সম্প্রতি বলিউড অভিনেতা হৃতিক রোশন পাশে দাঁড়ালেন নিম্ন-মধ্যবিত্ত পাপারাৎজিদের। সেলিব্রিটি ফোটোগ্রাফার বিরল ভয়ানি ধন্যবাদ দিলেন হৃতিক রোশনকে। করোনার জেরে নিম্ন-মধ্যবিত্ত ফোটোগ্রাফারদের পরিবারকে সাহায্য করতে এগিয়ে এলেন অভিনেতা।
একটি পোস্টে, বিরল উল্লেখ করেন, ''পুরো পৃথিবী এখন সংকটের মধ্যে রয়েছে। তার ওপরে খাঁড়ার ঘা বেতন কেটে নেওয়া, চাকরির অনিশ্চয়তা এবং সর্বোপরি একের পর এক বন্ধ হয়ে যাওয়া মিডিয়া হাউস। করোনার প্রভাবে চারিদিকে ভয়ঙ্কর অবস্থা। আমার বিরাট দল যাঁরা সারাক্ষণ রাস্তায় নেমে তারকাদের ছবি তোলেন। কিন্তু এই দুর্যোগের সময়ে আমার একমাত্র উপার্জনের রাস্তাও বন্ধ হয়ে গিয়েছে। এই সময়ে নিজের পরিবারের সঙ্গে প্রায় ১৫ জন সদস্য রয়েছেন যাঁদের উপার্জনের রাস্তা আমার ছবির সাবস্ক্রিপশন ও ইনস্টাগ্রামে পোস্ট। এই সময়ে,হৃতিক রোশন নিজে থেকে এগিয়ে এসেছেন এবং নিম্ন-মধ্যবিত্ত পাপারাৎজিদের পাশে দাঁড়িয়েছেন।''
আরও পড়ুন, করোনাজয়ীদের সাক্ষাৎকার নিলেন কার্তিক, উঠে এল অজানা তথ্য
বিরল ভায়ানি জানিয়েছেন, প্রতিদিনের পারিশ্রমিকে কাজ করা ফিল্ম ইন্ডাস্ট্রির টেকনিশিয়ানদের পাশে দাঁড়াতে অভিনেতা ফান্ড তৈরি করেছেন, কিন্তু ফোটোগ্রাফারদের কোনও সংগঠন না থাকায় সেদিক থেকে তাঁরাা বঞ্চিত।
আরও পড়ুন, নস্ট্যালজিক অমিতাভ! শোনালেন প্রথম ম্যাগাজিন ফোটোশুটের নেপথ্য কাহিনি
শেষে পোস্টে বিরল লিখেছেন, ''আমি কৃতজ্ঞ হৃতিকের কাছে। যেভাবে অন্যান্য অভিনেতারা ফিল্ম ইন্ডাস্ট্রির পাশে দাঁড়াচ্ছেন সেখানে আমরা কোনও ফিল্ম অ্যাসোসিয়েশনের অংশ না হওয়ায় সেই সমর্থন থেকে বঞ্চিত। সেখানে হৃতিক এগিয়ে এসেছে,অনেক ধন্যবাদ।''
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন