/indian-express-bangla/media/media_files/2025/10/31/kareena-jemimah-rodrigues-2025-10-31-10-30-54.jpg)
কে কী বললেন তাকে...
Jemimah Rodrigues: ১২৭... নট আউট! মহিলা ক্রিকেটের ইতিহাসে এমন ঘটনা দেখা যায়নি আগে। এভাবে যে রান চেজ করা যায়, সেটা বোধহয় জেমাইমা-কে না দেখলে বোঝা সম্ভব না। এভাবে মাঠে দাঁড়িয়ে থেকে ক্যাঙ্গারু বধ- নেহাতই সোজা কথা না। জেমিমা দেখিয়ে দিলেন কী করে জেতা যায়। নানা স্পেসিফিক শট, আর তার সঙ্গে পিওর ক্লাস, সব মিলিয়ে যেন এক্সট্রাঅরডিনারি খেলা।
মেয়েদের এটা করতে নেই, মেয়েদের রাত করে বেরতে নেই- এদিকে গতকাল একটা গোটা স্টেডিয়াম শুধু এটাই দেখল, মেয়েদের জয়যাত্রা। ব্যাট হাতে একটা মেয়ে দেখিয়ে দেল তাঁদের আটকানো সম্ভব না। আর গতকাল, তাঁদের এই জয়, দেখে উৎফুল্ল বলিউড তারকারা। তাঁদের যেন আনন্দের সীমা নেই। কে কে এই খেলা দেখে আহ্লাদে আটখানা? মেয়েদের জয়গান গাইছেন তারা।
Shah Rukh Khan Top 5 Films Re-release: ৬০-এ পা শাহরুখের, কিং খানের জন্মদিনে কোন টপ ৫ ছবি রি-রিলিজ করছে?
/indian-express-bangla/media/post_attachments/c88e2321-277.png)
জেমিমার খেলা দেখে মুগ্ধ অভিনেত্রী করিনা কাপুর খান। অভিনেত্রী এমনিতেও, উইনিসেফের ব্র্যান্ড আম্বাসডার হিসেবে করিনা মাঠে-ও গিয়েছিলেন। তাই তো জেমি-কে এহেন খেলতে দেখে, তিনি সোজাসুজি লিখলেন, "জেমাইমা, তোমায় সেলাম ঠুকলাম। তুমি ফ্যান্টাস্টিক। অনেক ভালবাসা রইল।" এদিকে, এক কন্যা সন্তানের পিতা বরুন ধাওয়ান, তিনি কী বলছেন?
/indian-express-bangla/media/post_attachments/72b8f110-d40.png)
অভিনেতা স্টার প্লেয়ারের ছবি শেয়ার করে লিখলেন, "এই মহিলা-ই আমার হিরো।" আনন্দে আত্মহারা অভিনেতা। এখানেই শেষ না। বাংলার অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়, তিনিও সমাজ মাধ্যমে সেই ম্যাচের ছবি শেয়ার কল্রে লিখছেন, "যাক! এই হল খেলা, দেখতেও ভাল লাগে।"
Jaya Ahsan: সত্যিই বয়স বাড়ে না জয়ার? পুরনো ছবি প্রকাশ্যে আসতেই হইচই
অন্যদিকে, খেয়াল করলে দেখা যাবে, বলিউডের আরেক অভিনেত্রী শর্বরী, তিনি জানিয়ে দিয়েছেন এবার ফাইনালের খেলা দেখতে চান তিনি। যাতে ভারতের নারীবাহিনী জয়লাভ করে, সেটাই দেখতে চান তিনি।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us