Govinda-Sunita Ahuja: মন্দির সংলগ্ন দোকান থেকে কেন একাধিক মদের বোতল কিনলেন গোবিন্দার স্ত্রী? দেখুন ভিডিও

Govinda wife Sunita Ahuja: নিজের ইউটিউব চ্যানেল শুরু করলেন গোবিন্দা ঘরনি সুনীতা আহুজা। মহাকালী মন্দিরের বাইরে দোকান থেকে বেশ কয়েকটি মদের বোতল কেন কিনলেন?

Govinda wife Sunita Ahuja: নিজের ইউটিউব চ্যানেল শুরু করলেন গোবিন্দা ঘরনি সুনীতা আহুজা। মহাকালী মন্দিরের বাইরে দোকান থেকে বেশ কয়েকটি মদের বোতল কেন কিনলেন?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

Sunita Ahuja-Royal Stag: বলিউডের কমেডি কিং গোবিন্দা। পর্দায় তাঁর উপস্থিতি মানেই দর্শকের মুখে চওড়া হাসি। সম্প্রতি স্ত্রী সুনীতা আহুজার সঙ্গে বিবাহবিচ্ছেদ নিয়ে চর্চায় ছিলেন অভিনেতা। যদিও সেসব অখন অতীত। গোবিন্দা ঘরনি সুনীতা আহুজা একাধিক সাক্ষাৎকারে স্বামী ও সন্তানদের নিয়ে খোলামেলা কথা বলেছেন। নিজের একটি ইউটিউব চ্যানেল শুরু করার ইঙ্গিত দিয়েছিলেন সুনীতা আহুজা। চণ্ডীগড়ের কয়েকটি মন্দির থেক প্রথম ভ্লগ শেয়ার করেছেন। সেই ভ্লগে কী দেখা যাচ্ছে?

Advertisment

আরও পড়ুন স্ত্রীর সঙ্গে বিচ্ছেদচর্চার মাঝেই দুঃসংবাদ, প্রিয়জনকে হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন গোবিন্দা

Advertisment

জঙ্গল ঘেরা এলাকায় অবস্থিত মহাকালী মন্দিরে যাওয়ার পর একটি মদের দোকান থেকে কয়েক বোতল মদ কেনেন। এরপর রওনা দেন পরবর্তী গন্তব্য কালের ভৈরব বাবা মন্দিরের উদ্দেশ্যে। দু'টি বোতল কেনার পর সুনিতা জানান, 'এই বোতলগুলো আমার জন্য নয়, বাবার জন্য।' তিনি আরও বলেন, 'ভাববেন না আমি নিজের জন্য কিনছি, এটা মন্দিরে পূজো দেওয়ার জন্য।' মজার ছলে সুনীতা যোগ করেছেন, 'সবাই ভাববে নিজের জন্য কিনেছি, কিন্তু এগুলো আমার জন্য নয়, ঈশ্বরের জন্য।'

আরও পড়ুন বিবাহবার্ষিকীর আগেই ভালবাসায় মাখামাখি, ডিভোর্স গুঞ্জন উড়িয়ে গোবিন্দার ঠোঁটে ঠোঁট সুনীতার

তিনি দর্শকদের মন্দিরের দৃশ্য দেখান এবং সেখানে মদের ভোগ দেন। এরপর পুরোহিত ও তাঁর ছেলের কাছে গোবিন্দা ঘরনি জানতে চান পুজায় মদ কী জন্য ব্যবহার হয়? তাঁরা জানান, 'বাবা এই মদ পান করে সব অশুভ শক্তিকে ধ্বংস করেন।' একই ভিডিওতে দেখা যায় সুনীতা আরও একটি মন্দিরে যান এবং জানান, কিশোরী বয়সে গোবিন্দার প্রেমে পড়ে তিনি প্রথম প্রার্থনা করেছিলেন যেন গোবিন্দার স্ত্রী হতে পারেন। স্মৃতিচারণ করে বলেন, দেবী তাকে স্বামী ও দুটি সুন্দর সন্তান দিয়ে আশীর্বাদ করেছেন। গোবিন্দা ও সুনীতাকে নিয়ে অতীতে বেশ কিছু মিথ্যা ঘটনা রটেছে, সেই গুজব নির্মূল করতেই ইউটিউব চ্যানেলের সূচনা বলে জানান সুনীতা আহুজা। 

আরও পড়ুন 'এমন কোনও মাই কা লাল...', গোবিন্দার সঙ্গে ডিভোর্স চর্চা নিয়ে হুঁশিয়ারি সুনীতার

Govinda Bollywood News