/indian-express-bangla/media/media_files/2024/12/30/liWX2WrJg2IYsCiia7KZ.jpg)
ঠিক ১৩ বছর আগে...
Sreemoyee Chattoraj Kanchan Mullick Friendship: বাংলা ইন্ডাস্ট্রির পাওয়ার কাপল শ্রীময়ী চট্টরাজ ও কাঞ্চন মল্লিক। গত বছর ভ্যালেন্টাইনস ডে-তে সকলকে চমকে আইনি বিয়ের ছবি শেয়ার করে সম্পর্কে সিলমোহর দিয়েছিলেন তারকা দম্পতি। এরপর ২ মার্চ সাত পাকের বন্ধনে বাঁধা পড়েন। মিস টু মিসেস হওয়ার আগে ব্যক্তিগতজীবন নিয়ে কখনই সেভাবে মুখ খোলেননি শ্রীময়ী, অন্যদিকে বিধায়ক-অভিনেতা কাঞ্চনও মুখে কুলুপ এটেছিলেন। এখন অবশ্য সেসব অতীত, জীবনের সুখ-দুঃখের মুহূর্তগুলো সকলের সঙ্গে ভাগ করে নেন কাঞ্চন ঘরনি। ১৩ বছর আগে রাখি পূর্নিমার দিন কাঞ্চনের সঙ্গে প্রথম সাক্ষাৎ থেকে প্রেমকাহিনি-বিয়ের জার্নির সেই সুন্দর অনুভূতির কথা শেয়ার করেছেন।
রাখিবন্ধন মানে শুধু ভাই-বোনের উৎসব সেটা কিন্তু মোটেই নয়, ভালবাসার বন্ধন-একতার প্রতীক হিসেবে এই উৎসব পালিত হয়। আর এমন একটা দিনেই অজান্তে ভালবাসার বন্ধনে বাঁধা পড়েছিলেন দুজনে। বন্ধুত্ব দিয়ে সম্পর্কের সূত্রপাত। এরপর সেই বন্ধুত্ব আরও গভীর হয়, ফলস্বরুপ জীবন এগিয়েছে এক্সপ্রেসের গতিতে। ১৩ বছর আগে ফিরে জিয়া নস্ট্যাল শ্রীময়ী। আবেগপ্রবণ একটি পোস্টে লেখেন, 'ঠিক ১৩ বছর আগে রাখি পূর্ণিমার দিনে ধারাবাহিকের শুটিং করতে গিয়ে প্রথম দেখা হয়েছিল কাঞ্চন মল্লিকের সঙ্গে। তখন টেলিভিশনের জনপ্রিয় এই সাবলীল অভিনেতাকে কাছ থেকে দেখার মুহূর্তটা ছিল উত্তেজনায় ভরপুর।'
আনন্দ জাহির করে আরও যোগ করেন, 'কখনও ভাবেননি সেই দিন থেকেই শুরু হবে এক গল্প যা আজ জীবনের পরিণতি বদলে দেবে। ২০১২ সালের রাখি পূর্ণিমা থেকে শুরু হয় প্রথম আলাপ তারপর বন্ধুত্ব, গভীর বন্ধুত্ব, ভালবাসা, বিয়ে এবং সন্তান জন্ম।১৩ বছরের সেই পথ চলার কথা ভেবে আজ মনে হয় জীবন যেন রূপকথার মতো। যদিও পথটা একেবারে মসৃণ ছিল না কিন্তু সেই উত্থান-পতনের লড়াইয়েই সম্পর্কের দৃঢ়তা বেড়েছে। কারণ সহজে পাওয়া জিনিসের মূল্য হারিয়ে যায় আর সংগ্রামই শেখায় তার গুরুত্ব।'
আরও পড়ুন 'ঋতুদি প্রতিশ্রুতি দিলে...', ঋতুপর্ণার পরবর্তী ছবিতে শ্রময়ী! কী বললেন অভিনত্রী?
অভিনেত্রীর সংযোজন, 'আজ ১৩ বছর পরও আমরা পরস্পরকে একে অপরকে সেরা বন্ধু বলেই মনে করি। ঝগড়া-মনোমালিন্য সবটাই হয় তবে সেটা নিখাদ বন্ধুত্বের মতো। এখন আমাদের দায়িত্ব বেড়েছে, সমাজে স্বামী-স্ত্রী হিসেবে পরিচিত, সন্তানের অভিভাবক হয়েছি। তবুও দু'জনের জীবন একে অপরের কাছে আজও স্বচ্ছ। তাই ১৩ বছরের এই সম্পর্কের দিনটিকে আমরা উদযাপন করেছি বন্ধুত্বের উৎসব হিসেবেই।'
আরও পড়ুন 'কাজের প্রতি সৎ ছিলাম বলেই...', রক্তবীজ ২-তে সুযোগ পেয়ে স্বপ্নপূরণ শ্রীময়ীর