Bollywood Producer Death: ভেন্টিলেশনেই সব শেষ! প্রয়াত রানি-তামান্নার বলিউডের জন্মদাতা সেলিম, শোকস্তব্ধ বলিউড

Salim Akhtar Death: হাসপাতালেই সব শেষ। মঙ্গলবার স্ত্রী-সন্তানকে রেখে না ফেরার দেশে চলে গেলেন খ্যাতনামা প্রযোজক সেলিম আখতার। তাঁর প্রয়াণে শোকাহত টিনসেনটাউন।

Salim Akhtar Death: হাসপাতালেই সব শেষ। মঙ্গলবার স্ত্রী-সন্তানকে রেখে না ফেরার দেশে চলে গেলেন খ্যাতনামা প্রযোজক সেলিম আখতার। তাঁর প্রয়াণে শোকাহত টিনসেনটাউন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
না ফেরার দেশে চলে গেলেন খ্যাতনামা প্রযোজক সেলিম আখতার

না ফেরার দেশে চলে গেলেন খ্যাতনামা প্রযোজক সেলিম আখতার

Salim Akhtar Dies at 82: একের পর এক মৃত্যুসংবাদে রীতিমতো স্তব্ধ বলিউড। সম্প্রতি না ফেরার দেশে চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা মনোজ কুমার। রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় জানানো হয়। সেই রেশ কাটতে না কাটতেই আরও এক দুঃসংবাদ। ৮ এপ্রিল মঙ্গলবার প্রয়াত হয়েছেন হিন্দি চলচ্চিত্র জগতের বিশিষ্ট প্রযোজক সেলিম আখতার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি ছিলেন প্রযোজক। শারীরিক অবস্থা ছিল বেশ সংকটজনক। ভেন্টিলেশনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলিউডের এই খ্যাতনামা প্রযোজক। তবে মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। স্ত্রী শর্মা আখতার ও সন্তান সমদ আখতারকে রেখেই তারাদের দেশে চলে গেলেন বলিউডের বর্ষীয়ান প্রযোজক সেলিম আখতার। 

Advertisment

আরও পড়ুন: 'আমাদেরকেও একদিন চলে যেতে হবে', মনোজের দীর্ঘ অসুস্থতা নিয়ে মুখ খুললেন অরুণা ইরানি

তাঁর হাত ধরেই বলিউডের উত্থান বাঙালি কন্যা রানি মুখোপাধ্যায়ের। দক্ষিণী সুন্দরী তামান্না ভাটিয়ারও 'পর্দার জন্মদাতা' সেলিম আখতার। ১৯৯৭-তে Raja Ki Aayegi Baraat-এর প্রযোজনা করেছিলেন সেলিম আখতার। এরপর ২০০৫-এ Chanda Sa Roshan Chehra-এর সিনেমার মাধ্যমে তামান্নাকে লঞ্চ করেছিলেন। সাত ও আটের দশকের একাধিক হিট ছবির প্রযোজক ছিলেন সেলিম। ববি দেওল-রানি মুখোপাধ্যায়ের Badal, মিঠুন চক্রবর্তীর Phool Aur Angaar, আমির খানের Baazi সহ একাধিক ছবির প্রযোজনা করেছেন। 

Advertisment

আরও পড়ুন: লাগাতার ফ্লপের জেরে মুম্বই ছাড়ার সিদ্ধান্ত, কী ভাবে অমিতাভের কেরিয়ার বাঁচিয়েছিলেন মনোজ কুমার?

রাজ বব্বর, পুনম ধিলোঁ, শক্তি কাপুর অভিনীত ও ১৯৮১ সালে মুক্তিপ্রাপ্ত রোম্যান্টিক-অ্যাকশন মুভি Aapas Ki Baat-এর ও প্রযোজনা করেছিলেন প্রয়াত প্রযোজক সেলিম আখতার। এছাড়াও ধর্মেন্দ্র, স্মিতা পাটিল ও জয়া প্রদার Qayamat-এর ও প্রযোজনা করেছিলেন।  মৃত্যু সংবাদে শোকজ্ঞাপন করেছেন প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা সহ অনেকেই। ৯ এপ্রিল বুধবার দুপুর একটা বেজে ৩০ মিনিটে Zohar Namaaz এর পর শেষকৃত্য সম্পন্ন হবে। তাঁর আকস্মিক মৃত্যুতে স্তম্ভিত বিনোজগৎ। বুধবার শেষযাত্রায় ইন্ডাস্ট্রির সতীর্থরা তাঁকে শ্রদ্ধা জানাবেন। সেলিম আখতারের মৃত্যু হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির বিরাট ক্ষতি সে কথা আর বলার অবকাশই রাখে না।

bollywood bollywood movie Bollywood News Rani Mukherji bollywood actress Tamannaah Bhatia Salim Akhtar