Iman Chakraborty: চলন্ত গাড়িতে কী ভাবে আলুমাখা-টকজল দিয়ে ফুচকা খাবেন? ভিডিও শেয়ার করে টিপস দিলেন ইমন

Iman Chakraborty Fuchka Tips: ইমন চক্রবর্তীর চরিত্রের রয়েছে একটি বিশেষ দিক। সেটি হল তিনি ফুচকা প্রেমী। রাস্তায় দাঁড়িয়ে যদি ফুচকা খাওয়ার সুযোগ না হয় তাহলে চলন্ত গাড়িতেই ফুচকা খেয়ে ফেলেন। সেটা কী ভাবে সম্ভব, তারই একটি ছোট্ট ভিডিও শেয়ার করেছেন সংগীতশিল্পী।

Iman Chakraborty Fuchka Tips: ইমন চক্রবর্তীর চরিত্রের রয়েছে একটি বিশেষ দিক। সেটি হল তিনি ফুচকা প্রেমী। রাস্তায় দাঁড়িয়ে যদি ফুচকা খাওয়ার সুযোগ না হয় তাহলে চলন্ত গাড়িতেই ফুচকা খেয়ে ফেলেন। সেটা কী ভাবে সম্ভব, তারই একটি ছোট্ট ভিডিও শেয়ার করেছেন সংগীতশিল্পী।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
চলন্ত গাড়িতে কী ভাবে আলুমাখা-টকজল দিয়ে ফুচকা খাবেন

চলন্ত গাড়িতে কী ভাবে আলুমাখা-টকজল দিয়ে ফুচকা খাবেন

Iman Chakraborty: ইমন চক্রবর্তীর কণ্ঠের জাদুতে মোহিত হয়ে যায় ১৩ থেকে ৮৩। রবীন্দ্রসংগীতের পাশাপাশি অন্য ধারার গানেও তাঁর জুড়ি মেলা বার। দিঘায় জগন্নাথদেবের নতুন মন্দির উদ্বোধনের দিনও সেখানে হাজির হয়েছিলেন। খোদ মুখ্যমন্ত্রীর আমন্ত্রণ পেয়ে আপ্লুত ইমন। তিনি বরাবরই জগন্নাথ দেবের ভক্ত। বাড়িতে ধুমধাম করে পুজোও করেন। বিদেশ বিঁভুইয়ে গেলে সঙ্গে প্রাণের জগন্নাথকেও নিয়ে যান। একদিকে গায়িকা, অন্যদিকে ঠাকুরভক্ত। শিল্পীর চরিত্রের আরও একটি দিক রয়েছে। সেটি হল তিনি ফুচকা প্রেমী। রাস্তায় দাঁড়িয়ে যদি ফুচকা খাওয়ার সুযোগ না হয় তাহলে চলন্ত গাড়িতেই ফুচকা খেয়ে ফেলেন। 

Advertisment

আরও পড়ুন: ট্যাক্সের টাকায় 'ভগবান কালচারাল সেন্টার'-এ আপত্তি, দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনে সরকারকে খোঁচা ঋত্বিকের

সেইরকমই একটি মজাদার ভিডিও নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করেছেন সংগীতশিল্পী ইমন চক্রবর্তী। ডানহাতে একটি শুকনো ফুচকা আর বাঁহাতে ছোট্ট কাগজের চায়ের কাপে তেঁতুল জল। চালকের পাশের আসনে বসে আসেন ইমন। শালপাতার একটি বাটিতে রয়েছে আলুমাখা। চলন্ত গাড়িতে কী ভাবে কায়দা করে ফুচকা খেতে হয় সেটার একটি টিউটোরিয়াল শেয়ার করলেন ইমন। যেখানে তিনি দেখাচ্ছেন প্রথমে ফুচকাটা মুখে পুড়ে দিতে হবে। তারপর আলুমাখাটা মুখে দিয়ে এক সেকেণ্ড চিবিয়ে নিয়ে যখন ফুচকা আর আলুটা মিশে যাবে তখন টকজলটা খেতে হবে। ভিডিও শেয়ার করে ইমন মজা করে লিখেছেন, 'সকল ফুচকা প্রেমীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল।'

Advertisment

পোস্টের কমেন্ট বক্সেও মিলেছে ইতিবাচক প্রতিক্রিয়া। উল্লেখ্য, ভিডিওটি সম্ভবত দিঘা থেকেই ফেরার পথে শেয়ার করেছেন ইমন। অক্ষয় তৃতীয়ার দিন দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে মন্দির প্রাঙ্গন থেকে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন। সাদা সালোয়ারে ইমনের স্নিগ্ধ লুকে মুগ্ধ তাঁর অনুগামীরা।

 দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের আগে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার সঙ্গে মন কি বাত শেয়ার করলেন ইমন। আনন্দ জাহির করে বলেছেন, 'পুরী উনার বাড়ি, সেখানে উনার অধিষ্ঠান। উনি সেখানে থাকেন। তাঁর সঙ্গে অন্য কিছুই তুলনা হয় না। আমার বিশ্বাস আমার বাড়িতে যে জগন্নাথ আছেন, সেখানেও তিনি আছেন। আর দীঘা যেখানে মানুষ আনন্দ করতে ঘুরতে যান, সেখানে আরও বারবার যাওয়ার একটা উপলক্ষ হল। এই প্রয়াস খুব সুন্দর। দিদি, যা সুন্দর একটি মন্দির তৈরি করলেন, আমি মন থেকে পাশে আছি।'

আরও পড়ুন: দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পর পরিবারের সঙ্গে বীচে 'মহানায়ক'! মাঝ সুমদ্রে কেমন হল সেলফি সেশন?

Digha Jagannath Temple Bengali Singer Bengali Song Bengali News Bengali Cinema Bengali Film Iman Chakraborty