/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/04/purab-kohli-759.jpg)
পূরব কোহলি। ফোটো- ইনস্টাগ্রাম
বিশ্ব আক্রান্ত করোনাভাইরাসে। লকডাউন হয়েছে বহু দেশে, তবু আটকানো যায়নি কোভিড-১৯ ভাইরাসের দাপট। ইতিমধ্যেই করোনার থাবা পড়েছে বলিউডে। আক্রান্তের তালিকায় প্রথমেই ছিলেন কণিকা কাপুর। এদিকে লন্ডনে করোনায় আক্রান্ত ছিলেন এবার এমন খবরই জানালেন অভিনেতা পূরব কোহলি এবং তাঁর পরিবার।
আরও পড়ুন, লকডাউনে বাড়িকে বানালেন ‘চিড়িয়াখানা’, অভিনেত্রীর অভিনব উদ্যোগে চোখ কপালে নেটিজেনদের!
মঙ্গলবার নিজের অসুস্থতার খবর সোশাল মিডিয়ায় পোস্ট করেন বলিউডের এই অভিনেতা। তিনি বলেন যে তিনি এবং তাঁর স্ত্রী ও দুই সন্তান ইনায়া এবং ওসিয়ানের দেহে করোনাভাইরাসের লক্ষণ খুঁজে পেয়েছেন তাঁদের চিকিৎসক। যদিও তিনি কোভিড-১৯ ভাইরাসেই আক্রান্ত কি না তা পরিস্কার করে জানাননি অভিনেতা। ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে তিনি বলেন, "আমাদের সবারই খুব জ্বর ছিল। এছাড়াও কাশি এবং শ্বাসকষ্টজনিত সমস্যাও হচ্ছিল। আমরা আমাদের লক্ষণগুলি ডাক্তারকে জানানোর পর উনি বলেন আমরা করোনাভাইরাসে আক্রান্ত।"
আরও পড়ুন, বলিউডের তৃতীয় আক্রান্ত শাজার বোন অভিনেত্রী জোয়া মোরানি
তবে অসুস্থতার ব্যাপারে কোনওরকম রাখঢাক না রেখেই অভিনেতা পূরব বলেন, "আমরা ফোনে ফোনে সবসময় যোগাযোগ রেখে চলেছি ডাক্তারের সঙ্গে। আমাদের পরিচিত কয়েকজনের এমন হয়েছে। তবে গত সপ্তাহের বুধবার আমরা স্বেচ্ছা আইসোলেশন থেকে বেরিয়ে এসেছি। এখন আর সংক্রমণের ভয় নেই।"
করোনা মোকাবিলা করতে বেশ কিছু টিপস ও দিয়েছেন পূরব। তিনি জানিয়েছেন, "আমরা প্রতিদিন ৪ থেকে ৫ বার স্টিম নিতাম আর নুন জলে গার্গল করতাম। গলার ব্যাথা কমানোর জন্য আদা-হলুদ-মধু খেতাম। গরম জলের বোতল রাখতাম বুকের উপর। এটা খুবই আরামদায়ক ছিল। গরম জলে স্নানও করতাম। তবে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন তা হল বিশ্রাম। দু'সপ্তাহ বাদে এখন অনেকটা ভালো লাগছে।"
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন