SRK-Deepika Padukone FIR: বিনা মেঘে বজ্রপাত! শাহরুখ-দীপিকার বিরুদ্ধে দায়ের FIR

Shah Rukh Khan Deepika Padukone: ভরতপুর পুলিশ শাহরুখ খান, দীপিকা পাড়ুকোনসহ আরও কয়েকজন অভিনেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। তাঁদের বিরুদ্ধে কীসের অভিযোগ?

Shah Rukh Khan Deepika Padukone: ভরতপুর পুলিশ শাহরুখ খান, দীপিকা পাড়ুকোনসহ আরও কয়েকজন অভিনেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। তাঁদের বিরুদ্ধে কীসের অভিযোগ?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

FIR দায়ের শাহরুখ-দীপিকার বিরুদ্ধে

FIR against SRK-Deepika: একদিকে আরিয়ানেক ডেবিউ প্রজেক্ট নিয়ে উত্তেজিত ড্যাডি কুল শাহরুখ তো অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় মেয়ের মুখ ফাঁস হয়ে যাওয়ায় রেগে আগুন দীপিকা পাডুকোন। আর ঠিক সেই সময়ই একসঙ্গে মহাবিপদে শাহরুখ-দীপিকা। দুই সুপারস্টারের বিরুদ্ধে দায়ের হল এফআইআর। ভরতপুর পুলিশ শাহরুখ খান, দীপিকা পাড়ুকোনসহ আরও কয়েকজন অভিনেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। অভিযোগের সূত্রপাত এক ক্রেতার গাড়ি নিয়ে চলা দীর্ঘদিনের সমস্যাকে কেন্দ্র করে।

Advertisment

অভিযোগকারী কীর্তি সিং পেশায় অ্যাডভোকেট। ২০২২ সালে হরিয়ানার সোনিপতের এক ডিলারশিপ থেকে ২৩,৯৭,৩৫৩ টাকায় হুন্ডাই আলকাজার ২০২২ মডেলের গাড়িটি কিনেছিলেন। ৫০ বছর বয়সী ওই ব্যক্তির অভিযোগ, গাড়ি কেনার পর থেকেই নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ভরতপুরের মথুরা গেট থানায় দায়ের হওয়া এফআইআরে প্রতারণা, বিশ্বাসভঙ্গ এবং অপরাধমূলক ষড়যন্ত্রের ধারায় শাহরুখ খান ও দীপিকার বিরুদ্ধে মামলা হয়েছে। কারণ তাঁরা হুন্ডাইয়ের 'ব্র্যান্ড অ্যাম্বাসেডর'।

আরও পড়ুনভাঙা হাতে বাদশাহী মেজাজে আইকনিক পোজ! জাতীয় পুরস্কার পেয়েই শাহরুখের বার্তা 'পপকর্ন নিয়ে তৈরি থাকুন...'

Advertisment

তিনি অভিযোগ করেছেন, গাড়ি কেনার সময় ডিলাররা তাঁকে আশ্বস্ত করেছিলেন এই গাড়িতে কোনও সমস্যা হবে না। আর সমস্যা হলে ডিলারশিপ দায়িত্ব নেবে। কিন্তু গাড়ি কেনার কিছুদিন পর থেকেই প্রযুক্তিগত ত্রুটি দেখা দেয়। কীর্তি সিং-এর বয়ান অনুযায়ী, গাড়ি চালানোর সময় গতি বাড়ালে বা ওভারটেক করতে গেলে কেঁপে ওঠে কিন্তু গতি বাড়ে না। সেই সঙ্গে ইঞ্জিন ম্যানেজমেন্ট সিস্টেমেও সমস্যা রয়েছে বলেও জানান। এই ক্রটির কারণে একাধিকবার কীর্তি সিং ও তাঁর পরিবার বিপদের সম্মুখীন হয়েছে।

আরও পড়ুন পুজোর আগেই প্রকাশ্যে রাজকন্যা দুয়ার মুখ! মেয়ের ভিডিও ভাইরাল হতেই কী বললেন দীপিকা?

আরও দাবি করেন, ডিলাররা পরে তাঁকে জানায় এটি হুন্ডাই কোম্পানির তৈরি কারিগরি ত্রুটি যা কখনই পুরোপুরি সমাধান সম্ভব নয়। গাড়ি বদলানো বা সমস্যার স্থায়ী সমাধান চাইলে ডিলাররা কোনওরকম সহায়তা করেননি। তাঁর অভিযোগ, ডিলাররা আগে থেকেই ত্রুটির কথা জানতেন। ইচ্ছে করেই তা গোপন রেখে গাড়িটি বিক্রি করা হয়েছে। অভিযোগকারী কীর্তি সিং-য়ের দাবি, এই ঘটনায় তিনি আর্থিক, শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং এখনও গাড়ির ঋণের কিস্তি শোধ করছেন। কোনও উপায় না দেখে অগত্যা পুলিশের দ্বারস্থ হয়েছেন।

deepika padukone Shah Rukh khan