/indian-express-bangla/media/media_files/2025/07/11/cats-2025-07-11-10-58-19.jpg)
শেফালির মৃত্যু নিয়ে পরিহাস!
Shefali Jariwala-Payal Rohatgi Controversy: দিনটা ছিল ২৭ জুন, সেই দিন রাতেই বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন কাঁটা লাগা গার্ল শেফালি জারিওয়ালা। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। ২৮ জুন সকালে শেফালির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া টিনসেল টাউনে। মাত্র ৪২ বছরে শেফালির এই অকাল প্রয়াণে স্তম্ভিত সতীর্থ থেকে পরিচিতরা। শেফালি জারিওয়ালার মৃত্যুর খবরে ভেঙে পড়েছিল তাঁর অগণিত ভক্ত। আজও যেন কেউ বিশ্বাস করতে পারেন না শেফালি জারিওয়ালা আর নেই। এর মাঝেই নাম না করে শেফালিকে খোঁচা বিগ বসের প্রতিযোগী পায়েল রহতোগী। এক সাংবাদিকের সঙ্গে পায়েল চ্যাট ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
বেশ কয়েকদিন কুস্তিগীর স্বামী সংগ্রাম সিংয়ের সঙ্গে পায়েলের বিচ্ছেদ নিয়ে চর্চা তুঙ্গে। সেই খবর নিশ্চিত করতেই সাংবাদিক পায়েলকে মেসেজ করেছিলেন। তখনই পায়েল ওই মহিলা সাংবাদিককে পালটা মেসেজে বলেন, 'দুঃখিত, আমার মনে হয় আপনি অবসাদে ভুগছেন। তবে কোনওরকম ওষুধ খাবেন না। অতিরিক্ত ডোজ কিন্তু মৃত্যুর কারণ হতে পারে।' শেফালির মৃত্যুর পর বাড়ি থেকে উদ্ধার হয়েছিল অ্যান্টি এজিং ট্যাবলেট, স্কিন গ্লো ট্যাবলেট আর ভিটামিন সাপ্লিমেন্ট। পায়েলের এই মেসেজ ভাইরাল হতেই নেটনাগরিকদের একাংশের মতে শেফালিকে খোঁচা মেরেছেন।
কথপকথোনের সময় পায়েল সেই সাংবাদিককে ফের বলেন, 'অ্যান্টি এজিং ওষুধ কিন্তু, কিনবেন না। আর যদিও কেনেন তাহলে চিকিৎসকের পরামর্শ নিয়ে কিনবেন।' দুজনের এই বাক্যালাপ ৯ জুলাই পায়েল নিজের ইনস্টা স্টোরিতে শেয়ার করেছেন। আরও এক সাংবাদিকের সঙ্গেও একপ্রকার হেঁয়ালি করে কথা বলেন। পায়েল হোয়াটসঅ্যাপ চ্যাটে লেখেন, 'আশা করি আপনি অবসাদে ভুগছেন না বা মদ্যপানও করছেন না। আমার যা মানসিক অবস্থা সেখানে আপনাদের ব্যবহারে এইরকম প্রতিক্রিয়াই কাম্য।'
আরও পড়ুন 'চিরদিন আমরা...', পরাগ ছাড়াও শেফালির জন্য যন্ত্রণায় দিন কাটছে কার?
এরপর পায়েল সাংবাদিকদের ব্লক করে দেন। পায়েলের এই ধরনের প্রতিক্রিয়ার তীব্র নিন্দা করেছেন নেটনাগরিকরা। কেউ বলছেন, যদি প্রশ্নের উত্তর দিতে ইচ্ছে না করে তাহলে এড়িয়ে যান। কারও মতে, এটা অমানবিক, নিম্ন রুচির পরিচয়। তবে পায়েল এই প্রসঙ্গে এখনও কোনও প্রতিক্রিয়া দেননি।
আরও পড়ুন 'চিরদিন শুধু তোমাকেই ভালবাসব', শেফালির সঙ্গে রঙিন মুহূর্তের কোলাজে স্মৃতিমেদুর পোস্ট পরাগের