/indian-express-bangla/media/media_files/2025/09/27/images-2025-09-27-16-16-05.jpg)
সেন্সরের কোপ
Homebound Release: নিখাদ বন্ধুত্বের গল্প নিয়ে বড় পর্দায় মুক্তি পেয়েছে পরিচালক নীরজ ঘাওয়ানের নতুন ছবি হোমবাউন্ড। অস্কারের দৌড়ে এগিয়ে রয়েছে ঈশান খট্টর, বিশাল জেঠওয়া এবং জানভি কাপুর অভিনীত এই ছবি। ২৬ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে হোমবাউন্ড। প্রথমদিনেই বক্স অফিস আয়ের অঙ্ক ৩০ লাখ। অস্কারে মনোনয়ন পাওয়ার পরও সেন্সরের কোপের হাত থেকে রেহাই পেল না হোমবাউন্ড। মোট ১১ টি দৃশ্যে কাঁচি চালিয়েছে সেন্সর বোর্ড। ৭৭ সেকেন্ড ফুটেজ সহ ক্রিকেট ম্যাচ দৃশ্য থেকে ৩২ সেকেন্ড বাদ দেওয়া হয়েছে।
বলিউড হাঙ্গামা সূত্রে খবর, সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (CBFC)-এর এক্সামিনিং কমিটি (EC) ছবিটি নিয়ে একাধিক আপত্তি জানায়। যার ফলে বিষয়টি রিভাইজিং কমিটি (RC)-তে পৌঁছায়। অবশেষে ১২ সেপ্টেম্বর RC ছবিটিকে U/A 16+ সার্টিফিকেট দেয়। তবে শর্তসাপেক্ষে ১১টি পরিবর্তন আনার পরই এই সিদ্ধান্তে উপনীত হয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক কী কী পরিবর্তন আনা হয়েছে।
ছয়টি জায়গায় শব্দ মিউট বা পরিবর্তন, পাঁচ সেকেন্ডের একটি সংলাপ 'আলু গোবি…খাতে হ্যায়' সরিয়ে ফেলা, একজনের পুজো করার দুই সেকেন্ডের ভিজ্যুয়াল বাদ দেওয়া। ছবির ২১ মিনিটের মাথায় একটি সংলাপ মিউট করে অন্য শট বসানো হয়েছে এবং 'জ্ঞান' শব্দটি সরানো হয়েছে। সবচেয়ে বড় কাটছাঁট হয়েছে একটি গুরুত্বপূর্ণ ক্রিকেট ম্যাচ দৃশ্যে। যেখানে ৩২ সেকেন্ডের সংলাপ ও ভিজ্যুয়াল বাদ দিতে হয়েছে। এছাড়াও ১৬ সেকেন্ডের একটি দৃশ্য, ২০ সেকেন্ডের আরেকটি শট কেটে ফেলা হয়েছে এবং দুই সেকেন্ডের একটি সংলাপ মিউট করা হয়েছে। এমনকি চলন্ত একটি গাড়ির ভিজ্যুয়ালও CBFC-র নির্দেশ অনুযায়ী পরিবর্তন করা হয়েছে।
এই সব সংশোধনের পর ছবিটির দৈর্ঘ্য দাঁড়িয়েছে ১২২ মিনিট অর্থাৎ ২ ঘণ্টা ২ মিনিট। 'হোমবাউন্ড'-এর কাহিনি দুই বাল্যবন্ধুকে ঘিরে। যারা উত্তর ভারতের একটি ছোট গ্রাম থেকে উঠে এসে সম্মান ও মর্যাদা অর্জনের জন্য পুলিশ অফিসার হওয়ার স্বপ্ন দেখে। কিন্তু সেই স্বপ্ন পূরণের পথে যখন তাঁরা এগোতে থাকে তখনই হতাশা, সিস্টেমের বাধা এবং সংগ্রাম তাঁদের বন্ধুত্বকে কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন করে।
'হোমবাউন্ড' আন্তর্জাতিক স্তরে বিপুল প্রশংসা কুড়িয়েছে। কানের চলচ্চিত্র উৎসব, টরোন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল (TIFF)-এ সমাদৃত হয়েছে এবং এখন অস্কারে মনোনীত। প্রাণবন্ত গল্প বলার ধরণ, অসাধারণ অভিনয় এবং শৈল্পিক নির্মাণ এটিকে বিশ্ব চলচ্চিত্রে এক উজ্জ্বল সংযোজনেরূপে প্রতিষ্ঠা করেছে। মর্যাদাপূর্ণ পুরস্কার জয়ের ক্ষেত্রে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে নিঃসন্দেহে 'হোমবাউন্ড' উপযুক্ত।
আরও পড়ুন জুবিনের স্মৃতিতে মূর্তি স্থাপন, প্রয়াত গায়ককে সম্মান প্রদর্শনে আর কী পদক্ষেপ কোচবিহার পৌরসভার?