Salman Khan: 'বাড়ি ঢুকে সলমনকে খুন করে বোমা মেরে গাড়ি উড়িয়ে দেব', পুলিশের জালে আটক অভিযুক্ত কে?

Salman Khan Death Threat: সোমবার ফের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে সলমনকে। বাড়ি ঢুকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। ঘটনার তদন্তে মুম্বই পুলিশের জালে আটক অভিযুক্ত। কে এই ব্যক্তি?

Salman Khan Death Threat: সোমবার ফের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে সলমনকে। বাড়ি ঢুকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। ঘটনার তদন্তে মুম্বই পুলিশের জালে আটক অভিযুক্ত। কে এই ব্যক্তি?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
salman khan

সলমনকে হুমকিবার্তা দেওয়া যুবক আটক

Salman Khan Death Threat News Update:৩০ মার্চ সিলভার স্ক্রিনে মুক্তি পেয়েছে সলমন খান অভিনীত সিকন্দর। বক্স অফিসে ছবিটি বিশেষ সাড়া ফেলেনি। তবে ইদের দিন ভাইজানের বাড়ির সামনে ভিড় জমিয়েছিল ভক্তরা। বুলেট প্রুফ কাচের জানালার আড়ালে হাত নেড়ে অনুরাগীদের ইদের শুভেচ্ছা জানিয়েছিলেন। উৎসবের মরশুম কাটতেই ফের বিপদের ছায়া সলমনের জীবনে। সোমরে সকালেই ফের আতঙ্কিত খান পরিবার। মিডিয়া রিপোর্ট মোতাবেক, এবার হোয়াটসঅ্যাপে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে সলমনকে। তবে সরাসরি অভিনেতার নম্বরে নয়, মুম্বই ট্রাফিক পুলিশের হেল্পলাইন নম্বরে এই মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে। বলা হয়েছে, সলমনের বাড়িতে ঢুকে হত্যা করবেন। বোমা মেরে গাড়ি উড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশের জালে অভিযুক্ত। গুজরাটের ভাদোদরা জেলা থেকে আটক ২৬ বছরের যুবক ময়াঙ্ক পাণ্ডে। মঙ্গলবার পুলিশের তরফে জানানো হয়েছে ভাইজানকে খুনের হুমকি দেওয়া যুবক মানসিক ভারসাম্যহীন। 

Advertisment

মুম্বইয়ের ওরলি থানার পুলিশের তরফে ভারতীয় দ্বন্দ্ববিধির 351(2)(3) ধারায় মামলা রুজু করা হয়েছে। চতদন্তে সাহায্য করার নির্দেশ দেওয়া হয়েছে। মানসিক ভারসাম্যহীন হওয়ায় এখনও তাঁকে গ্রেফতার করা হয়নি। তবে খান পরিবারের বাইরে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। জেলা পুলিশের সুপার রোহন আনন্দ সাংবাদিকদের জানিয়েছেন, ভাদোদরার  Waghodia taluka-এর বাসিন্দা হুমকিবার্তা দেওয়া ওই যুবক। তিনি আরও বলেন, 'সোমবার মুম্বই পুলিশের একটি দল Waghodia police-র সঙ্গে মিলিতভাবে সন্দেহভাজন ওই ব্যক্তির বাড়িতে পৌঁছাই। ২৬ বছরের ওই যুবককে আটক করার পর জানা যায় উনি মানসিক ভারসাম্যহীন।' 

মুম্বইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে পরিবারের সঙ্গে থাকেন সলমন। গত বছর ১৪ এপ্রিল দুই অজ্ঞাতপরিচয় যুবক বাইকে চেপে বান্দ্রার অ্যাপার্টমেন্টের সামনে চার রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায়। সোশাল মিডিয়ায় বিষ্ণোই গ্যাংয়ের তরফে এই ঘটনার দায় স্বীকার করে নেওয়া হয়েছিল। ওই ঘটনা শোরগোল ফেলে দিয়েছিল মায়ানগরীতে। উল্লখ্য, গত দু'বছরে প্রায় পাঁচবার খুনের হুমকি পেলেন সল্লু মিয়া।  প্রাণনাশের হুমকি পেলেও অবলীলায় ঘুরে বেরাচ্ছেন সলমন। শুটিং করেন, ইদ সেলিব্রেট করেন ভাইজান। 

Advertisment

আরও পড়ুন: 'বোমা মেরে গাড়ি উড়িয়ে দেব-বাড়ি ঢুকে হত্যা করব', ইদ মিটতেই ফের প্রাণনাশের হুমকি সলমনকে

উল্লেখ্য, গত নভেম্বরেও মুম্বই ট্রাফিক কন্ট্রোল রুমের মাধ্যমে প্রাণনাশের হুমকি পেয়েছিলেন অভিনেতা। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের ১৮ সদস্যের বিরুদ্ধে মামলা রুজু রপা হয়েছিল। ভাইজানের নিরাপত্তা বাড়িয়ে ওয়াই প্লাস ক্যাটেগরির করে দেওয়া হয়। লাগাতার হুমকির জেরে সলমনের বান্দ্রার বাড়িও সংস্করণ করা হয়। ঘরের আনাচে কানাচে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। ২৪ ঘণ্টা নজরদারি চালানো হয়। 

আরও পড়ুন: হালখাতা না করে মুঠোফোনে চোখ! পয়লা বৈশাখে কোন ৭ টি বাংলা ওয়েব সিরিজ দেখবেন?

salman khan bollywood movie Bollywood News Bollywood Actor