Parambrata Piya-Durga Ashtami: 'একদম শান্ত ছিল-ঢাকের আওয়াজেও কাঁদেনি', একরত্তিকে নিয়ে অঞ্জলি দেওয়ার অভিজ্ঞতা ভাগ পরম পত্নী পিয়ার

Parambrata-Piya Baby Boy: লক্ষ্মীছানার বয়স মাত্র চার মাস, আর ছোট্ট সোনাকে নিয়ে প্রথম পুজোয় মহাষ্টমীর অঞ্জলিও দিলেন পরমব্রত ও পিয়া। সোশ্যাল মিডিয়ায় সেই বিশেষ মুহূর্ত শেয়ার করে ছেলেবেলার স্মৃতিতে ডুব দিয়েছেন পরমব্রত। আর নিষাদকে কোলে নিয়ে প্রথমবার অঞ্জলি দেওয়ার অভিজ্ঞতা শেয়ার করলেন পিয়া।

Parambrata-Piya Baby Boy: লক্ষ্মীছানার বয়স মাত্র চার মাস, আর ছোট্ট সোনাকে নিয়ে প্রথম পুজোয় মহাষ্টমীর অঞ্জলিও দিলেন পরমব্রত ও পিয়া। সোশ্যাল মিডিয়ায় সেই বিশেষ মুহূর্ত শেয়ার করে ছেলেবেলার স্মৃতিতে ডুব দিয়েছেন পরমব্রত। আর নিষাদকে কোলে নিয়ে প্রথমবার অঞ্জলি দেওয়ার অভিজ্ঞতা শেয়ার করলেন পিয়া।

author-image
Kasturi Kundu
New Update
cats

নিষাদের সঙ্গে পরম-পিয়ার প্রথম অঞ্জলি

Parambrata Chattopadhyay Piya Chakraborty Durga Ashtami: দিনটা ছিল ২০২৫ সালের ১ জুন। জামাইষষ্ঠীর দিন অভিনেতা-পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তীর কোল আলো আসে তাঁদের প্রথম সন্তান। মা দুর্গার আগমনের সঙ্গে রাজপুত্রের মুখ দর্শন করিয়েছেন তারকা দম্পতি। ছোট্ট সোনার মুখ দেখার পাশাপাশি নাম ঘোষণাও করেছেন টলিপাড়ার এই পাওয়ার কাপল। লক্ষ্মীছানার বয়স মাত্র চার মাস, আর ছোট্ট সোনাকে নিয়ে প্রথম পুজোয় মহাষ্টমীর অঞ্জলিও দিলেন পরমব্রত ও পিয়া। সোশ্যাল মিডিয়ায় সেই বিশেষ মুহূর্ত শেয়ার করে ছেলেবেলার স্মৃতিতে ডুব দিয়েছেন পরমব্রত। 

Advertisment

হ্যাপি ফ্যামিলি মোমেন্টের ছবি শেয়ার করে মামাবাড়ির পাড়ার পুজোর স্মৃতি হাতড়ে অভিনেতা লিখেছেন, 'প্রথমবার আমরা তিনজন মহাঅষ্টমীর অঞ্জলি দিলাম। মামার বাড়ির পাড়ায় যেখানে বড় হয়েছি, বালিগঞ্জ স্টেশন রোডে পুজোর এই দিনে প্রতি বছর এখানেই ফিরে যাই। সহজ সাধারণ মিষ্টি পাড়ার পুজো। বাবার ছোটবেলার পাড়ায়, ছোটবেলার পুজোয় নডিবাবুর এইবার প্রথম আসা।' সত্যিই শিকড়ের টান ভোলা বড্ড কঠিন। লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়া, তারকা তকমা এই সব কিছুর ঊর্ধে যেন শৈশবের সেই সোনায় মোড়ানো দিনে ফিরে যাওয়ার অনাবিল আনন্দ। 

আরও পড়ুন 'মাম্মাস বেবি', মাকে আগলে ছোট্ট নরম আঙুল! লক্ষ্মীছানাকে জড়িয়ে আবেগতাড়িত পরমপত্নী পিয়া

Advertisment

প্রথমবার সন্তান কোলে অঞ্জলি দিতে কোনও বেগ পেতে হল নিউলি মাম্মি পিয়া চক্রবর্তীকে? ইন্ডিয়ান এক্সপ্রেসের এই প্রশ্নের উত্তরে মিষ্টি হেসে পরম পত্নী বলেন, 'একটুও দুষ্টুমি করেনি। একদম শান্ত ছিল। খুব ভালভাবে অঞ্জলি দিয়েছি। এমনকী ঢাকের শব্দেও কোনও কান্নাকাটি করেনি। আমি নিজেই অবাক হয়ে গিয়েছি।' রাজপুত্তর নিষাদের সঙ্গে রংমিলান্তি পোশাকে মহাঅষ্টমীর সকালে সেজেছিলেন পরম-পিয়া। 

সম্মতি জানিয়ে বলেন,'হ্যাঁ, ছেলেকে হলুদ পঞ্জাবি সাদা পায়জামা পরিয়েছিলাম। আমার ড্রেসের রং-ও হলুদ। পরমের পঞ্জাবির হলুদের শেডটা একটু আলাদা। তবে সব মিলিয়ে আমরা তিনজনই হলুদ পরেছিলাম।' পরমব্রতর মামাবাড়ির পাড়ার পুজো প্রসঙ্গে পিয়ার সংযোজন, 'ওঁর মামাবাড়ির পাড়ার এই পুজোতে প্রতিবার ও যায়। বিয়ের পর আমিও গিয়েছি। এবার ছেলেকে নিয়ে যেতে পারব কিনা সেটা নিয়ে একটু চিন্তা ছিল। তবে সব খুব সহজেই হয়ে গেল। অঞ্জলি দিয়ে মামাবাড়িতে খাওয়াদাওয়া করে বাড়ি ফিরলাম। আজকের মতো ঠাকুর দেখা শেষ।'

আরও পড়ুন 'এই তো কয়েক ঘণ্টা আগেও...', মাতৃত্বের অনাবিল সুখের মুহূর্ত ভাগ পরম পত্নী পিয়ার

Parambrata Chattopadhyay Piya Chakraborty