/indian-express-bangla/media/media_files/2025/10/31/actor-2025-10-31-11-30-43.jpg)
চলে গেলেন অভিনেতা
হলিউডের প্রাক্তন শিশু অভিনেতা, ফ্লয়েড রজার মায়ার্স জুনিয়র আর নেই। ‘দ্য ফ্রেশ প্রিন্স অফ বেল-এয়ার’ এবং ‘দ্য জ্যাকসনস: অ্যান আমেরিকান ড্রিম’-এ অভিনয়ের জন্য পরিচিত এই অভিনেতা ৪২ বছরে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।
তার মা রেনি ট্রাইস টিএমজেড-কে জানিয়েছেন, ২৯ অক্টোবর ভোরে মেরিল্যান্ডের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মায়ার্সের মৃত্যু হয়। মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও ছেলের সঙ্গে কথা বলেছিলেন তিনি। জানা গেছে, গত তিন বছরে মায়ার্স তিনটি হার্ট অ্যাটাকের শিকার হয়েছিলেন।
Jemimah Rodrigues: ১২৭...নট আউট, 'দুরন্ত' জেমাইমা-কে হিরো স্বীকারোক্তি অভিনেতার
১৯৯২ সালে ‘দ্য ফ্রেশ প্রিন্স অফ বেল-এয়ার’-এ তরুণ উইল স্মিথের ভূমিকায় প্রথম নজরে আসেন মায়ার্স। একই বছর টিভি সিনেমা ‘দ্য জ্যাকসনস: অ্যান আমেরিকান ড্রিম’-এ ছোটবেলার মারলন জ্যাকসনের চরিত্রে অভিনয় করেন তিনি। পরে ২০০০ সালে ‘ইয়াং আমেরিকানস’-এর একটি পর্বে দেখা যায় তাকে। শুধু অভিনেতা নন, তিনি ছিলেন ‘দ্য ফেলোশিপ মেনস গ্রুপ’-এর সহ-প্রতিষ্ঠাতা, যার লক্ষ্য ছিল পুরুষদের নেতৃত্ব, মানসিক সুস্থতা ও ব্যক্তিগত উন্নতির পথে এগিয়ে নেওয়া।
মায়ার্স চার সন্তানের জনক ছিলেন। তার বোন টাইরি ট্রাইস তাঁর অন্ত্যেষ্টিক্রিয়ার খরচের জন্য 'GoFundMe' সংগ্রহ অভিযান শুরু করেছেন। সেখানে তাকে "নিবেদিতপ্রাণ বাবা, স্নেহভাজন ভাই, বন্ধু এবং অসাধারণ মানবিক গুণের মানুষ" বলে স্মরণ করা হয়েছে। মায়ার্সের মা ফেসবুকে ছেলের সঙ্গে তার চার সন্তানের ছবি শেয়ার করে লিখেছেন, "এটা এমন হওয়ার কথা ছিল না।"
রিলের আড়ালে রিয়েল গল্প, বলিউডের ইতিহাসে ৭টি চমকে যাওয়া অজানা ইতিহাস
তার সংগঠনও মর্মস্পর্শী বার্তায় শ্রদ্ধা জানিয়ে লিখছেন, “চলে গেলে ও বেঁচে থাকবে আমাদের হৃদয়ে। তোমার সম্মানে আমাদের পথচলা জারি থাকবে। ভালোবাসি ভাই, শান্তিতে থেকো।”
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

 Follow Us
 Follow Us