Bollywood Actress Relationship: 'এটা কত নম্বর প্রেমিক'? সম্পর্কের ভাঙা-গড়ার নিয়ে খোঁচা, মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী

Bollywood Actress: বেশ কয়েকবার সম্পর্কে জড়িয়েছেন, আবার ব্রেক আপও করেছেন। সেই নিয়ে অনেকে হেঁয়ালি করে তাঁকে বলেন, 'এটা কত নম্বর প্রেমিক'? সম্প্রতি এক সাক্ষাৎকারে মন কি বাত শেয়ার করলেন জনপ্রিয় অভিনেত্রী।

Bollywood Actress: বেশ কয়েকবার সম্পর্কে জড়িয়েছেন, আবার ব্রেক আপও করেছেন। সেই নিয়ে অনেকে হেঁয়ালি করে তাঁকে বলেন, 'এটা কত নম্বর প্রেমিক'? সম্প্রতি এক সাক্ষাৎকারে মন কি বাত শেয়ার করলেন জনপ্রিয় অভিনেত্রী।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
এই সংখ্যা আমাকে ব্রেক আপ যন্ত্রণাটা মনে করিয়ে দেয় আর সেইসঙ্গে নতুন প্রেমের দ্বার উন্মোচন করে

এই সংখ্যা আমাকে ব্রেক আপ যন্ত্রণাটা মনে করিয়ে দেয় আর সেইসঙ্গে নতুন প্রেমের দ্বার উন্মোচন করে: শ্রুতি

Bollywood Actress Love life:দক্ষিণী সুপারস্টার কমল হাসানের মেয়ে শ্রুতি হাসান। বলিউডে কিঠু ছবিতে কাজ করলেও সাফল্য তাঁকে সেভাবে ছুঁতে পারেনি। তবে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে তাঁর বেশ নামডাক আছে। সোশ্যাল মিডিয়াতেো বেশ অ্যাক্টিভ অভিনেত্রী। ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত তুলে ধরেন সোশ্যাল মিডিয়ায়। তা সে প্রেমের সম্পর্ক হোক বা ব্রেক আপ স্টোরি। ফটোশুটের নানান নজিরও ধরা পড়ে শ্রুতির সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি Filmfare-কে দেওয়া একটি সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছেন। যদিও খুব বেশি রাখঢাক কখনই করেন না কমল কন্যা শ্রুতি হাসান। তাঁর বক্তব্য, 'যখন আমি কোনও সম্পর্কে জড়াই তখন সেখানেই সর্বস্বটুকু দিই। কিন্তু, যখন আমি সেই সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসি তখন অনেক দূরে চলে যাই। আমাদের প্রত্যেকের জীবনেই কিন্তু, এইরকম প্রাক্তন আছে। তবে আমি কোনওরকম অনুশোচনা ছাড়াই সেই অধ্যায়টা থেকে মুক্ত হই।'

Advertisment

হঠাৎ এমন কথাই বা কেন বললেন শ্রুতি? আসলে সম্পর্ক নিয়ে সবসময়ই স্পষ্টবক্তা তিনি। গত বছর Santanu Hazarika-র সঙ্গে ব্রেক আপ হয়েছে সে কথা প্রকাশ্যে জানিয়েছেন। এছাড়াও অভিনেতা Michael Corsale-এর সঙ্গে ডেট করার কথাও স্বীকার করেছিলেন। Filmfare-কে দেওয়া সাক্ষাৎকারে শ্রুতির প্রেমকাহিনি নিয়ে প্রশ্ন উঠতেই তার সপাট জবাবটা এভাবেই দেন অভিনেত্রী। একইসঙ্গে এটাও বলেছেন, যে সম্পর্কগুলো ভেঙে গিয়েছে সেগুলো তাঁর মনকে বিশেষভাবে প্রভাবিত করেছিল। কিন্তু, কোনও তৃতীয় ব্যক্তি শ্রুতির ব্রেক আপ নিয়ে কেন মন্তব্য করেন সেটা অবশ্য বুঝতে পারেন না। 

আরও পড়ুন: 'কাশ্মীর চলুন পুরো বলিউড আপনার সঙ্গে যাবে', পহেলগাঁও হামলার পর বিশেষ বার্তা রাখির

তিনি বলেন, 'অনেকেই কোঁচা মেরে জিজ্ঞাসা করেন, এটা কত নম্বর প্রেমিক? এটা অন্যদের কাছে শুধুমাত্র একটা সংখ্য। কিন্তু, আমার মনে করি এই সংখ্যা আমাকে ব্রেক আপ যন্ত্রণাটা মনে করিয়ে দেয় আর সেইসঙ্গে নতুন প্রেমের দ্বার উন্মোচন করে। আমি কিন্তু, আমার মা-বাবাকে কখনও এই ব্যাপারে দোষারোপ করি না। সবসময় সকলের সব ধারণা বদলে ফেলা যায় না। তাই এগুলো এখন আরা আমার খারাপ লাগে না। তবে মানুষ তো, তাই কিছুটা হলেও আঘাত পাই আবার নিজেকে সামলে নিই।' সম্পর্কের ভাঙা-গড়া থেকে তিনি যে অনেক শিক্ষা পেয়েছেন সেই কথাটা স্বীকার করেন শ্রুতি। আরও একটি মনের কথা বলেছেন, কাছের মানুষরা যখন অতীত নিয়ে কাঁটাছেড়া করেন তখন কষ্ট পান। 

Advertisment

নিজের কিছু আপশোসের কথা বলতে গিয়ে শ্রুতি বলেন, 'অনেকসময় নিজের অজান্তেই হয়ত অনেককে আঘাত দিয়ে ফেলেছি। যাঁরা আমার খুব কাছের মানুষ তাঁদের কাছে বারবার ক্ষমা চাইতে আমার কোনও সমস্যা নেই। তবে বাকিদের ক্ষেত্রে আমার কোনও আপশোস নেই।' প্রসঙ্গত, লন্ডনের অভিনেতা Michael Corsale-এর সঙ্গে ২০১৯-এ সম্পর্ক ভাঙে শ্রুতির। এরপর ২০২০ সালে Santanu Hazarika-এর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। মাত্র চার বছরেই শেষ হয় পথচলা। ২০২৪-এ সম্পর্কে ইতি টানেন তাঁরা।

আরও পড়ুন: দীপিকা টু ক্যাটরিনা- আলিয়া থেকে প্রিয়াঙ্কা, ইনস্টায় প্রচারমূলক পোস্ট পিছু তারকাদের আয় শুনলে ভিড়মি খাবেন

Bollywood Vs South Film Industry bollywood movie Bollywood News bollywood actress Shruti Haasan