New Update
/indian-express-bangla/media/media_files/2024/11/03/TfBXa4ceC0EBBtb5Hc3x.jpg)
কার্তিককে কড়া নির্দেশ! Photograph: (ফাইল)
Kartik Aaryan: জানা যাচ্ছে,ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ বলিউড অভিনেতাকে কড়া নির্দেশ জারি করে, অভিনেতাকে এক আজাদি অনুষ্ঠান থেকে সরে আসার দাবি জানিয়েছে।
কার্তিককে কড়া নির্দেশ! Photograph: (ফাইল)
Kartik Aaryan-Bollywood: বিতর্ক যেন পিছু ছাড়ছে না কার্তিক আরিয়ানের। এবং এবার তিনি বেজায় ফেঁসেছেন। বিশেষ করে, তাঁর বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, সেটি সাংঘাতিক। ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ এর তরফে জারি করা হয়েছে একটি নির্দেশ। কড়া ভাষায় তাঁকে কী জানানো হয়েছে? কেনই বা সিনে অ্যাসোসিয়েশনের নজরে পড়েছেন তিনি? ঘটনা কী ঘটেছে?
জানা যাচ্ছে,ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ বলিউড অভিনেতাকে কড়া নির্দেশ জারি করে, অভিনেতাকে এক আজাদি অনুষ্ঠান থেকে সরে আসার দাবি জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের হিউস্টনে আসন্ন আজাদি উৎসবে নাকি যোগ দেওয়ার কথা ছিল তাঁর। জানা যাচ্ছে, যে অনুষ্ঠানে তাঁর যোগ দেওয়ার কথা ছিল, সেটি নাকি পাকিস্তানি মালিকানাধীন কোনও সংস্থার তরফে আয়োজন করা হয়েছিল। কী লেখা আছে বিবৃতিতে?
Actor Death News: দীর্ঘদিনের লড়াই শেষ, না ফেরার দেশে ভারতীয় সিনেমার কিংবদন্তি
"গভীর উদ্বেগ এবং দায়িত্ববোধ থেকে, আমরা – ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (FWICE) – ২০২৫ সালের ১৫ আগস্ট, যুক্তরাষ্ট্রের হিউস্টনে অনুষ্ঠিত ‘আজাদি উৎসব – দ্য ইন্ডিপেন্ডেন্স ডে’ শীর্ষক অনুষ্ঠানে আপনার নির্ধারিত অংশগ্রহণের বিষয়ে আপনাকে অবহিত করছি। সংযুক্ত পোস্টার অনুযায়ী, আপনাকে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দেখানো হয়েছে। যদিও এই ধরনের অনুষ্ঠান প্রবাসী ভারতীয়দের জন্য গর্ব এবং সাংস্কৃতিক পরিচয় উদযাপনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তবে, দুঃখজনকভাবে আমরা আপনাকে জানাতে বাধ্য হচ্ছি যে, উক্ত অনুষ্ঠানটি আয়োজন করছে আগা’স রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাটারিং, যা জনাব শওকত মারেদিয়ার মালিকানাধীন একটি পাকিস্তানি মালিকানাধীন প্রতিষ্ঠান।"
Kishore Kumar: 'উনি আর বাঁচবেন না..', মৃত্যুর ৭ বছর আগেই নির্মম সত্যে…
চিঠিতে তারা আরও উল্লেখ করেছে যে একই রেস্তোঁরা ১৪ আগস্ট, ২০২৫ তারিখে পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপনের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করছে। এই কারণেই কার্তিককে সেই অনুষ্ঠান থেকে সরে আসার দাবি জানানো হয়েছে। কিন্তু, অভিনেতা কি সত্যিই এই অনুষ্ঠানে যোগ দিচ্ছিলেন? প্রসঙ্গে তাঁর টিম একটি বিবৃতি জারি করেছে। কী লেখা তাতে?
ANI-সুত্রে খবর, "কার্তিক আরিয়ান এই অনুষ্ঠানের সঙ্গে কোনোভাবেই যুক্ত নন। তিনি এতে অংশগ্রহণ করছেন- এমন কোনো আনুষ্ঠানিক ঘোষণা কখনও করা হয়নি। আমরা আয়োজকদের সঙ্গে যোগাযোগ করেছি এবং তাদের অনুরোধ করেছি যেন সমস্ত প্রচারসামগ্রী থেকে তাঁর নাম ও ছবি সরিয়ে ফেলা হয়।"