Mrunal Thakur-Bollywood: অভিনেত্রী ম্রুনাল ঠাকুর, বর্তমানে তার সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি 'সন অফ সর্দার ২'-এর সাফল্য উদযাপনে ব্যাস্ত। সেই ছবিতে তিনি অজয় দেবগনের বিপরীতে অভিনয় করেছেন। সম্প্রতি ইনস্ট্যান্ট বলিউডকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি নিজের পেশাগত লক্ষ্য এবং ব্যক্তিগত বিশ্বাস নিয়ে অকপটে কথা বলেন।
‘নজর’- এ বিশ্বাস করেন তিনি?
ম্রুনাল স্পষ্ট করে বলেন, তিনি ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলতে চান না। কারণ তাঁর নিজের পরিকল্পনাগুলি ভেস্তে যাক এটা তিনি চান না। তাঁর কথায়, "আমার এখনও অনেক কিছু অর্জন করা বাকি। কিন্তু আমি সেই লক্ষ্যগুলো পূরণ করার পরেই তাদের সম্পর্কে কথা বলতে চাই। আমি বিশ্বাস করি এই নজর লাগার বিষয়টা। খুব নজর লাগে মানুষের। এই ব্যাপারটা সত্যি বিশ্বাস করি। দুষ্ট চোখ অনেক সময় সবকিছু জিঙ্কস করে দেয়।"
Rajinikanth 'কেঁদে ফেলেছিলাম সেদিন', ২ টাকার বিনিময়ে মাল বয়েছেন সু…
ম্রুনাল আরও জানান, তার মতে, কারো ব্যক্তিগত বা পেশাগত জীবনের কতটা তথ্য জনসমক্ষে আসবে, তা নিজেই নিয়ন্ত্রণ করা জরুরি। বলেন, "কখনও কখনও আমরা না ভেবেই এমন কিছু শেয়ার করে ফেলি যা কিছু বিষয়কে নাড়িয়ে দেয়। আমি একটু অন্যরকম – আমি ভবিষ্যতের কাজ, রিলিজ বা প্ল্যান নিয়ে আগে থেকেই কিছু বলতে পছন্দ করি না।"
তিনি আরও বলেন, "অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন, আমি কীভাবে চাপ মোকাবিলা করি। সত্যি বলতে, আমি খুবই পজিটিভ একজন মানুষ। তাই আমাকে মানসিক চাপ নিয়ে কাজ করতে হয় না। এমনকি নতুন সিনেমা মুক্তির আগেও আমি নার্ভাস হই না।"
Entertainment News: অভিযোগের কেন্দ্রে প্রিয়াঙ্কা! অক্ষয়ের বাড়ি ছেড়ে চলে যান টুইঙ্কল? মুখ খুললেন নির্মাতা
ব্যক্তিগত জীবনে গুঞ্জনের কেন্দ্রবিন্দুতে ধনুশ
সম্প্রতি অভিনেতা ধনুশ ( Dhanush )-এর সঙ্গে একটি পার্টিতে দেখা যাওয়ার পর ম্রুনালের ব্যক্তিগত জীবনও মিডিয়ার নজরে চলে এসেছে। ধনুশ ‘সন অফ সর্দার ২’-এর স্ক্রিনিংয়েও উপস্থিত ছিলেন, যা গুজবকে আরও জোরালো করে তোলে। শোশা (নিউজ১৮) এর এক রিপোর্টে দাবি করা হয়, দু’জন এখন ডেট করছেন, যদিও তারা এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি। উল্লেখ্য, ধনুশ এর আগে ঐশ্বর্য রজনীকান্তকে বিয়ে করেছিলেন। দীর্ঘ ২০ বছরের দাম্পত্য জীবনের পর ২০২৪ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। কিন্তু, ছেলের বিশেষ অনুষ্ঠানে তাঁদের দেখা যায় একসাথে।