Salman Khan Again Gets Death Threat: ৩০ মার্চ সিলভার স্ক্রিনে মুক্তি পেয়েছে সলমন খান অভিনীত সিকন্দর। বক্স অফিসে ছবিটি বিশেষ সাড়া ফেলেনি। তবে ইদের দিন ভাইজানের বাড়ির সামনে ভিড় জমিয়েছিল ভক্তরা। বুলেট প্রুফ কাচের জানালার আড়ালে হাত নেড়ে অনুরাগীদের ইদের শুভেচ্ছা জানিয়েছিলেন। উৎসবের মরশুম কাটতেই ফের বিপদের ছায়া সলমনের জীবনে। সোমরে সকালেই ফের আতঙ্কিত খান পরিবার।
মিডিয়া রিপোর্ট মোতাবেক, এবার হোয়াটসঅ্যাপে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে সলমনকে। তবে সরাসরি অভিনেতার নম্বরে নয়, মুম্বই ট্রাফিক পুলিশের হেল্পলাইন নম্বরে এই মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে। বলা হয়েছে, সলমনের বাড়িতে ঢুকে হত্যা করবেন। বোম্ব মেরে গাড়ি উড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। মুম্বই পুলিশ ইতিমধ্যেই মামলা দায়ের করেছে। ঘটনার তদন্ত করছে মুম্বই পুলিশ।
নববর্ষের আগেই নতুন হুমকি সলমনকে। গাড়িতে বোম্ব ফিট করে বাড়ি ঢুকে হত্যা করার হুঁশিয়ারি। তবে ব্যক্তিকে এখনও সনাক্ত করতে পারেনি মুম্বই পুলিশ। হোয়াটসঅ্যাপ মেসেজে এই হুমকি পেয়ে ফের চিন্তিত ভাইজান। মুম্বইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে পরিবারের সঙ্গে থাকেন সলমন। গত বছর ১৪ এপ্রিল দুই অজ্ঞাতপরিচয় যুবক বাইকে চেপে বান্দ্রার অ্যাপার্টমেন্টের সামনে চার রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায়।
সোশাল মিডিয়ায় বিষ্ণোই গ্যাংয়ের তরফে এই ঘটনার দায় স্বীকার করে নেওয়া হয়েছিল। ওই ঘটনা শোরগোল ফেলে দিয়েছিল মায়ানগরীতে। আতঙ্কিত হয়ে পড়েছিল সেলেবমহল। এরপরই সলমনের নিরাপত্তা আরও আঁটসাট করা হয়। তার মাঝেও মিলল খুনের হুমকি। উল্লখ্য, গত দু'বছরে প্রায় পাঁচবার খুনের হুমকি পেলেন সল্লু মিয়া।
আরও পড়ুন: হালখাতা না করে মুঠোফোনে চোখ! পয়লা বৈশাখে কোন ৭ টি বাংলা ওয়েব সিরিজ দেখবেন?
সোমবার সকালের ঘটনায় আরও একবার চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে মুম্বইয়ে। ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, হুমকি মেসেজের সূত্রধরকে খোঁজার জন্য তল্লাশি চালাচ্ছে মুম্বই পুলিশ। প্রসঙ্গত, প্রাণনাশের হুমকি পেলেও অবলীলায় ঘুরে বেরাচ্ছেন সলমন। শুটিং করেন, ইদ সেলিব্রেট করেন ভাইজান। উল্লেখ্য, গত নভেম্বরেও মুম্বই ট্রাফিক কন্ট্রোল রুমের মাধ্যমে প্রাণনাশের হুমকি পেয়েছিলেন অভিনেতা।
আরও পড়ুন: 'শুটিং সেটে আচমকা এক ব্যক্তি ঢুকে...', ভয়ংকর অভিজ্ঞতা ভাগ করলেন চাহাত খান্না
লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের ১৮ সদস্যের বিরুদ্ধে মামলা রুজু রপা হয়েছিল। ভাইজানের নিরাপত্তা বাড়িয়ে ওয়াই প্লাস ক্যাটেগরির করে দেওয়া হয়। লাগাতার হুমকির জেরে সলমনের বান্দ্রার বাড়িও সংস্করণ করা হয়। ঘরের আনাচে কানাচে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। ২৪ ঘণ্টা নজরদারি চালানো হয়। তার মাঝেও নতুন করে প্রাণনাশের হুমকি খান পরিবারে চিন্তা বাড়াল সে কথা বলাইবাহুল্য।