Parambrata Chatterjee: 'আমি আপনার প্রেমে...', পিয়াকে ছেড়ে কার জন্য এমন 'রঙিন' পোস্ট পরমব্রতর?

Koel Mullick Birthday: সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নেন। সোমের সকালে ইনস্টা হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করেছেন। যেখানে লিখেছেন, 'আমি আপনার প্রেমে পড়েছি...'। তবে কথাটা কিন্তু, পিয়াকে বলেলনি। তাহলে কাকে বললেন?

Koel Mullick Birthday: সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নেন। সোমের সকালে ইনস্টা হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করেছেন। যেখানে লিখেছেন, 'আমি আপনার প্রেমে পড়েছি...'। তবে কথাটা কিন্তু, পিয়াকে বলেলনি। তাহলে কাকে বললেন?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
'রঙিন' শুভেচ্ছা পরমব্রতর?

'কাকে রঙিন' শুভেচ্ছা পরমব্রতর?

Koel Mullick Birthday: 'কাউকে প্রেম নিবেদন করতে গেলে যখন বলতে হয়, আমি আপনার প্রেমে পড়েছি। সেই অনুভূতিটা এখন অনুভব করতে পারি।' সোমবার সকালে সোশ্যাল মিডিয়ায় ঠিক এভাবেই ভালবাসায় গদগদ পরমব্রত চট্টোপাধ্যায়। তবে পাশে কিন্তু তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী পিয়া নেই। রয়েছেন টলিপাড়ার অত্যন্ত জনপ্রিয় এক অভিনেত্রী। ২৮ এপ্রিল তাঁর জন্মদিন যুগলের ছবি পোস্ট করে এভাবেই রঙিন শুভেচ্ছা জানিয়েছেন। তিনি নান আদার দ্যান, টলি ক্যুইন কোয়েল মল্লিক। কয়েকটা বছর পিছনে ফিরে গেলে মনে পড়ে যায় হেমলক সোসাইটিতে পরমব্রত চট্টোপাধ্যায় ও কোয়েল মল্লিক জুটির সেই সেই অনবদ্য কাহিনি। সিনেমার সংলাপের মধ্যে দিয়েই সহ অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন পরমব্রত। 

Advertisment

বক্স অফিসে দারুণ ব্যবসা করেছিল পরমব্রত-কোয়েল মল্লিক জুটির ব্লকবাস্টার মুভি হেমলক সোসাইটি।  ২০১২ সালে মুক্তি পেয়েছিল ছবিটি। দীর্ঘ ১৩ বছর পর ফিরল হেমলক সোসাইটির সিক্যোয়েল কিলবিল সোসাইটি। এখানে অবশ্য পরমব্রতর বিপরীতে কোয়েলের পরিবর্তে রয়েছেন কৌশানী মুখোপাধ্যায়। পরমব্রত-কৌশানীর এই নতুন জুটিও দাগ কেটেছে দর্শকের মনে। উল্লেখ্য, শিবপ্রসাদ-নন্দিতার বহুরূপীতে কৌশানীর অভিনয়ই ছিল কেরিয়ারের টার্নিং পয়েন্ট। এরপরই সৃজিতের কিলবিল সোসাইটির নায়িকা হওয়ার সুবর্ণ সুযোগ এসেছে তাঁর কাছে। রক্তবীজ ২-তেও দেখা যাবে কৌশানীর কামাল। 

Advertisment

প্রসঙ্গত, ২৮ এপ্রিল সোমবার জীবনের আরও একটি বসন্ত পার করে ফেললেন টলিউডের 'বার্বি ডল' কোয়েল মল্লিক। সদ্য কন্যা সন্তানের মা হয়েছেন। এবারের জন্মদিনে এটি নিঃসন্দেহে বাড়তি পাওনা। দুই ছেলে-মেয়ে নিয়েই জীবনের এই বিশেষ দিনটি উদযাপন করছেন বার্থডে গার্ল কোয়েল মল্লিক। নাটের গুরু ছবি দিয়ে অভিনয়ে হাতেখড়ি। প্রথম ছবিতেই বাজিমাত। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি কোয়েলকে। একের পর এক হিট সিনেমার নায়িকা হিসেবে দর্শকের মন জয় করে নিয়েছেন কোয়েল মল্লিক।  এখন অবশ্য তিনি দর্শকের দরবারে মিতিন মাসি নামেও পরিচিত। 

আরও পড়ুন: কঙ্গনা নন গ্যাংস্টারের জন্য প্রথম পছন্দ ছিল কোয়েল, ইমরানের নায়িকা হওয়ার প্রস্তাব কেন নাকোচ করেছিলেন?

২০২৪-এর ১৪ ডিসেম্বর দ্বিতীয়বার মা হয়েছেন কোয়েল। সেই জন্য হেমলক সোসাইটির সিক্যোয়েলেও দেখা যায়নি। তবে লম্বা বিরতি কাটিয়ে কামব্যাক করছেন কোয়েল মল্লিক। 'সৌজন্যে সোনার কেল্লায় যকের ধন'। আগামী ৩০ মে সিলভার স্ক্রিনে মুক্তি পাবে ছবিটি। পরমব্রত চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, সাহেব চট্টোপাধ্যায়ের মতো মাল্টি স্টারকাস্টের সমন্বয়ে তৈরি হয়েছে ছবিটি। বড় পর্দায় নতুন রূপে কোয়েলকে দেখতে উদগ্রীব তাঁর অগণিত অনুরাগীরা। 

আরও পড়ুন: 'এটা কত নম্বর প্রেমিক'? সম্পর্কের ভাঙা-গড়ার নিয়ে খোঁচা, মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী

Koel Mullick Parambrata Chattopadhyay Bengali Film Industry Bengali Film Bengali Actress Bengali Actor Bengali Cinema