্যে সংবেদনশীলতা তো সৃষ্টি করবেই পাশাপাশি ওই বিশেষ ধর্মের বিরুদ্ধে মানুষকে প্ররোচিত করবে, এমনটাই অভিযোগ করেছেন বগ্গা।
আরও পড়ুন: অনলাইনে ফাঁস হল ‘সেক্রেড গেমস টু’-এর সমস্ত এপিসোড
ভারতীয় দণ্ডবিধি ও তথ্যপ্রযুক্তি আইন মিলিয়ে মোট পাঁচটি ধারায় অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে-- ২৯৫-এ (ধর্মীয় বস্তু নষ্ট), ১৫৩, ১৫৩-এ (ধর্মে আঘাত), ৫০৪ (শান্তি বিঘ্নের প্ররোচনা) এবং ৫০৫ (গুজব ছড়ানো)। এর পাশাপাশি, অবিলম্বে সিরিজ থেকে ওই বিশেষ দৃশ্যটি সরিয়ে নেওয়ার দাবি জানিয়ে নেটফ্লিক্স-কে একটি সতর্কবার্তা দিয়েছেন আকালি দল সাংসদ মনজিন্দর সিং সিরসা।