Actress Tragic Death: 'ধুমধাম করে গণেশ চতুর্থী পালন করতে চাই', মৃত্যুর পর কী ভাবে ইচ্ছেপ্রকাশ শেফালির? জানলে চমকে যাবেন

Shefali Jariwala Last Wish: মৃত্যুর পর কেটে গিয়েছে অনেকগুলো দিন। এখন কী ভাবে মনের ইচ্ছের কথা জানাচ্ছেন কাঁটা লাগা গার্ল? দেখুন সেই ভিডিও।

Shefali Jariwala Last Wish: মৃত্যুর পর কেটে গিয়েছে অনেকগুলো দিন। এখন কী ভাবে মনের ইচ্ছের কথা জানাচ্ছেন কাঁটা লাগা গার্ল? দেখুন সেই ভিডিও।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

মৃত্যুর পরও গণেশ চতুর্থী পালনের ইচ্ছেপ্রকাশ করলেন শেফালি!

Shefali Jariwala: দিনটা ছিল ২৭ জুন। হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪২-এ প্রয়াত হন শেফালি জারিওয়ালা। কাঁটা লাগা গার্লের মৃত্যুর খবরে তোলপাড় টিনসেল টাউন। আকস্মিক মৃত্যুর খবরে চমকে গিয়েছে অনুরাগীরা। ২৮ জুন রাতে চোখের জলে শেফালিকে বিদায় জানিয়েছেন প্রিয়জনেরা। শেষযাত্রায় স্ত্রীর মাথায় হাত বুলিয়ে কপালে আলতো চুমু এঁকে দিয়েছেন স্বামী পরাগ ত্যাগী। শেফালির অস্থি ভাসানোর আগে বুকে আগলে কান্নায় ভেঙে পড়েছিলেন। স্ত্রীর স্মৃতি আঁকড়ে দিন গুজরান পরাগের। শেফালি ছিলেন একজন আধ্যাত্মিক মানুষ। মৃত্যুর আগেও বাড়িতে উপোস করে সত্যনারায়ন পুজোর আয়োজন করেছিলেন। গণেশ চতুর্থীর আগে মনের ইচ্ছেপ্রকাশ করলেন প্রয়াত শেফালি।

Advertisment

২৮ জুন পঞ্চভূতে বিলীন হয়েছে শেফালির দেহ, তারপরও কী ভাবে বাড়িতে গণেশ চতুর্থী পালনের ইচ্ছেপ্রকাশ করলেন? কাকতালীয়ভাবে জীবনের শেষদিনেও ভগবানের আরাধনা করেছেন। এবার জেনে নেওয়া যাক কী ভাবে মন কি বাত শেয়ার করলেন শেফালি? এক সোশ্যাল মিডিয়া ইউজার তাঁর ইনস্টা হ্যান্ডেলে এখটি ভিডিওবার্তায় দাবি করেছেন শেফালি তাঁর স্বপ্নে এসে বলেছেন, তিনি বাড়িতে গণেশ চতুর্থী পালন করতে চান।

Advertisment

সেই কনটেন্ট ক্রিয়েটার একটি বিষয় স্পষ্ট করে দিয়েছেন, চর্চায় থাকতে এই ভিডিও তিনি করছেন না। বরং তাঁর মনে হচ্ছে, শেফালির মৃত্যু তঁর মনে গভীর প্রভাব ফেলেছে। বেশ কয়েকদিন বিষয়টা নিয়ে ভাবনাচিন্তা করেছেন। সেই জন্যই হয়ত স্বপ্নেও শেফালিকে দেখছেন। মহিলা কনটেন্ট ক্রিয়েটারের বক্তব্য অনুযায়ী, 'আজ সকালে শেফালি আমার স্বপ্নে আসেন। আমি ওঁর মৃত্যু নিয়ে বেশি ভাবছি বলেই হয়ত আমাকে দেখা দিচ্ছেন। আমি নিজেও এইধরনের জিনিসে বিশ্বাসী নই। তবে আমার মনে হয় এই বার্তাটা শেফালির স্বামী পরাগ পর্যন্ত পৌঁছে দেওয়া উচিত'।

আরও পড়ুন 'শেফালিকে পেয়ে আমাকে ভুলে গেলে'? পরাগের বিয়েতে কেন এমন কথা বলেছিলেন সহ অভিনেত্রী?

আরও বলেন, 'পরাগের স্ত্রীর ইচ্ছে বাড়িতে গণেশ চতুর্থী পালন হোক। তাঁর অনুপস্থিতিতেও যেন সবকিছু সুন্দর ভাবে নিয়ম নিষ্ঠার সঙ্গে পালন করা হয়। আমামে স্বপ্নে শেফালি ঠিক যা বলেছেন সেটাই আমি বললাম। কারও যদি মনে হয় বিশ্বাস করার তাহলে করবেন। কারও মৃত্যুকে হাতিয়ার করে আমি ভিউ বাড়াতে চাই না।'

আরও পড়ুন 'অতিরিক্ত ডোজ কিন্তু...', নাম না করে শেফালির মৃত্যু নিয়ে উপহাস! রোষানলে 'বিগ বস গার্ল' পায়েল

death news actor death news shefali Jariwala