Govinda-Sunita Ahuja: কেন গোবিন্দার বিরুদ্ধে ডিভোর্স মামলা করেন সুনীতা? প্রকাশ্যে তারকা দম্পতির অন্দরের কাহিনি

Govinda Wife Sunita Ahuja filed Divorce: গোবিন্দা-সুনীতা আহুজার বিচ্ছেদ গুঞ্জন একটা সময় ছিল পেজ ৩-এর চর্চিত টপিক। অভিনেতার স্ত্রী নিজের ভ্লগেও এই বিষয়ে মুখ খুলেছেন। এর মাঝেই প্রকাশ্যে Hauterrfly এক্সক্লুসিভ তথ্য।

Govinda Wife Sunita Ahuja filed Divorce: গোবিন্দা-সুনীতা আহুজার বিচ্ছেদ গুঞ্জন একটা সময় ছিল পেজ ৩-এর চর্চিত টপিক। অভিনেতার স্ত্রী নিজের ভ্লগেও এই বিষয়ে মুখ খুলেছেন। এর মাঝেই প্রকাশ্যে Hauterrfly এক্সক্লুসিভ তথ্য।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
govinda sunita

কোন অভিযোগের ভিত্তিতে বিচ্ছেদ মামলা করেন সুনীতা?

Sunita Ahuja filed for Cheating Cruelty And Desertion: বলিউডের কমেডি কিং গোবিন্দা। পর্দায় তাঁর উপস্থিতি মানেই দর্শকের মুখে চওড়া হাসি। সম্প্রতি স্ত্রী সুনীতা আহুজার সঙ্গে বিবাহবিচ্ছেদ নিয়ে চর্চায় ছিলেন অভিনেতা। যদিও সেসব অখন অতীত। গোবিন্দা ঘরনি সুনীতা আহুজা একাধিক সাক্ষাৎকারে স্বামী ও সন্তানদের নিয়ে খোলামেলা কথা বলেছেন। নিজের ইউটিউব চ্যানেল শুরু করার ইঙ্গিত দিয়েছিলেন সুনীতা আহুজা। যেমন কথা তেমন কাজ। চণ্ডীগড়ের মন্দির থেক প্রথম ভ্লগ শেয়ার করেছিলেন সুনীতা। এরপর তারকা পত্নীর ভ্লগে উঠে এসেছে নানান ঘটনা। সুনীতা আহুজা  আরও একবার গোবিন্দার সঙ্গে ডিভোর্সের গুঞ্জন নিয়ে তাঁর ইউটিউব ভ্লগে মুখ খুলেছেন। তাঁর কথায়, 'যে বা যাঁরা আমার সংসার ভাঙার চেষ্টা করবেন মা কালীর তাঁদের যোগ্য শাস্তি দেবেন। কোনও মানুষকে দুঃখ দেওয়ার অধিকার কারও নেই।'

Advertisment

গোবিন্দা-সুনীতা বিচ্ছেদচর্চার মাঝে হটারফ্লাই (Hauterrfly) এক্সক্লুসিভভাবে এই সেলিব্রিটি দম্পতির বিবাহবিচ্ছেদের মামলার কিছু বিস্তারিত তথ্য জেনেছে। সুনীতা আহুজা ২০২৪ সালের ৫ ডিসেম্বর বান্দ্রা ফ্যামিলি কোর্টে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেন। অভিনেতার স্ত্রী হিন্দু ম্যারেজ অ্যাক্ট ১৯৫৫-এর ধারা ১৩ (১) (i), (ia), (ib)-এর আওতায় মামলা করেছেন। ডিভোর্সের কারণ হিসেবে পরকীয়া, নিষ্ঠুরতা, পরিত্যাগকে উল্লেখ করা হয়েছে। আদালত গোবিন্দাকে সমন পাঠালেও তিনি হাজিরা দেননি। ফলে ২০২৫ সালের মে মাসে শো-কজ নোটিশ জারি করা হয়। 

আরও পড়ুন মন্দির সংলগ্ন দোকান থেকে কেন একাধিক মদের বোতল কিনলেন গোবিন্দার স্ত্রী? দেখুন ভিডিও

Advertisment

এই বছরই সালের জুন মাস থেকে আদালত দম্পতির মধ্যে দূরত্ব মেটানোর চেষ্টা করছে। সুনীতা আহুজা নিয়মিত আদালতে হাজিরা দিলেও গোবিন্দাকে অনুপস্থিত। তবে অভিনেতা ভার্চুয়ালি কাউন্সেলিং সেশনে যোগ দিচ্ছেন কিনা সেটা অবশ্য জানা যায়নি। গোবিন্দা এবং সুনীতা আহুজার ডিভোর্স নিয়ে গুঞ্জন বেশ কিছুদিন ধরেই চলছে। সুনীতা যখন জানান গত ১২ বছর ধরে তিনি একাই নিজের জন্মদিন পালন করছেন তখন থেকেই বিচ্ছেদ গুঞ্জন দানা বাঁধে। যদিও তিনি বলেছিলেন, গোবিন্দার কাজের জন্য বাড়িতে সবসময়ই লোকের আনাগোনা লেগে থাকে। সন্তানের বড় হওয়ার জন্য সঠিক পরিবেশের প্রয়োজনের জন্যই তাঁরা আলাদা থাকেন। 

সুনীতার টিম এই গুঞ্জন নাকচ করলেও ২০২৫-এর ফেব্রুয়ারিতে গোবিন্দার টিম নিশ্চিত করে যে সুনীতা আহুজা ৬ মাস আগে বিবাহবিচ্ছেদের মামলা করেছিলেন। তবে তাঁরা একে অপরের সঙ্গে বিষয়টি মিটিয়ে নিয়েছেন এবং এখন আর ডিভোর্সের প্রশ্ন নেই। অন্যদিকে সুনীতা সংবাদমাধ্যমকে বলেছিলেন, তাঁর বা গোবিন্দার কাছ থেকে নিশ্চিত না হয়ে তাঁদের বিচ্ছেদ নিয়ে কোনও গুজব বিশ্বাস না করতে। হটারফ্লাই দাবি করেছে শুধু সূত্রের মাধ্যমেই এই তথ্য সংগ্রহ করেনি বরং প্রমাণস্বরূপ নথিও হাতে পেয়েছে। আর  ICYMI-এর তরফে এমন গুজবও শোনা যায় গোবিন্দা এক তরুণী মারাঠি অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। যদিও এই বিষয়ে তাঁরা কেউ কোনও মন্তব্য করেননি। 

আরও পড়ুন পাশে বসে থাকা সহযাত্রী তরুণীর কাঁধে..., বিমানে এ কী কাণ্ড ঘটালেন 'হিরো নম্বর ১' গোবিন্দা! ভাইরাল ভিডিও

Govinda Bollywood News