New Update
/indian-express-bangla/media/media_files/2025/07/28/cats-2025-07-28-17-36-26.jpg)
ঋতুপর্ণার ছবিতে শ্রীময়ী?
Sreemoyee Chattoraj: 'গুডবাই মাউন্টেন'-এর প্রিমিয়ারে অতিথি হিসেবে এসেছিলেন কাঞ্চন মল্লিক ও তাঁর স্ত্রী শ্রীময়ী চট্টোরাজ। সেখানেই ঋতুপর্ণা সেনগুপ্ত ইঙ্গিত দিলেন পরবর্তী ছবিতে দেখা যাবে কাঞ্চনপত্নীকে। এই বিষয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে কী জানালেন শ্রীময়ী?
ঋতুপর্ণার ছবিতে শ্রীময়ী?
Sreemoyee Chattoraj Next Movie: ২৫ জুলাই সিলভার স্ক্রিনে মুক্তি পেয়েছে ঋতুপর্ণা সেনগুপ্ত ও ইন্দ্রনীল সেনগুপ্ত জুটির দ্বিতীয় ছবি 'গুডবাই মাউন্টেন'। ইন্দ্রাশিষ আচার্য পরিচালিত এই ছবির প্রিমিয়ার ছিল একেবারে তারকাখচিত। আর স্টার স্টাডেড সেই 'প্রিমিয়ার নাইট'-এ অতিথি হিসাবে এসেছিলেন ঋতুপর্ণার দুজন কাছের মানুষ-বন্ধু কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টোরাজ। সাংবাদিকদের সামনে সেদিন টলি ক্যুইন ঋতুপর্ণা ইঙ্গিত দিয়েছেন তাঁর পরবর্তী ছবিতে দেখা যেতে পারে শ্রীময়ীকে। আর কাঞ্চন? সেই বিষয়ে অবশ্য একেবারে স্পিকটি নট ঋতুপর্ণা।
সত্যিই শ্রীময়ীকে ঋতুপর্ণা সেনগুপ্তের পরবর্তী ছবিতে দেখা যাবে? ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে যোগাযোগ করা হয় শ্রীময়ী চট্টোরাজের সঙ্গে। তিনি বলেন, 'সেদিন ঋতুদি নিজেই বলেছিলেন ওঁর পরের ছবিতে আমাকে সুযোগ দিতে পারেন। কিন্তু, ওই কথার সূত্রপাত ওখানেই শুরু ওখানেই শেষ। আমি কিন্তু, এরপর একবারও ঋতুদিকে এই বিষয়ে কিছু জানতে চাইনি। কারণ ঋতুদি প্রতিশ্রুতিবদ্ধ। ঘরে-বাইরে যেভাবে সামলান তা সত্যিই প্রশংসনীয়। যেটা উনি একবার বলেন সেটাই করেন। এখন সবটাই সময়ের উপর নির্ভর করছে।'
আরও পড়ুন 'কাজের প্রতি সৎ ছিলাম বলেই...', রক্তবীজ ২-তে সুযোগ পেয়ে স্বপ্নপূরণ শ্রীময়ীর
ঋতুপর্ণা সেনগুপ্ত কতটা প্রতিশ্রুতিবদ্ধ সেই উদাহরণ দিতে গিয়ে পুরনো একটি ঘটনার উল্লেখ করেন। শ্রীময়ীর সংযোজন, 'একবার আমাদের বাড়িতে ঋতুদির আসার কথা ছিল। অনেকটা রাত হয়ে যাচ্ছিল বলে কাঞ্চন ভেবেছিল হয়ত আসবে না। কিন্তু, শুটিং সামলে আমাদের বাড়িতে এসেছিল। কথা যখন দিয়েছে সেই কথা ঋতুদি সবসময় রাখে।' রক্তবীজ ২-তে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শ্রীময়ীকে। এই ছবির হাত ধরে বড় পর্দায় অভিষেক, ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে পরবর্তী ছবিতে কাজ করেন কিনা সেটা তো সময় বলবে।
শ্রীময়ী একটি বিষয়ে স্পষ্ট করেছেন, 'আমি কিন্তু, কখনও কারও কাছে জোর করে কাজ চাইনি। রক্তবীজের প্রথম পর্বের শুটিংয়ের সময় থেকে উইন্ডোজের সঙ্গে আমার ভাল সম্পর্ক। সিনেমার সাকসেস পার্টিতেও গিয়েছি। কিন্তু, কোনওদিন সেখানে কাজ নিয়ে কথা বলিনি। সোশ্যাল মিডিয়ার যুগে সবটাই দৃশ্যমান। আমার কাজ, চেহারা যদি কোনও চরিত্রের জন্য উপযুক্ত হয় নিশ্চয়ই সুযোগ পাব। তাই ঋতুদির কাছেও আমি এই বিষয়ে কিছু উত্থাপন করিনি।' লাস্ট বাট নট ইন লিস্ট, প্রিমিয়ারের রাতে কাঞ্চন মজা করে ঋতুপর্ণাকে বলেছিলেন, তিনি যদি সুযোগ দেন তাহলে...।
আরও পড়ুন রোজ প্রেমে থাকতে ভালবাসি, প্রথমবার কাঞ্চন নিজের হাতে লিখে চিঠি দিল: শ্রীময়ী