Ed Summons Actors: অবৈধ কাণ্ডে যুক্ত! ভারতীয় সিনেমার ৪ সুপারস্টারকে তলব ED - র

Actors Summoned by ED: যদিও এইবার প্রথম নয়। মার্চ মাসো তেলেঙ্গানা পুলিশ এই চারজন এবং প্রভাবশালীদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে অবৈধ এবং জুয়া প্রচারের জন্য মামলা দায়ের করেছিল।

Actors Summoned by ED: যদিও এইবার প্রথম নয়। মার্চ মাসো তেলেঙ্গানা পুলিশ এই চারজন এবং প্রভাবশালীদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে অবৈধ এবং জুয়া প্রচারের জন্য মামলা দায়ের করেছিল।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
ed

ডেকে পাঠাল ইডি...

সপ্তাহের শুরুতেই অভিযোগের পাহাড় ৪ সাউথ ইন্ডিয়ান অভিনেতার বিরুদ্ধে। ডেকে পাঠাল ইডি। তাদের অপরাধ কি? দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রির ৪ সুপারস্টার, বিজয় দেবারাকোন্ডা, প্রকাশ রাজ, রানা দাগ্গুবাটির বিরুদ্ধেই এসেছে অভিযোগ। কী এমন করেছেন তাঁরা? আর্থিক তছরুপের মামলায় জিজ্ঞাসাবাদ করতেই তাঁদের ডেকে পাঠিয়েছে ED।

Advertisment

তাঁদের ছাড়া ডেকে পাঠানো হয়েছে লক্ষ্মী মাঞ্চুকে। তদন্তকারী সংস্থা সম্প্রতি, ৪ সেলিব্রিটির বিরুদ্ধে অবৈধ অনলাইন ব্যাটিং এবং জুয়ার সাথে যুক্ত একটি মামলা দায়ের করেছে। সূত্র মারফত আর কী কী জানা যাচ্ছে? ইডি রানাকে, ২৩ শে জুলাই হায়দ্রাবাদের, জোনাল অফিসে হাজির হতে বলেছে। অন্য দিকে বিজয় দেবারাকোন্ডা, যিনি শেষ কিছুদিন মশার কামড়ে অসুস্থ হয়ে, সমস্যায় পড়েছিলেন, হাসপাতালে ভর্তি ছিলেন তিনি নাকি বাড়ি ফিরেছেন। সেই শরীরে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে।

Pratyusha Banerjee: 'ওর বাবাই ওকে মদ খাওয়াত', প্রয়াত বাঙালি অভিনেত্রীর কু-অভ্যাসের কথা ফাঁস করলেন অভিযুক্ত প্রেমিক

Advertisment

অভিনেতাকে ৬ই আগস্ট হাজিরা দিতে বলা হয়েছে। অন্যদিকে প্রকাশ রাজকে যেতে বলা হয়েছে ৩০ জুলাই। অভিযোগ এমনি, 'অনলাইন অবৈধ বেটিং অ্যাপ এবং অবৈধভাবে পয়সা রোজগার'। তাঁরা এই সমস্ত অ্যাপের হয়ে প্রচার চালিয়েছেন। জানা যাচ্ছে, প্রিভেনশন অফ মানিলন্ডেরিং অ্যাক্টের আওতায়, সমস্ত অভিনেতাদের বয়ান রেকর্ড করা হবে সিবিআই আধিকারিকদের সামনে। সরকারি সূত্র অনুযায়ী, পিটিআই এ প্রকাশিত খবরে জানানো হয়েছে, বেআইনি বেটিং এবং জুয়ার মাধ্যমে কোটি কোটি টাকার তহবিল তৈরি করেছে এই প্লাটফর্ম গুলি। এবং কোটি কোটি টাকার প্রতারণাও করা হয়েছে। অভিনেতাদের ছাড়াও, মামলা দায়ের করার জন্য ED এর তরফে পাঁচটি রাজ্য পুলিশকে FIR দায়ের করতে বলেছে। সব মিলিয়ে মামলা বেশ ঘটালো।

Paresh Rawal: নিজের মুত্র নিজেই পান করেন, চূড়ান্ত ট্রোলিং-র মুখে অভিনেতা, সাফাই গাইলেন। 'আমি বাকিদের দিয়ে খাইনি তাই...'

যদিও এইবার প্রথম নয়। মার্চ মাসো তেলেঙ্গানা পুলিশ এই চারজন এবং প্রভাবশালীদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে অবৈধ এবং জুয়া প্রচারের জন্য মামলা দায়ের করেছিল। পনিন্দ্র শর্মা নামে এক ব্যবসায়ীর আবেদনের ভিত্তিতে হায়দ্রাবাদের মিয়াপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলেই জানা যাচ্ছে।

ED Entertainment News Entertainment News Today Vijay Deverakonda