/indian-express-bangla/media/media_files/2025/09/27/cats-2025-09-27-10-38-37.jpg)
যশ চোপড়ার জন্মদিন
Yash Chopra: তিনি ছিলেন রোম্যান্সের রাজপুত্র। অমিতাভ বচ্চন থেকে ঋষি কাপুর শাহরুখ খানদের মতো সফল তারকাদের চাবিকাঠি ছিল তাঁরই হাতে। তিনি নান আদার দ্যান প্রয়াত কিংবদন্তি পরিচালক যশ চোপড়া। ২৭ সেপ্টেম্বর যশ চোপড়ার জন্মদিনে ফিরে দেখা তাঁর পুরনো এক সাক্ষাৎকার। যেখানে বলিউড ছবিকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ভাবনার কথা শেয়ার করেছিলেন। যশ চোপড়া বলেছিলেন, 'প্রতিটি মুহূর্তে কোথাও না কোথাও একটা প্রেমকাহিনি জন্ম নিচ্ছে। আমি ঠিক করেছিলাম আমার ছবিতে সেই প্রেমকে এক নতুন রূপ দেব।'
হিন্দি সিনেমার ফাদার অব রোম্যান্স হিসেবে খ্যাত এই কিংবদন্তি পরিচালক মানুষের আবেগের গভীরে পৌঁছে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। তাঁর কথায়, 'আমি এমন এক বিষয় নিয়েই ছবি বানাতে চাই যা কখনও পুরোনো হবে না, আর সেটা হল মানুষের আবেগ আর সম্পর্ককে এক সুতোয় বাঁধা।' কিন্তু যশ চোপড়া শুধু প্রেমের ছবির কারিগরই ছিলেন না, তিনি তারকাদেরও নতুনভাবে উপস্থাপন করেছিলেন। এর উজ্জ্বল দৃষ্টান্ত শাহরুখ খান। রোম্যান্টিক নায়ক হয়ে ওঠার গুরুত্ব বুঝিয়েছিলেন যশ চোপড়া। শাহরুখ এক সাক্ষাৎকারে বলেছিলেন, 'যশজি আমাকে বারবার বলতেন, যদি তুমি প্রেমিক চরিত্র না করো তাহলে তোমার কেরিয়ার এগবে না।'
আরও পড়ুন মহুয়া রায়চৌধুরী তো স্বপ্নের চরিত্র, প্রথম ছবিতে এমন সুযোগ বিরাট প্রাপ্তি: অঙ্কিতা মল্লিক
অমিতাভ বচ্চনের ক্ষেত্রেও তিনি নিজস্ব চিন্তাভাবনা প্রয়োগ করেছিলেন। 'দিওয়ার' আর 'ত্রিশূল'-এর মতো অ্যাকশনমুখর ছবির বাইরে 'কভি কভি' ও 'সিলসিলা'-তে যশ চোপড়া দর্শকের সামনে তুলে ধরেন বিগ বি-র চরিত্রের রোম্যান্টিক দিকটি। এমনকি নয়ের দশকের শেষদিকে যখন অমিতাভের কেরিয়ারে ধস তখনও যশ চোপড়াই তাঁকে 'মহাব্বতে'-এর মাধ্যমে লাইমলাইটে ফিরিয়ে আনেন। এই ছবির জন্য অমিতাভ পারিশ্রমিক নিয়েছিলেন মাত্র এক টাকা। যশ চোপড়ার প্রতি কৃতজ্ঞতা জানাতেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন বলিউডের শাহেনশা।
অন্যদিকে ঋষি কাপুরের কেরিয়ারেও যশ চোপড়ার ভূমিকা ছিল অনস্বীকার্য। 'কভি কভি' ছবিতে ঋষি নিজের চরিত্র নিয়ে অসন্তুষ্ট ছিলেন। তিনি মনে করেছিলেন নীতু কাপুরের চরিত্রটি তাঁর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এমনকি যশ চোপড়াকে বলেছিলেন তাঁকে নীতুর ভূমিকা দেওয়ার জন্য। পরে শশী কাপুর ও যশ চোপড়ার বোঝানোর পর তিনি কাজটি করেন। পরে ঋষি কাপুর নিজেই স্বীকার করেছিলেন, 'তখন আমি বাচ্চাসুলভ আচরণ করেছিলাম। ভাবতে পারিনি এমন সুন্দর একটি ছবির সুযোগ আমি প্রায় হারিয়েই ফেলেছিলাম।'
শাহরুখ খানের সঙ্গে যশ চোপড়ার পারিবারিক সম্পর্ক গড়ে উঠেছিল। 'দিল তো পাগল হ্যায়', 'ভীর-জারা', 'জব তাক হ্যায় জান'-এর মতো হিট ছবির নেপথ্যে রয়েছে এই যুগলবন্দি। 'জব তাক হ্যায় জান'-এর শুটিংয়ের সময় লাদাখে যশ চোপড়া আবেগপ্রবণ হয়ে পড়েন। শাহরুখ স্মৃতিচারণ করে বলেছিলেন, 'শুটিং শেষে যশজি এসে বললেন, তোর শট শেষ হয়ে গেল। এটাই শেষ শট।' আমি অবাক হয়ে বললাম, 'পরের ছবি করব না? তিনি কেঁদে ফেললেন আর বললেন, 'না, শেষ হয়ে গেল, এটা শেষ শট।' কয়েকদিন পরই জীবনাবসান হয় রোম্যান্সের জাদুকর যশ চোপড়ার।
প্রেমের অনন্ত অনুভূতিকে নতুন রূপ দেওয়ার পাশাপাশি তারকাদের কেরিয়ার গড়ায় তাঁর অবদান অনবদ্যন । যশ চোপড়া না থাকলে হয়তো 'অ্যাংরি ইয়ং ম্যান' অমিতাভ, 'বয়স জাস্ট এ নাম্বার' ঋষি কাপুর কিংবা 'কিং অব রোম্যান্স' শাহরুখ খান-এর মতো এই পরিচয়গুলোই তৈরি হতো না।
আরও পড়ুন 'তেরে নাম-এর টাইটেল ট্র্যাক শুনে কাঁদতেন আর...', ঐশ্বর্যর সঙ্গে বিচ্ছেদ যন্ত্রণায় কী করতেন সলমন?