Indraneil Sengupta: বাংলার পর্দা পেরিয়ে আন্তর্জাতিক মঞ্চে, ‘অনঅ্যাকাস্টেড আর্থ’- এ নতুন চ্যালেঞ্জের মুখে অভিনেতা

বাঙালি এই অভিনেতা বহু হিন্দি ছবিতে কাজ করেছেন, কাহানি ছবি থেকে তিনি জনপ্রিয়তা পান। এছাড়াও নানা ওয়েব সিরিজে মুম্বাইয়ের বুকে বেশ জনপ্রিয় মুখ তিনি।

বাঙালি এই অভিনেতা বহু হিন্দি ছবিতে কাজ করেছেন, কাহানি ছবি থেকে তিনি জনপ্রিয়তা পান। এছাড়াও নানা ওয়েব সিরিজে মুম্বাইয়ের বুকে বেশ জনপ্রিয় মুখ তিনি।

author-image
Anurupa Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
indra

কী জানালেন অভিনেতা?

Indraneil Sengupta in Hollywood: তিনি অনেকেরই প্রিয় ফেলুদা এবং ব্যোমকেশ। বাংলা ছবিতে তিনি কাজ করে চলেছেন এক নাগাড়ে। এমনকি, হিন্দি ছবি তথা সিরিজেও তাঁকে দেখা গিয়েছে বহুবার। আর এবার শোনা যাচ্ছে তিনি নাকি ঝুম্পা লাহিড়ীর আনকাস্টমড আর্থ - সিরিজেও তাঁকে দেখা যাবে। খবর কি সত্যিই? 

Advertisment

প্রসঙ্গে অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত। তিনি নাকি এই সিরিজে থাকছেন অভিনেত্রী ফ্রিডা পিন্টোর সঙ্গে। আর কী কী জানা যাচ্ছে? ইন্দ্রনীল ছাড়াও এই ছবিতে থাকছেন আদি রায় এবং ইলিয়া সুন্দরসিংহ। বাঙালি এই অভিনেতা বহু হিন্দি ছবিতে কাজ করেছেন, কাহানি ছবি থেকে তিনি জনপ্রিয়তা পান। এছাড়াও নানা ওয়েব সিরিজে মুম্বাইয়ের বুকে বেশ জনপ্রিয় মুখ তিনি। 

Bollywood Actress: মাত্র ১৫ বছরে বিয়ে, শরীরে কুষ্ঠ ছিল এই অভিনেত্রীর, বিয়ে টিকল না! তারপর যা হল...

Advertisment

ঝুম্পা লাহিড়ীর বই অবলম্বনে নির্মিত এই সিরিজে ইন্দ্রনীল কাজ করছেন জয়ের ভুমিকায়। আদি রায় অভিনয় করছেন কৌশিক চরিত্রে। ফ্রীডা-ই প্রথম যিনি এই সিরিজে যোগ দেন। এবং, তারপর ধীরে ধীরে ইন্দ্রনীলের নাম প্রকাশ্যে আসে। সম্প্রতি, বাংলা এবং হিন্দি নানা ছবিতে কাজ করেছেন তিনি। যেমন? মুল্ক, কাজলের মা, এছাড়াও ঋতুপর্ণার সঙ্গে পুরাতন এবং গুডবাই মাউন্টেন ছবিতে কাজ করেছেন। এই প্রসঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে নায়কের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কী বলছেন?

তাঁর তরফে এই প্রসঙ্গে বেশি মন্তব্য মেলেনি। অভিনেতা সাফ জানিয়েছেন, এখনই এই নিয়ে কিছু বলতে চান না তিনি। পরবর্তীতে যখন প্রযোজনা সঙ্গস্থার তরফে জানানো হবে, তখনই তাঁর পক্ষে কিছু বলা সম্ভব। 

Bangladeshi Actress: হত্যাকাণ্ডে নাম জড়িয়েছিল, অবশেষে জামিন মিলল প্রাক্তন রাষ্ট্রপতি ঘনিষ্ঠ অভিনেত্রীর?

"অনঅ্যাকাস্টেড আর্থ" সিরিজটির গল্প আবর্তিত হয়েছে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের কেমব্রিজে অবস্থিত এক অভিজাত ভারতীয়-আমেরিকান সম্প্রদায়কে ঘিরে। গল্পে দেখা যায়, এক বিবাহিত নারী ও তার বহু বছর আগে হারিয়ে যাওয়া প্রেমিকের মধ্যে একটি কলঙ্কজনক সম্পর্ক প্রকাশ্যে এলে, ঠিক কী কী হতে পারে। এই নাটকের কেন্দ্রবিন্দুতে রয়েছেন পারুল চৌধুরী, যার চরিত্রে অভিনয় করবেন ফ্রিডা পিন্টো।

Bengali Actor Indraneil Sengupta Entertainment News Today Actor