/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/04/lead-15.jpg)
'কেশরী' ছবিতে অক্ষয় কুমার।
গত ২১ মার্চ মুক্তি পেয়েছে এই ছবি এবং ক্রমশই বাড়ছে ব্যবসার অঙ্ক। অক্ষয় কুমার ও পরিণীতি চোপড়া অভিনীত 'কেশরী' ভাল সাড়া ফেলেছে বক্স অফিসে। এখনও পর্যন্ত এই ছবি ব্যবসা করেছে ১৪৩.০২ কোটি। ছবি নিয়ে দর্শকের উদ্দীপনা এখনও তুঙ্গে।
বিগত দু'বছর ধরেই একের পর এক পিরিয়ড ছবি করছেন অক্ষয় এবং মোটের উপর ভালই ব্যবসা করছে ছবিগুলি। বিশেষ করে 'রুস্তম'-এর বক্স অফিস কালেকশন তো বেশ ভাল ছিল। ততটা ভাল ফল করেনি 'গোল্ড'। কিন্তু 'কেশরী' প্রথম থেকেই দর্শককে হলে টানতে সফল হয়েছে।
আরও পড়ুন: রণবীরের সঙ্গে এনগেজমেন্ট নিয়ে সাফ কথা বলে দিলেন আলিয়া
এছাড়া দর্শকের মধ্য়ে ছবি সম্পর্কে ফিডব্য়াকও ভাল। ফিল্ম অ্য়ানালিস্ট তরণ আদর্শ সম্প্রতি টুইট করে জানিয়েছেন এই ছবির সাম্প্রতিক বক্স অফিস পরিসংখ্য়ান। তিনি লিখেছেন, '''কেশরী' ভাল করছে এবং ১৪৫ কোটির ব্য়বসা করবে সেই নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু ১৫০ কোটি ব্য়বসা করবে কি না তা এখনও বোঝা যাচ্ছে না। চতুর্থ সপ্তাহে ছবিটি কতটা ট্রেন্ডিং থাকবে তার উপরে নির্ভর করছে ছবির আগামী কয়েক দিনের ব্য়বসা। গত রবিবার পর্যন্ত ছবির মোট ব্য়বসা হয়েছে ১৪৩.০২ কোটি।''
#Kesari is decent... Will cross ₹ 145 cr in coming days, but the journey to ₹ 150 cr will depend on its trending in Weekend 4, when it faces new films and shows get reduced further...
Fri 1.65 cr, Sat 2.62 cr, Sun 3.23 cr. Total: ₹ 143.02 cr. India biz. — taran adarsh (@taran_adarsh) April 8, 2019
'কেশরী'-র সাফল্য় নিয়ে অক্ষয় কুমার হিন্দুস্তান টাইমস-কে জানিয়েছেন, ''প্রথমেই বলব, আমি অত্য়ন্ত কৃতজ্ঞ। সেটা ছবির সাফল্য়ের জন্য নয়, অসামান্য একটি গল্পে, এমন একটা চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছি বলে। আমি নিজেকে অত্য়ন্ত সৌভাগ্য়বান মনে করছি যে মানুষকে অনুপ্রেরণা জোগায়, এমন একটা গল্প মানুষের সামনে আনতে পেরেছি।''
আরও পড়ুন: এখন কেমন দেখতে সুপারস্টার চিরঞ্জীবী, ভাইরাল হল ছবি
এই ছবিতে উঠে এসেছে ইতিহাসের একটি অধ্যায়। সারাগারির যুদ্ধে ১৮৯৭ সাল, দশ হাজার আফগান সেনার সামনে রুখে দাঁড়িয়েছিলেন ২১ জন শিখ জওয়ান। সেই ঐতিহাসিক ঘটনা নিয়েই তৈরি হয়েছে অনুরাগ সিং পরিচালিত ছবি 'কেশরী'।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us