Koel Mallick: ২৮ এপ্রিল সোমবার জীবনের আরও একটি বসন্ত পার করে ফেললেন টলিউডের 'বার্বি ডল' কোয়েল মল্লিক। সদ্য কন্যা সন্তানের মা হয়েছেন। এবারের জন্মদিনে এটি নিঃসন্দেহে বাড়তি পাওনা। দুই ছেলে-মেয়ে নিয়েই জীবনের এই বিশেষ দিনটি উদযাপন করছেন বার্থডে গার্ল কোয়েল মল্লিক। নাটের গুরু ছবি দিয়ে অভিনয়ে হাতেখড়ি। প্রথম ছবিতেই বাজিমাত। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি কোয়েলকে। একের পর এক হিট সিনেমার নায়িকা হিসেবে দর্শকের মন জয় করে নিয়েছেন কোয়েল মল্লিক। এখন অবশ্য তিনি দর্শকের দরবারে মিতিন মাসি নামেও পরিচিত। বাংলা সিনেমায় কেরিয়ার শুরু করেই বলিউডে কাজ করার সুবর্ণ সুযোগ পেয়েছিলেন। কিন্তু, সেই প্রস্তাব নাকোচ করে দিয়েছিলেন মল্লিক বাড়ির মেয়ে কোয়েল মল্লিক।
আরও পড়ুন: 'শনিবারই জানতে পারলাম...', রবিবাসরীয় ছুটির দিনে চরম দুঃসংবাদ দিলেন টেলি অভিনেত্রী কন্যাকুমারী
সালটা ছিল ২০০৬। ওই বছর মুক্তি পেয়েছিলে বলিউডের ব্লকবাস্টার মুভি গ্যাংস্টার। ইমরান হাসমি-কঙ্গনা রানাওয়াত অভিনীত এই ছবির জন্য বাঙালি পরিচালক অনুরাগ বসুর ফার্স্ট চয়েজ ছিল বং বিউটি কোয়েল মল্লিক। কিন্তু, ঘনিষ্ঠ দৃশ্যে জন্য ছবির প্রস্তাব খারিজ করে দেন কোয়েল। অন্যদিকে গ্যাংস্টারের মাধ্যমে বলিউডের হাতেখড়ি দিতেই সেরা ডেবিউ অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছিলেন বলিউডের ক্যুইন কঙ্গনা রানাওয়াত।
কঙ্গনার আগে অনুরাগ বসুর যে প্রথম পছন্দ কোয়েল মল্লিক ছিলেন সেটা কিন্তু আজও অনেকেরই অজানা। এই প্রসঙ্গে একটি কথা না বললেই নয়, অনুরাগ বসুর হাত ধরেই কঙ্গনার ভাগ্যে শিঁকে ছিঁড়েছিল। যদিও তিনি এখন অভিনয়ের পাশাপাশি ছবি পরিচালনা-প্রযোজনার কাজও করছেন। সেই সঙ্গে পাহাড়ের কোলে নিজের হোটেলের ব্যবসাও শুরু করেছেন কঙ্গনা।
অন্যদিকে লাইট-ক্যামেরা-অ্যাকশন থেকে আপাতত নিজেকে একপ্রকার দূরেই রেখেছেন কোয়েল। ২০২৪-এর ১৪ ডিসেম্বর দ্বিতীয়বার মা হয়েছেন কোয়েল। সেই জন্য হেমলক সোসাইটির সিক্যোয়েলেও দেখা যায়নি। তবে লম্বা বিরতি কাটিয়ে কামব্যাক করছেন কোয়েল মল্লিক। 'সৌজন্যে সোনার কেল্লায় যকের ধন'। আগামী ৩০ মে সিলভার স্ক্রিনে মুক্তি পাবে ছবিটি। পরমব্রত চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, সাহেব চট্টোপাধ্যায়ের মতো মাল্টি স্টারকাস্টের সমন্বয়ে তৈরি হয়েছে ছবিটি। বড় পর্দায় নতুন রূপে কোয়েলকে দেখতে উদগ্রীব তাঁর অগণিত অনুরাগীরা।
আরও পড়ুন: ভিক্ষা করে দিন গুজরান! পরিচারিকা থেকে পদ্মশ্রীপ্রাপ্ত অভিনেত্রী, কষ্টের কাহিনি শুনলে চোখে জল আসবে