/indian-express-bangla/media/media_files/2025/10/17/hina-2025-10-17-13-37-01.jpg)
যা বললেন হিনা...
Hina Khan-Sonali Bendre: হিনা খান, যিনি সম্প্রতি ক্যানসারের সঙ্গে লড়াই করছেন, নানা প্রসঙ্গ তুলে আনেন তাঁর ভক্তদের সামনে। মাঝে মধ্যেই তিনি তাঁর জীবনের এমন কিছু তথ্য তুলে ধরেন, যা চোখে জল আনতে বাধ্য। বিশেষ করে তাঁর চুল। ক্যানসার ট্রিটমেন্টের প্রথম থেকেই তাঁর চুল উঠতে শুরু করে। এবং সেদিন থেকেই যেন আসল স্ট্রাগল বুঝলেন তিনি। হিনা, যে কতবড় যোদ্ধা, সেকথা তিনি বারবার প্রমাণ করেছেন। আর সম্প্রতি যে ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে চোখের জল বাধ মানছে না।
বলিপাড়ায় ক্যানসার আক্রান্ত অভিনেত্রী নেহাতই কম না। তাঁর মধ্যে সোনালী বেন্দ্রে উল্লেখযোগ্য। খেয়াল করলে দেখা যাবে, একই রিয়্যালিটি শোয়ে সোনালি এবং হিনা দুজনেই আছেন। সেদিন পতী-পত্নি ও পাঙ্গার সেটে হিনা কাঁদলেন কেন? কেনই বা টপ টপ করে জল পড়ল সোনালীর চোখ গড়িয়ে? আসলে সেদিন ফ্লোরে উপস্থিত ছিলেন এমন এক নারী, যার সাহসের সাবাশি দিতে হয়।
গানের মধ্যেই লুকোনো সুখবর, গায়কের প্রথম সন্তান আসছে
ক্যানসার আক্রান্তের পাশে থাকা, মানসিকভাবে তাঁদের সাপোর্টে থাকা, দৃঢ় থাকাও কিন্তু খুব দরকার। সেরকমই সেই কাজ করতে দেখা গেল, এক নারীকে। এবং তিনি তাঁর কাজের মাধ্যমেই সকলের চোখে জল এনে দিলেন। হিনা এবং সোনালী শুধু বসে বসে দেখলেন। তাঁদের চোখে জল। কী হয়েছে আসলে?
এক নারী, তাঁর বেশ লম্বা চুল। তিনি উপস্থিত ছিলেন সেখানে। তাঁকে বলতে শোনা যায়, আমি এতদিন চুল কাটিনি তাঁর একটাই কারণ, আমি চেয়েছিলাম যাতে এই চুল আমি ক্যানসার পেশেন্টদের দিতে পারি। এরপরই তিনি দায়িত্ব নিয়ে সেই চুল কাটতে দিলেন রুবিনাকে। হিনা এবং সোনালী তখন যেন চোখের সামনে দেখতে পেলেন পুরনো সেসব দিন- নিজেদের কেশ হারিয়ে তাঁদের আশ্রয় নিতে হয়েছিল পরচুলার আড়ালে।
Zubeen Garg Death: জুবিন গর্গ মামলায় বাকসায় ফের উত্তেজনা, সহিংসতার অভিযোগে দুজন গ্রেফতার
তারপর, হিনা এগিয়ে এলেন, সেই মহিলাকে জড়িয়ে ধরলেন। বললেন, "আপনারা জানেন না এই একটা চুল কত লোককে আনন্দ দিতে পারে। আমিও যে উইগ পড়ে রয়েছি, সেটাও কারওর না কারওর চুল। আমি জানি এর অর্থ কী।" সেই দৃশ্য দেখলে চোখে জল আসতে বাধ্য। এখানেই শেষ না। সোনালী বললেন , "তুমি তোমার নিজের চুল কেটে ছোট দিলে, তোমায় যেমন সুন্দর দেখাচ্ছে, ঠিক তেমনই তোমার মন আরও বেশি সুন্দর।"