Actress Tragic life: অসুস্থ অভিনেত্রীর উপর মানসিক ও আর্থিক নির্যাতন! বিস্ফোরক অভিযোগ, 'হোটেলে আটকে রাখা হয় আমাকে..'

Actress Tragic life: এক পোস্টে তিনি বলেন, তাঁর অনুমতি ছাড়াই আর্থিক লেনদেন করা হয়েছে এবং অসুস্থ অবস্থায় তাঁকে চিকিৎসার পরিবর্তে একটি হোটেল কক্ষে আটকে রাখা হয়।

Actress Tragic life: এক পোস্টে তিনি বলেন, তাঁর অনুমতি ছাড়াই আর্থিক লেনদেন করা হয়েছে এবং অসুস্থ অবস্থায় তাঁকে চিকিৎসার পরিবর্তে একটি হোটেল কক্ষে আটকে রাখা হয়।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
women

যা বললেন অভিনেত্রী...

চীনা অভিনেত্রী ঝাও লুসি, যিনি 'হিডেন লাভ' এবং 'দ্য রোম্যান্স অব টাইগার অ্যান্ড রোজ'-এর মতো হিট সিরিজের জন্য জনপ্রিয়, তাঁর ম্যানেজমেন্ট সংস্থা গ্যালাক্সি কেইউ মিডিয়ার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন। ওয়েইবো-তে দেওয়া এক পোস্টে তিনি বলেন, তাঁর অনুমতি ছাড়াই আর্থিক লেনদেন করা হয়েছে এবং অসুস্থ অবস্থায় তাঁকে চিকিৎসার পরিবর্তে একটি হোটেল কক্ষে আটকে রাখা হয়।

অসুস্থ অবস্থায় সহায়তার পরিবর্তে অবহেলা

Advertisment

লাইভস্ট্রিমে ঝাও জানান, ২০২৩ সালের ডিসেম্বরে 'অলমোস্ট লাভার'-এর শুটিং চলাকালীন তাঁর শরীর এতটাই খারাপ হয় যে তিনি হাঁটাচলা ও কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলেন। তখনও তাঁর ম্যানেজমেন্ট তাকে অক্সিজেন সাপোর্টে রেখে শুটিং চালিয়ে যেতে বাধ্য করেছিল। তিনি দাবি করেন, "আমি অসুস্থ ছিলাম, আর ওরা আমাকে হাসপাতালে না নিয়ে হোটেলে আটকে রেখেছিল।" 

Mrunal Thakur Relationship Gossip: 'নজর লেগে যায়', ধনুশের সঙ্গে সম্প…

আর্থিক নিয়ন্ত্রণ ও হুমকির অভিযোগঃ 

ঝাও বলেন, তাঁর স্টুডিওর অ্যাকাউন্ট থেকে প্রায় ২.০৫ মিলিয়ন ইউয়ান (প্রায় $৩৫০,০০০) তুলে নেওয়া হয় এবং তাঁকে জোর করে একতরফা উপার্জন ভাগাভাগির চুক্তিতে সই করানো হয়। এমনকি তাঁর স্টুডিও ভেঙে দেওয়া হয় তাঁর সম্মতি ছাড়াই। তিনি অভিযোগ করেন, "যদি আমি মুখ খুলি, তাহলে আমায় ব্ল্যাক লিস্টেড করা হবে এমনটা জানানো হয়।"

অভ্যন্তরীণ নির্যাতনের চিত্রঃ 

Advertisment

একাধিক পুরনো পোস্ট ও সাক্ষ্য থেকে জানা গেছে, ২০১৯ সাল থেকেই ঝাও নানা মানসিক চাপ ও পেশাগত অবহেলার শিকার ছিলেন। ২০২২ সালে তাঁর বন্ধুকে পাঠানো একটি এসওএস বার্তার ভিত্তিতে জানা যায়, তিনি অ্যাফাসিয়া নামক একটি রোগে ভুগছিলেন, যা কথা বলার ক্ষমতা ক্ষুণ্ন করে। পরে তাঁর ঘনিষ্ঠ বন্ধু সং নানসি, স্টাইলিস্ট ও সহকারীরাও ম্যানেজমেন্ট কর্তৃক মানসিক নির্যাতনের কথা স্বীকার করেন।

Entertainment News: অভিযোগের কেন্দ্রে প্রিয়াঙ্কা! অক্ষয়ের বাড়ি ছেড়ে চলে যান টুইঙ্কল? মুখ খুললেন নির্মাতা

ঝাও লুসির এই সাহসী মন্তব্যের পর ভক্তরা তাঁর পাশে দাঁড়িয়েছেন, পুরনো প্রমাণ ও পোস্ট সামনে এনে সংস্থার বিরুদ্ধে সরব হচ্ছেন। গ্যালাক্সি কেইউ মিডিয়া এখনো এই অভিযোগের বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। 

hollywood Entertainment News Today