Shefali Jariwala parag Tyagi: 'শেফালিকে পেয়ে আমাকে ভুলে গেলে'? পরাগের বিয়েতে কেন এমন কথা বলেছিলেন সহ অভিনেত্রী?

Shefali Jariwala-Suwati Anand: শেফালির মৃত্যুর খবরে চমকে গিয়েছিলেন পবিত্র রিস্তা খ্যাত অভিনেত্রী স্বাতী আনন্দ। তাঁর সঙ্গে শেফালির শেষ কী কথা হয়েছিল? মুখ খুললেন অভিনেত্রী।

Shefali Jariwala-Suwati Anand: শেফালির মৃত্যুর খবরে চমকে গিয়েছিলেন পবিত্র রিস্তা খ্যাত অভিনেত্রী স্বাতী আনন্দ। তাঁর সঙ্গে শেফালির শেষ কী কথা হয়েছিল? মুখ খুললেন অভিনেত্রী।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
shefali

শেফালির সঙ্গে পরাগের অন স্ক্রিন স্ত্রীর শেষ কথা

Shefali Jariwala-Suwati Anand Last Conversation: ২৭ জুন আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন শেফালি জারিওয়ালা। কাঁটা লাগা গার্লের আকস্মিক মৃত্যুর খবরে তোলপাড় হয়ে যায় টিনসেল টাউন। চোখের জল আটকাতে পারেনি অনুরাগীরা। ২৮ জুন রাতে চোখের জলে শেফালিকে বিদায় জানিয়েছেন প্রিয়জনেরা। গাড়িচালকের আসনের পাশে স্ত্রীর ছবিতে মালা পরিয়ে রেখেছিলেন পরাগ। মাথায় হাত বুলিয়ে কপালে আলতো চুমু এঁকে দিয়েছিলেন অভিনেতা স্বমী। স্ত্রীর স্মৃতি আগলে দিন কাটাচ্ছেন পরাগ। এর মাঝেই পবিত্র রিস্তা ধারাবাহিকে পরাগের স্ত্রী অর্থাৎ স্বাতী আনন্দ শেফালির সঙ্গে তাঁর শেষ কথপকথোপ নিয়ে মুখ খুললেন। 

Advertisment

পবিত্র রিস্তা ধারাবাহিকে পরাগ ত্যাগীর স্ত্রীর চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন স্বাতী আনন্দ। জুমকে দেওয়া সাক্ষাৎকারে স্বাতী শেফালি-পরাগের বিয়ের স্মৃতিচারণা করেন। পরাগ কেমন মানুষ সেই কথা বলতে গিয়ে বলেন, 'আমি পরাগের থেকে ভাল মানুষ এই জীবনে সত্যিই দেখিনি। খুব ভাল মনের সৎ মানুষ। পরাগ আর শেফালির বিয়েতে খুব কম অতিথিই নিমন্ত্রিত ছিলেন। খুব বড় কোনও আয়োজন করেননি ওঁরা। মাতা রানির জাগরাতা রেখেছিলেন। আমি সেখানেও গিয়েছিলাম। আমি পরাগের সঙ্গে কত মজা করতাম যে শেফালির প্রেমে অন্ধ হয়ে আমাকে ভুলে গেলে!'

আরও পড়ুন 'অতিরিক্ত ডোজ কিন্তু...', নাম না করে শেফালির মৃত্যু নিয়ে উপহাস! রোষানলে 'বিগ বস গার্ল' পায়েল

Advertisment

একইসঙ্গে আর স্বাতীর সঙ্গে শেফালির শেষ আলাপচারিতার কথাও শেয়ার করেন। অভিনেত্রী জানান, 'শেফালি আর পরাগ উজ্জইন গিয়েছিলেন। আমি তো ওখানকারই মেয়ে। তাই ওঁরা আমাকে ফোন করেছিলেন। আমাদের বাড়িতে এসে গাড়ি করে মহাকালেশ্বরের মন্দিরে গিয়েছিলেন। কিন্তু, আমি সেই সময় ছিলাম না। তাই দেখা করার ইচ্ছে থাকলেও আর দেখা হয়নি। তখন আমার শুটিং চলছিল। আমরা গণপতিতে দেখা করেছিলাম। দেখা সাক্ষাৎ প্রায়ই হত, তাই আজও বিশ্বাস করতে পারছি না এইরকম একটি ঘটনা ঘটে গেল।'

আরও পড়ুন প্রয়াত স্ত্রীর ইচ্ছেগুলো বঁচিয়ে রাখতে বিরাট পদক্ষেপ, লাইমলাইটে থাকতে হাতিয়ার শেফালি! পরাগ বললেন...

প্রসঙ্গত, পরাগ ত্যাগীর সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে নেটনাগরিকদের অনেকে আপত্তিকর মন্তব্য করেছেন। তিনি নাকি লাইমলাইটে থাকতে মৃত স্ত্রীকে হাতিয়ার হিসাবে ব্যবহার করছেন। পালটা প্রতিক্রিয়ায় শেফালির স্বামী পরাগ ত্যাগী একটি বিষয় স্পষ্ট করে দিয়েছেন সোশ্যাল মিডিয়ার নেতিবাচক মন্তব্য তাঁকে কোনওভাবেই প্রভাবিত করে না। পরাগের প্রতিক্রিয়া,  'আমার এত তাড়াতাড়ি পোস্ট করা উচিত হয়নি বলে যাঁরা ফোকাসে আসার চেষ্টা করছেন তাঁদের উদ্দেশে একটা কথা বলতে চাই। সবাই আপনার মতো নয়। পরী সোশ্যাল মিডিয়া ভীষণ এনজয় করত। ওকে সবাই খুব ভালবাসত। আমি সেভাবে সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত ছিলাম না। ও আমার হৃদয়জুড়ে রয়েছে।' 

death news actor death news shefali Jariwala