Mrinal Sen-Mithun Chakraborty: 'কতটা নির্লজ্জ হলে..', সবার সামনেই মেয়েদের সঙ্গে কী এমন করছিলেন মিঠুন? মৃণাল সেন বলেন..

Mrinal Sen on Mithun: কোন সুপারিশ হয়েছিল? নাকি মিঠুনকে মনে ধরে ছিল পরিচালকের? একবার এক সাক্ষাৎকারে সেই প্রসঙ্গে জানিয়েছিলেন পরিচালক। এবং যে কারণে মিঠুনকে পছন্দ হয়েছিল, কথা শুনলে চমকে যেতে হয়। মিঠুন চক্রবর্তী, পুনা ফিল্ম ইন্সটিটিউটের ছাত্র ছিলেন।

Mrinal Sen on Mithun: কোন সুপারিশ হয়েছিল? নাকি মিঠুনকে মনে ধরে ছিল পরিচালকের? একবার এক সাক্ষাৎকারে সেই প্রসঙ্গে জানিয়েছিলেন পরিচালক। এবং যে কারণে মিঠুনকে পছন্দ হয়েছিল, কথা শুনলে চমকে যেতে হয়। মিঠুন চক্রবর্তী, পুনা ফিল্ম ইন্সটিটিউটের ছাত্র ছিলেন।

author-image
Anurupa Chakraborty
New Update
How Mrinal Sen found Mithun Chakraborty for mrigaya entertainment News

যা বলেন কিংবদন্তি পরিচালক...

একটা কনভোকেশন, এবং সঙ্গে মেয়েদের সাথে এবং টিজিং। এভাবেই পাল্টে গিয়েছিল মহাগুরু মিঠুন চক্রবর্তীর জীবন। আহিটোলার একটা ছেলে, যাকে নানানা অপমান সহ্য করতে হয়েছে। গায়ের রং এর জন্য বারবার তাকে রিজেকশন ফেস করতে হয়েছে, তাঁকে তাকে মৃণাল সেন ঠিক কি কারণে মৃগয়ার জন্য বেছে নিয়েছিলেন? এই সাপেক্ষেই একবার উত্তর দিয়েছিলেন কিংবদন্তি পরিচালক। মৃণাল সেনের মত মানুষ মিঠুন চক্রবর্তীকে কি করে নিজের ছবির জন্য বেছে নিলেন?

Advertisment

কোন সুপারিশ হয়েছিল? নাকি মিঠুনকে মনে ধরে ছিল পরিচালকের? একবার এক সাক্ষাৎকারে সেই প্রসঙ্গে জানিয়েছিলেন পরিচালক। এবং যে কারণে মিঠুনকে পছন্দ হয়েছিল, কথা শুনলে চমকে যেতে হয়। মিঠুন চক্রবর্তী, পুনা ফিল্ম ইন্সটিটিউটের ছাত্র ছিলেন। যে বছর তিনি ডিপ্লোমা গ্রহণ করবেন, ঠিক সেই বছর অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৃণাল সেন। পরিচালক বলেন... ওর সঙ্গে আমার দেখা হয়েছিল বলব না, আমি ওকে দূর থেকে দেখেছিলাম। আমি পুনায় সেদিন অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলাম। আমার এক পাশে বসে ছিলেন অলকাজী, অন্য পাশে ছিলেন ঋষিকেশ মুখোপাধ্যায়। আমি দূর থেকে দেখছিলাম, একটা ইয়াং ছেলে। মেয়েদেরকে সমানে টিজ করছিল সে। আর যেভাবে মেয়েদেরকে টিজ করছিল, আমায় খুব ইমপ্রেস করেছিল বিষয়টা। কতটা নির্লজ্জ হলে, ওখানে সমস্ত উচ্চমানের শিল্পীরা এবং তারকারা বসে ছিল, তাও সে এই ধরনের কাণ্ডকীর্তি চালিয়ে যাচ্ছিল।

National Award for Actor: জাতীয় পুরস্কার হাতছাড়া হতেই অজ্ঞান! অভিনেত…

Advertisment

এখানেই শেষ না। মৃণাল বাবু বলেন, এতটাই অবাক হলাম যে পাশে অলকা জ্বি বসেছিলেন, তাকে জিজ্ঞাসা করলাম এই ছেলেটা কে? আমাকে বললেন আপনি ওকে চেনেন না? ও তো বাঙালি। আমি উত্তরে জবাব দিয়ে বললাম সব বাঙালিকে আমাকে চিনতে হবে? কিন্তু পরবর্তীতে জানতে পারলাম ওনাকে খুব ভালো অভিনেতা। আমি ওর সম্পর্কে এটুকুই জানতাম। তারপর জানলাম ওর নাম। তারপরে মৃগয়ার সুযোগ কি করে হলে মিঠুন চক্রবর্তীর জীবনে? পরিচালক বললেন...

"দু'বছর পর যখন আমি সিদ্ধান্ত নিলাম যে সিনেমাটা বানাবো, তখন আমার এমন একজন অভিনেতার সন্ধান ছিল যাকে হি ম্যান মনে হবে। তখনকার দিনে ভারতীয় অভিনেতাদের মধ্যে হিম্যান বিষয়টা ছিল না। আমার এমন একজনকে দরকার ছিল। হঠাৎ করেই তার চেহারাটা আমার মনে পড়ল। তার ওই নির্লজ্জ স্বভাব এবং কান্ড আমাকে তো আগেই অভিভূত করেছিল। কারণ অভিনেতা হওয়ার জন্য নির্লজ্জ হওয়ার দরকার আছে। এবং, আমি আমার ক্যামেরা ম্যানকে টেলিগ্রাম পাঠালাম। তাকে বললাম যে এই ইয়াং ছেলেটিকে আমার প্রয়োজন ও এই বছর ডিপ্লোমা পাস করেছে। ও একজন বাঙালি। এবং ওর চেহারা খুব সুঠাম।" তারপর?

Dhumketu vs War 2: বাংলায় ব্রাত্য বাংলা ছবি? 'ওয়ার-২' এর কোপে কি 'ধু…

তিন দিনের মধ্যে পরিচালকের কাছে চলে এসেছিল মিঠুন চক্রবর্তীর ছবি। তাঁর কথায়, বোম্বে থেকে খুঁজে পাওয়া গিয়েছিল সেই সময় মিঠুনকে। পাঁচ দিন পর মৃণাল বাবুর সঙ্গে দেখা করতে আসেন মিঠুন চক্রবর্তী। পরিচালক বললেন, "খুব ইমপ্রেস হয়েছিলাম ওকে দেখে। ওর চুল নিয়ে খুব ভাবনা চিন্তা ছিল। আর আমাকে বারবার ইমপ্রেস করার জন্য বলে যাচ্ছিল ও নাকি হেলেনের সঙ্গে নাচ করেছে। আমি তিন থেকে চারবার এই কথা শুনে, তারপর তাকে দেখে গিয়ে বললাম এরপর যদি আরেকবার তুমি আমাকে এই কথা বলেছে আমি তোমায় এখান থেকে দূর করে দেব।"

Mrinal Sen mithun chakraborty