/indian-express-bangla/media/media_files/2025/08/02/cats-2025-08-02-10-41-22.jpg)
Shah Rukh Khan National Award For Jawan: দীর্ঘ তিন দশকের বেশি সময় ইন্ডাস্ট্রির রাজপাট সামলাচ্ছেন বলিউড বাদশা শাহরুখ খান। ২০২৩ সালের ব্লকবাস্টার মুভি জওয়ান–এ অসাধারণ অভিনয়ের জন্য সেরা অভিনেতার জন্য প্রথমবার কিং খানের ঝুলিতে এল জাতীয় পুরস্কার। ৭১ তম জাতীয় পুরস্কারের মঞ্চে কিং খানের প্রথমবার জাতীয় পুরস্কারপ্রাপ্তি নিঃসন্দেহে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী।
৩০ বার ফিল্মফেয়ার পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন আর প্রাপ্তিযোগ ১৪ বার। এছাড়াও শাহরুখ খান ইতিপূর্বে একগুচ্ছ পুরস্কার জিতেছেন। একজন শিল্পী হিসেবে অপেক্ষা ছিল জাতীয় পুরস্কারের। দীর্ঘ ৩৩ বছরের কেরিয়ারে অবশেষ হল সেই স্পপ্নপূরণ। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওবার্তায় নিজের আবেগ ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন শাহরুখ। দোসর ভাঙা হাতে আইকনিক পোজ। কী বললেন 'জওয়ান' শাহরুখ?
টিম জওয়ান, পরিবার, ভক্তদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আবেগমিশ্রিত বার্তায় কিং খান বললেন, 'জাতীয় পুরস্কার প্রাপ্তি আমার জীবনের এমন একটি মুহূর্ত, যা আমি আজীবন মনে রাখব। জুরি, চেয়ারম্যান, তথ্য ও সম্প্রচার মন্ত্রক এবং যাঁরা মনে করেছেন আমি এই সম্মানের যোগ্য তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ। ধন্যবাদ জানাতে চাই রাজু স্যার, সিড এবং বিশেষ করে অ্যাটলি স্যার ও তাঁর টিমকে জওয়ান ছবিতে আমাকে সুযোগ দেওয়ার জন্য এবং বিশ্বাস করার জন্য। আমার টিম ও ম্যানেজমেন্টের কথা না বললেই নয়। এই পুরস্কার তাঁদের ভালোবাসা ও অধ্যবসায় ছাড়া সম্ভব হতো না।'
আরও পড়ুন
Thank you for honouring me with the National Award. Thanks to the jury, the I&B ministry… Iss samman ke liye Bharat Sarkar ka dhanyawaad. Overwhelmed with the love showered upon me. Half a hug to everyone today…. pic.twitter.com/PDiAG9uuzo
— Shah Rukh Khan (@iamsrk) August 1, 2025
পরিবারের উদ্দেশে বলেন, 'আমার স্ত্রী ও সন্তানরা আমাকে অতিরিক্ত ভালবাসা ও যত্নে আগলে রেখেছেন। যেন আমিই তাঁদের সন্তান। সিনেমার প্রতি আমার প্রেম-ভালবাসা আমাকে ওঁদের থেকে অনেকটা সময় আমাকে দূরে রাখে তবুও সবটা হাসিমুখে মেনে নেয়। এজন্য আমি চিরকৃতজ্ঞ।'
ভক্তদের ধন্যবাদ জানিয়ে কিং খানের বার্তা, 'আমার ভক্তরা যাঁরা স্ক্রল করতে করতে আমায় দেখে একটুখানি থেমে যান তাঁদের প্রতি আমার ভালবাসা। এই পুরস্কার আপনাদের জন্য। হ্যাঁ, আমি হাত মেলে আপনাদের ভালবাসা ফিরিয়ে দিতে চাই কিন্তু এখন একটু অসুস্থ। তবে চিন্তা করবেন না, পপকর্ন নিয়ে তৈরি থাকুন। খুব শীগ্রই আবার পর্দায় ফিরছি। আপাতত এক হাতেই তৈরি।'
আরও পড়ুন 'কিং'-এর সেটে আহত খোদ কিং খান, কেমন আছেন শাহরুখ? উদ্বিগ্ন ভক্তরা
বাদশার বাদশাহী উপলব্ধি, 'জাতীয় পুরস্কার শুধু একটি অর্জন নয়, এটি একটি বার্তা যা আমাকে সবসময় মনে করিয়ে দেবে সামনে এগিয়ে যেতে কঠোর পরিশ্রম করতে হয়। সৃষ্টি করতে এবং সিনেমার সেবা করতে হয়। এই পুরস্কার আমার কাছে একটি রিমাইন্ডার যে অভিনয় শুধুই কাজ নয় এটি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। পর্দার সামনে নিজেকে মেলে ধরার অঙ্গীকার।'
আরও পড়ুন রোম্যান্স থেকে ধুঁয়াধার অ্যাকশন, সুপারস্টারের 'বাদশাহী' ছবি দেখলে তাজ্জব বনে যাবেন