Advertisment

বিনোদনের সেরা খবর: নেপোটিজম প্রসঙ্গে রুদ্রনীল, শ্রীলেখাকে পরোক্ষ খোঁচা স্বস্তিকার, অভিযাত্রিক পোস্টার

নেপোটিজম, বাংলা বিনোদন জগতে শ্রীলেখা-স্বস্তিকা তরজা, অভিযাত্রিক পোস্টার, অনির্বাণের ভাইরাল টুইট-সহ বাছাই করা বিনোদনের খবর একনজরে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সুশান্তের মৃত্যুর পর নেপোটিজম বিতর্ক ঝড় তুলেছে সোশাল মিডিয়ায়। এদিন সেই প্রসঙ্গেই কথা বললেন রুদ্রনীল ঘোষ। বাংলা ইন্ডাস্ট্রিতে স্বজনপোষণ সম্পর্কে তোপ দেগেছিলেন শ্রীলেখা। নাম এসেছিল স্বস্তিকারও। এবার তারই জবাব দিলেন অভিনেত্রী। মুক্তি পেল অভিযাত্রিক ছবির মোশন পোস্টার। অনির্বাণ ভট্টাচার্যের টুইট ভাইরাল। বিনোদনের এমনই সব গুরুত্বপূর্ণ বিনোদনের খবর পড়ে নিন…

Advertisment

স্বজনপোষণ প্রসঙ্গে রুদ্রনীল

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর উসকে দিয়েছে বিনোদন জগতের নেপোটিজম বিতর্ক। তা নিয়েই উত্তাল সোশাল মিডিয়া। সেই ঢেউ আছড়ে পড়েছে টলিউডেও। এক-আধজন প্রশ্ন করতে শুরু করেছিলেন বাংলা ইন্ডাস্ট্রিতে নেপোটিজম বা ফেভারিটিজম নেই? আর সেই তর্কেই ভস্মে ঘি ঢালার কাজ করেছে সম্প্রতি শ্রীলেখা মিত্রের ভিডিয়ো। অবশেষে নপো়টিজম নিয়ে মুখ খুললেন অভিনেত্রী রুদ্রনীল ঘোষ।

বিস্তারিত পড়ুন, ”স্টারের ছেলে স্টার হলেই নেপোটিজম হয়!” প্রশ্ন রুদ্রনীলের

শ্রীলেখা বনাম স্বস্তিকা

কিছুদিন আগেই বাংলা সিনেমায় স্বজনপোষণ নিয়ে বিস্ফোরক করা বলেছেন শ্রীলেখা মিত্র। প্রায় একঘন্টা নয় মিনিটের এই ভিডিয়োতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্তকে নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন শ্রীলেখা। এসেছে সৃজিত মুখোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, কমলেশ্বর মুখোপাধ্যায়ের মতো বেশ কিছু নামও। এদিন সেই প্রসঙ্গেই নাম না করে শ্রীলেখাকে একহাত নিলেন স্বস্তিকা।

বিস্তারিত পড়ুন, ''অভিনেতারাও নিশ্চয়ই আরও বেশি শুয়ে কাজ পেয়েছেন'', শ্রীলেখাকে পরোক্ষ খোঁচা স্বস্তিকার

অভিযাত্রিক পোস্টার

মুক্তি পেল অভিযাত্রিক ছবির পোস্টার। অনুষ্কা শঙ্করের হাতই উন্মোচিত হল অপুর কাহিনির পরবর্তী অংশ। প্রসঙ্গত, শুভ্রজিৎ মিত্রর ছবি ‘অভিযাত্রিক’-এ মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অর্জুন চক্রবর্তী। সত্যজিৎ রায় ‘অপু ট্রিলজি’ শেষ করেছিলেন, ১৯৫৯-তে ‘অপুর সংসার’ দিয়ে। ঠিক সেখান থেকেই শুরু হবে ‘অভিযাত্রিক’। আর এই ছবির হাত ধরেই ষাট বছর পর বাঙালি দর্শকের সামনে ফের আসছে অপু।

publive-image মধুর ভান্ডারকর, অনুষ্কা শঙ্কর ও গৌরাঙ্গ জালান, অভিযাত্রিক পোস্টার লঞ্চ।

অনির্বাণের টুইট যুদ্ধ

“আঁতলামির চাষ করেন?” অনুরাগীর প্রশ্নের উত্তরে অভিনেতার জবাব, “এবার বর্ষা ভাল, তাই ফলনও। ক্ষেতের পাশে ঘাসও অনেক, তাই গরুর আনাগোনাও অন্য সময়ের চেয়ে বেশি।” ব্যস! সঙ্গে সঙ্গে ভাইরাল হয়েছে সেই কথোপকথন। বলা ভাল টুইটের প্রতিক্রিয়া। এক নেটিজেনের প্রশ্নের উত্তরে যা জবাব দিলেন অভিনেতা, সেই জবাবই ভাইরাল হল সোশাল মিডিয়ায়।

বিস্তারিত পড়ুন, “আঁতলামির চাষ করেন?” নেটিজেনের প্রশ্নের পাল্টা জবাব অনির্বাণের

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

tollywood Rudranil Ghosh Bengali Cinema Swastika Mukherjee
Advertisment