Advertisment
Presenting Partner
Desktop GIF

বড়দিনেই সামনে আসছে 'হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী'-র ঝলক

রাজ্যের নাম বোম্বাগড়। রাজ্যের আছে এক রাজা হবুচন্দ্র। রাজা হবুচন্দ্র ও তার মন্ত্রী গবুচন্দ্র মিলে রাজ্যপাট সামলাচ্ছেন। আর আছেন রাণী কুসুমকুমারী। ছবির ট্রেলার মুক্তি পেতে চলেছে ২৫ ডিসেম্বর।

author-image
IE Bangla Web Desk
New Update
habuchandra-raja-gabuchandra-mantri

ছবির শুটিং ফ্লোরে শাশ্বত, অর্পিতা ও খরাজ। নিজস্ব চিত্র

ক্রিসমাসের ছুটিতেই সিনেমা হলে আসার কথা ছিল 'হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী'-র। সেটা পিছিয়ে গরমের ছুটিতে। তবে খুশির খবর বড়দিনেই আসছে রাজা এবং মন্ত্রীর ঝলক। রাজ্যের নাম বোম্বাগড়। রাজ্যের আছে এক রাজা হবুচন্দ্র। সে এক মজার দেশ। রাজা হবুচন্দ্র ও তার মন্ত্রী গবুচন্দ্র মিলে রাজ্যপাট সামলাচ্ছেন। আর আছেন রাণী কুসুমকুমারী। ছবির ট্রেলার মুক্তি পেতে চলেছে বুধবার অর্থাৎ ২৫ ডিসেম্বর।

Advertisment

প্রযোজক-অভিনেতা দেব টুইট করে জানিয়েছে আগামীকাল মুক্তি পাচ্ছে 'হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী'-র ট্রেলার। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের গল্প ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’ এবং ‘সরকার মশাইয়ের থলে’ অবলম্বনে তৈরি হচ্ছে এই ছবি।

আরও পড়ুন, গণতন্ত্রের নামে হিংসাকে প্ররোচনা দেওয়া কখনওই ঠিক নয়: সিএএ-র প্রতিবাদ প্রসঙ্গে কঙ্গনা

এর আগে ছবির টিজারেই বোঝা গিয়েছিল, দর্শকদের রূপকথার জগতে প্রবেশ করাতে চলেছেন ছবির টিম। যেখানে মুড়ি মিছরির দাম এক, অদ্ভুত বিচারব্যস্থা। চরিত্রদের লুকও সেই কথাই বলেছে। বলাই বাহুল্য, ছোটদের গল্প নিয়ে তৈরি পিরিয়ড ছবির জন্য মুখিয়ে রয়েছেন সকলে। চমকও রয়েছে, প্রথমবার ‘বাহুবলী’-র সেটে শুটিং হয়েছে কোনও বাংলা ছবির।

অনিকেত চট্টোপাধ্যায়ের পরিচালনায় ছবিতে রাজার চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায় ও দুষ্টু মন্ত্রীর ভূমিকায় খরাজ মুখোপাধ্যায়। রাণী অর্পিতা চট্টোপাধ্যায়। আরও এক মন্ত্রী শুভাশিস মুখোপাধ্যায়, গুরুদেব বরুণ চন্দ। এই ছবির সঙ্গীত পরিচালনা করছেন কবীর সুমন। সামনের বছর গরমের ছুটিতে মুক্তি পাচ্ছে 'হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী'

tollywood Dev saswata chatterjee arpita chatterjee Bengali Cinema
Advertisment